প্রতিটি আইনের প্রথম দিকে কিছুটা ত্রুটি-বিচ্যুতি থাকে। নতুন আয়কর আইনেও এমন কিছু ত্রুটি-বিচ্যুতি আছে এবং সেগুলো সমাধানেরও চেষ্টা করা হচ্ছে। যেকোনো আইনকে সময়ের সঙ্গে সঙ্গে পরিশীলিত করা হয়। এনবিআর আয়োজিত এক সেমিনারে সংস্থাটির চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এসব কথা বলেন।
গত বৃহস্পতিবার ঢাকার আগারগাঁওয়ের এনবিআর মিলনায়তনে ‘নতুন আয়কর আইন এবং কর পরিপালন : পরিবর্তিত প্রেক্ষিত’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন।
চলতি ২০২৩-২৪ অর্থবছর থেকে নতুন আয়কর আইন চালু হয়েছে। এ আইনের বিভিন্ন দিক নিয়ে সেমিনারে সমালোচনা হয়। সেমিনারে আবু হেনা মো. রহমাতুল মুনিম বলেন, বাংলাদেশে এক কোটি লোকের কর দেয়ার সামর্থ্য আছে। কিন্তু প্রতি বছর গড়ে মাত্র ৩৫ লাখ করদাতা রিটার্ন দেন।
প্রধান অতিথির বক্তব্যে অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন বলেন, নতুন আয়কর আইনের বিভিন্ন বিষয় পরিষ্কার করতে পারেন এনবিআরের কর কর্মকর্তারা। এতে আদালতে জমে যাওয়া রাজস্বসংক্রান্ত মামলাগুলো ভালোভাবে পরিচালনা করতে পারবে সরকার।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন এনবিআরের সদস্য (আয়কর নীতি) সামস উদ্দিন আহমেদ। তিনি বলেন, গত পাঁচ দশকে মোট রাজস্বে প্রত্যক্ষ করের পরিমাণ ক্রমান্বয়ে প্রায় চার গুণ বৃদ্ধি পেয়েছে।
আন্তর্জাতিক: ভারতে বড়দিন উদ্যাপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার
আন্তর্জাতিক: নাইজেরিয়ায় যুক্তরাষ্ট্রের ‘শক্তিশালী’ হামলা
অর্থ-বাণিজ্য: অক্টোবরে ক্রেডিট কার্ডের ব্যবহার বেড়েছে
অর্থ-বাণিজ্য: নন-লাইফ বিমা কোম্পানিগুলো এজেন্ট কমিশন দিতে পারবে না
অর্থ-বাণিজ্য: সবুজ কারখানায় রেকর্ড, সবচেয়ে বেশি বাংলাদেশে