image

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে ২৫.৯৯ কোটি টাকা জমা দিয়েছে গ্রামীণফোন

বুধবার, ২০ সেপ্টেম্বর ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের তহবিলে ২৫.৯৯ কোটি টাকা জমা দিয়েছে গ্রামীণফোন। গত মঙ্গলবার গ্রামীণফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) সৈয়দা তাহিয়া হোসেনের নেতৃত্বে এক প্রতিনিধিদল শ্রম ও র্মসংস্থান ন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ানের হাতে ২৫ কোটি ৯৯ লাখ ৫০ হাজার ৫২১ টাকার চেক হস্তান্তর করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. এহছানে এলাহী, গ্রামীণফোনের হেড অব ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস অ্যান্ড এইচআর স্ট্র্যাটেজি কে এম সাব্বির আহমেদ, প্রতিষ্ঠানটির নিয়র ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস মুহাম্মদ তাওহীদুল ইসলাম এবং ইন্ডাস্ট্রিয়াল রিলেশনস এক্সপার্ট মো. হারুন অর রশিদ।

এ প্রসঙ্গে গ্রামীণ ফোনের চিফ হিউম্যান রিসোর্সেস অফিসার (সিএইচআরও) সৈয়দা তাহিয়া হোসেন বলেন, ‘টেলিনর গ্রুপের অংশ হিসেবে দায়িত্বশীল কর্পোরেট প্রতিষ্ঠান হতে প্রতিশ্রুতিবদ্ধ গ্রামীণফোন।’

বাংলাদেশ শ্রম আইনে স্থানীয় ও বহুজাতিক প্রতিষ্ঠানগুলো বছর শেষে তাদের লাভের ৫ শতাংশের এক-দশমাংশ এই তহবিলে জমা দেয়। গ্রামীণফোন প্রতিষ্ঠান এবং শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিলে এখন পর্যন্ত ২১৩ কোটি ৩২ লাখ ২০ হাজার ৮২ টাকা জমা দিয়েছে।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি