আগের কার্যদিবসের মতো সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৮ নভেম্বর) পতন হয়েছে শেয়ারবাজারে। এদিন উভয় শেয়ারবাজারের সব সূচক কমেছে। সূচকের সঙ্গে টাকার পরিমাণে লেনদেনও কমেছে। আর মঙ্গলবার যে পরিমাণ কোম্পানির শেয়ার দর বেড়েছে তার চেয়ে বেশি সংখ্যক কোম্পানির দর কমেছে। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) টাকার পরিমাণে লেনদেন তিনশত কোটি টাকার নিচে নেমেছে।
মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬.৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ছয় হাজার ২০২.৮১ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ০.৭২ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১.৯৮ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে এক হাজার ৩৪৬.৬০ পয়েন্টে এবং দুই হাজার ৯৯.৩৮ পয়েন্টে।
ডিএসইতে ৩০৫টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৫৫টির বা ১৮.০৩ শতাংশের দর বেড়েছে। শেয়ার দর কমেছে ৭৬টির বা ২৪.৯২ শতাংশের এবং ১৭৪টির বা ৪৫.০৫ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে। ডিএসইতে মঙ্গলবার ২৯৭ কোটি ২০ লাখ টাকার লেনদেন হয়েছে যা আগের কার্যদিবস থেকে ৭২ কোটি ৭৬ লাখ টাকা কম। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৩৬৯ কোটি ৯৬ লাখ টাকা।
এদিন অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ১৪.২৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৪০৮.৩০ পয়েন্টে। এছাড়া সিএসসিএক্স ৮.১৬ পয়েন্ট, সিএসই-৩০ সূচক ০.২৮ পয়েন্ট, সিএসই-৫০ সূচক ০.৩২ পয়েন্ট এবং সিএসআই ০.৭৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে যথাক্রমে ১১ হাজার ০০৭.২৬ পয়েন্টে, ১৩ হাজার ২৬৮.৬৭ পয়েন্টে, এক হাজার ৩০২.১৪ পয়েন্টে এবং এক হাজার ১৬৪.৯২ পয়েন্টে।
মঙ্গলবার সিএসইতে ১৪৯টি প্রতিষ্ঠানে লেনদেনে অংশ নিয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ৫৫টির আর অপরিবর্তিত রয়েছে ৬১টি প্রতিষ্ঠানের। মঙ্গলবার সিএসইতে ৪ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন হয়েছে।
মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৫৫টির বা ১৮.০৩ শতাংশের শেয়ার ও ইউনিটের দর বেড়েছে। কোম্পানিগুলোর মধ্যে এমবি ফার্মার শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবস এমবি ফার্মার শেয়ারের ক্লোজিং দর ছিল ৭৮৪.৮০ টাকা। মঙ্গলবার লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ৮৩৮.৪০ টাকায়। অর্থাৎ মঙ্গলবার কোম্পানিটির শেয়ার দর ৫৩.৬০ টাকা বা ৬.৮৪ শতাংশ বেড়েছে। এর মাধ্যমে এমবি ফার্মার ডিএসইর টপটেন গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন গেইনার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- লিবরা ইনফিউশনের ৬.২৪ শতাংশ, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্সের ৪.৬৭ শতাংশ, ইয়াকিন পলিমারের ৪.১৫ শতাংশ, মুন্নু অ্যাগ্রোর ৩.৮৫ শতাংশ, মেঘনা সিমেন্টের ২.৯৬ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডের ২.৭২ শতাংশ, ইস্টার্ন লুব্রিকেন্টসের ২.৪৫ শতাংশ, মুন্নু সিরামিকের ২.২৯ শতাংশ এবং ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্কের শেয়ার দর ২.২৫ শতাংশ বেড়েছে।
মঙ্গলবার ডিএসইতে লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে ৭৬টির বা ২৪.৯২ শতাংশের শেয়ার দর কমেছে। কোম্পানিগুলোর মধ্যে বিডি থাইয়ের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি। আগের কার্যদিবস বিডি থাইয়ের শেয়ারের ক্লোজিং দর ছিল ১৮.১০ টাকা। মঙ্গলবার লেনদেন শেষে শেয়ারটির ক্লোজিং দর দাঁড়িয়েছে ১৬.৭০ টাকায়। অর্থাৎ মঙ্গলবার কোম্পানিটির শেয়ার দর ১.৪০ টাকা বা ৭.৭৩ শতাংশ কমেছে। এর মাধ্যমে বিডি থাই ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে।
এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে- সিমটেক্সের ৭.২৫ শতাংশ, ইভিন্স টেক্সটাইলের ৫.৫৫ শতাংশ, অলিম্পিক এক্সেসরিজের ৫.৫৫ শতাংশ, সেন্ট্রাল ফার্মার ৫.৫২ শতাংশ, আরএসআরএম স্টিলের ৫.২৩ শতাংশ, আজিজ পাইপসের ৪.৪২ শতাংশ, সি পার্লের ৪.২২ শতাংশ, শ্যামপুর সুগারের ৪.২২ শতাংশ এবং ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের শেয়ার দর ৪.১৩ শতাংশ কমেছে।
অর্থ-বাণিজ্য: ভারত থেকে ৫০ হাজার টন চাল কেনার প্রস্তাব অনুমোদিত
অর্থ-বাণিজ্য: পিপলস লিজিংয়ের আর্থিক প্রতিবেদন প্রকাশ
অর্থ-বাণিজ্য: বাণিজ্যমেলা শুরু হবে ৩ জানুয়ারি
অর্থ-বাণিজ্য: ৩০ লাখের বেশি করদাতা অনলাইনে রিটার্ন দিয়েছেন
বিজ্ঞান ও প্রযুক্তি: গ্লোবাল ব্লকচেইন ও এআই অলিম্পিয়াডে উজ্জ্বল বাংলাদেশের দলগুলো
বিজ্ঞান ও প্রযুক্তি: ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ক্রেস্ট উদ্বোধন