বগুড়ায় সরকারীভাবে আমন ধান ও চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে। আজ বুধবার সকাল ১০টায় বগুড়া সদর এলএসডি গুদামে ধান ও চাল ক্রয়ের মধ্যদিয়ে সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন বগুড়ার জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম। জেলা খাদ্য নিয়ন্ত্রক কাজী সাইফুদ্দিন’র সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মতলুবর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা ফিরোজা পারভীন। এছাড়া অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মনিরুল হক, বগুড়া সদর এলএসডির ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ ইউসুফ, জেলা সংগ্রহ ও মনিটরিং কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
বগুড়া সদর এলএসডিতে ৫২.৫৬০ মেঃটন ও ৩.০০০ মেঃটন ধান ক্রয়ের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে জেলার সংগ্রহ অভিযান শুরু হয়। জেলার অন্যান্য উপজেলাতেও সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে।
সারাদেশের ন্যায় বগুড়াতে প্রতি কেজি ধান ৩০/- টাকা ও প্রতি কেজি চাল ৪৪/-টাকা নির্ধারণ করা হয়েছে। এবার বগুড়ায় ৭শ ৪৩ মেট্রিক টন ধান ও ২১ হাজার ২৫৭ মেট্রিক টন চাল করবে খাদ্য বিভাগ। সরাসরি কৃষক ও মিল মালিকদের কাছ থেকে এই ধান চাল সংগ্রহ করা হবে।
সারাদেশ: যশোরে ছুরিকাঘাতে যুবক খুন
অপরাধ ও দুর্নীতি: লক্ষ্মীপুরে ঘরে ঢুকে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা