image

অনলাইন কোরবানি হাট চালু করল বেঙ্গল মিট

বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

আসন্ন ঈদ-উল আযহা ২০২৪ উপলক্ষে বেঙ্গল মিট ১০ম বারের মতো চালু করলো অনলাইন কোরবানি হাট। গ্রাহকের অর্ডার করা গরু, ছাগল এবং ভেড়াকে ইসলামী ফাউন্ডেশনের প্রতিনিধির তত্ত্বাবধানে কোরবানি সম্পন্ন করে এবং কোল্ড চেইন বজায় রেখে ডেলিভারি করা হবে। qurbani.bengalmeat.com এই পোর্টাল থেকে গরু বাছাই, অনলাইন পেমেন্ট, মিট প্রসেসিং এবং ডেলিভারি অপশন সবকিছু করার ব্যবস্থা রয়েছে।

সম্প্রতি ঢাকায় বেঙ্গল মিটের প্রধান কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অনলাইন কোরবানির দশম বছরের আয়োজন তুলে ধরেন বেঙ্গল মিটের কর্মকর্তারা। এই সময় উপস্থিত ছিলেন প্রোজেক্ট ম্যানেজার মোহাম্মদ হাসান ইফতেখার, মোহাম্মদ রাকিবুল ইসলাম, হেড অব রিটেল সেলস মোহাম্মদ হারেস এবং হেড অব মার্কেটিং শেখ ইমরান আজিজ।

হেড অব মার্কেটিং শেখ ইমরান আজিজ বলেন, মুসলমানদের ধর্মীয় ভাবনার বিষয়টি মাথায় রেখে ও গ্রাহকদের সর্বোচ্চ সুবিধা দিতে এবারো পুরো কার্যক্রম পরিকল্পনা করা হয়েছে। বেংগল মিটের নিজস্ব খামার এবং চুক্তিবদ্ধ খামারিদের থেকে সোর্সিং করে নিশ্চিন্ত করা হয় রোগমুক্ত গরু, ছাগল এবং ভেড়া। একইসাথে ইসলামিক ফাউন্ডেশন এর প্রতিনিধির তত্ত্বাবধানে কোরবানি সম্পন্ন করে বিশ্বমানের সার্টিফাইড মিট প্রসেসিং স্ট্যান্ডার্ড ও যথাযথ কোল্ড চেইন বজায় রেখে ডেলিভারি সব মিলিয়ে বেঙ্গল মিট নিশ্চিত করে সম্পূর্ণ হালাল ও নিরাপদ কোরবানি। গত বছরের ন্যায় এ বছরও বেঙ্গল মিটে থাকছে অর্গানিক গ্রাস-ফেড গরু যা শুধুমাত্র প্রাকৃতিক ঘাস খাওয়ানো গবাদি পশু এবং লিন মিটের জন্য আদর্শ।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

» রিটার্ন দাখিলের সময় বাড়লো আরও একমাস

সম্প্রতি