image

৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ, পদে নিয়োগ ৩১৪০

বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০২৩
সংবাদ অনলাইন রিপোর্ট

৪৬তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন-পিএসসি। এই বিসিএসে বিভিন্ন ক্যাডার ৩ হাজার ১৪০টি ফাঁকা পদে জনবল নিয়োগ দেওয়া হবে।

বৃহস্পতিবার পিএসসির এক বিজ্ঞপ্তিতে ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয় অংশগ্রহণের জন্য প্রার্থীদের আবেদন ফরম পূরণ ও ফি জমাদান কার্যক্রম আগামী ১০ ডিসেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত ৪৬তম বিসিএসের আবেদন করা যাবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী বছরের মার্চ মাসে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হতে পারে বলে জানিয়েছে পিএসসি। পরীক্ষার সুনির্দিষ্ট তারিখ, সময় ও নির্দেশনা যথাসময়ে কমিশনের ওয়েবসাইটে জানানো হব।

এই বিসিএসের মাধ্যমে সাধারণ ক্যাডারে ৪৮৯ জন, প্রফেশনাল বা টেকনিক্যাল ক্যাডারে ২ হাজার ৭৪ জন, সাধারণ শিক্ষায় ৫২০ জন ও কারিগরি শিক্ষায় ৫৭ জন সরকারি চাকরিতে নিয়োগ পাবেন।

দেশের আটটি বিভাগীয় শহরে দুই ঘণ্টায় ২০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা হবে। এই বিসিএসের আবেদন ফি ৭০০ টাকা। আর ক্ষুদ্র নৃ-গোষ্ঠীভুক্ত প্রার্থী, প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের জন্য আবেদন ফি ১০০ টাকা।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি