অর্থনৈতিক বার্তা পরিবেশক

রোববার, ০৯ জুন ২০২৪

বাজেটের পর প্রথমদিনেই শেয়ারবাজারে বড় পতন

image

বাজেটের পর প্রথমদিনেই শেয়ারবাজারে বড় পতন

রোববার, ০৯ জুন ২০২৪
অর্থনৈতিক বার্তা পরিবেশক

আগামী ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের পর দেশের শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে। বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটর দাম কমার পাশাপাশি প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এবং অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবকটি মূল্যসূচকের বড় পতন হয়েছে। একই সঙ্গে ডিএসইতে লেনদেন কমে তিনশো কোটি টাকার ঘরে নেমেছে।

শেয়ারবাজার সংশ্লিষ্টরা বলছেন, প্রস্তাবিত বাজেটে শেয়ারবাজারের জন্য কোনো সুখবর নেই। বরং শেয়ারবাজার বিরোধী বাজেট হয়েছে। বাজেট প্রস্তাবে ব্যক্তি বিনিয়োগকারীদের ৫০ লাখ টাকার ওপর ক্যাপিটাল গেইনে ট্যাক্স আরোপ করা হয়েছে। আবার অ-তালিকাভুক্ত কোম্পানির করপোরেট ট্যাক্স হার কমানো হয়েছে। এতে তালিকাভুক্ত ও অ-তালিকাভুক্ত কোম্পানির মধ্যে কর হারের ব্যবধান আরও কমে এসেছে। এর ফলেই বাজেট প্রস্তাবের পর শেয়ারবাজারে বড় দরপতন হয়েছে।

সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচক ডিএসই এক্স ৬৫ দশমিক ৭৫ পয়েন্ট কমেছে। বর্তমানে সূচকটি দাড়িয়েছে ৫ হাজার ১৭১ পয়েন্টে। এছাড়া, এদিন ডিএসইএস সূচক ১৫ দশমিক ৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ১২০ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক ২২ দশমিক ৫২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৫ পয়েন্টে।

ডিএসইতে রোববার মোট ৩৫৭ কোটি ৯০ লাখ ২২ হাজার টাকা লেনদেন হয়েছে। এর আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫৪২ কোটি ৬০ লাখ ৪৫ হাজার টাকা। রোববার মোট ৩৯২ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। দর বৃদ্ধি পেয়েছে ৩৩ কোম্পানির। শেয়ারদর কমেছে ৩৪০ কোম্পানির শেয়ারের দাম কমেছে। বাকি ১৯টি প্রতিষ্ঠানের শেয়ারদর অপরিবর্তিত রয়েছে। এদিন দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে ৩ কোম্পানি। শীর্ষ দরপতনের ৩ কোম্পানি হলো, এস্কয়ার নিট কম্পোজিট পিএলসি, ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসি, প্যাসিফিক ডেনিমস লিমিটেড।

রোববার এস্কয়ার নিটের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৬০ পয়সা বা ৩ শতাংশ। ন্যাশনাল পলিমারের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ১ টাকা ২০ পয়সা বা ৩ শতাংশ এবং প্যাসিফিক ডেনিমসের শেয়ারদর আগের দুনের তুলনায় কমেছে ৩০ পয়সা বা ৩ শতাংশও। তাতে দরপতনের শীর্ষে জায়গা নিয়েছে এই ৩ কোম্পানিটি।

দর পতনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা আলহাজ্ব টেক্সটাইলের শেয়ারদর আগের দিনের তুলনায় ৫ টাকা বা ২ দশমিক ৯৯৯ শতাংশ কমেছে। আর শেয়ারদর ১ টাকা ১০ পয়সা বা ২ দশমিক ৯৯৭ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ইসলামী ইন্স্যুরেন্স। সর্বোচ্চ দর পতনের অন্যান্য কোম্পানিগুলো হলো, এডভেন্ট ফার্মা, ইউনিক হোটেল, কোহিনূর কেমিক্যাল, সোনালী লাইফ ইন্স্যুরেন্স এবং কনফিডেন্স সিমেন্ট পিএলসি।

এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে তাওফিকা ফুডস এন্ড লাভেলো আইসক্রিম পিএলসি। সূত্র মতে, রোববার লাভেলো আইসক্রিমের ১৫ কোটি ৯১ লাখ ২৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি। রোববার লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ফরচুন সুজের ১৫ কোটি ১৪ লাখ ১৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ১৩ কোটি ০৮ লাখ ৩০ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।

লেনদেনে শীর্ষে থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো, ইউনিলিভার কনজ্যুমার কেয়ার লিমিটেড, সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালস লিমিটেড, ইজেনারেশন লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, ওরিয়ন ফার্মা লিমিটেড, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ কোম্পানি লিমিটেড।

এদিন দরবৃদ্ধির তালিকায় শীর্ষে উঠে এসেছে ভিএফএস থ্রেড ডাইং লিমিটেড। সূত্র অনুযায়ী, রোববার ভিএফএস থ্রেডের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় বেড়েছে ১ টাকা ২০ পয়সা বা ৯ দশমিক ৪৪ শতাংশ। তাতে দরবৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দরবৃদ্ধির তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা সেন্ট্রাল ফার্মাসিউটিক্যালসের শেয়ারদর আগের দিনের তুলনায় ৮০ পয়সা বা ৩ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। আর ৩ টাকা ৪০ পয়সা বা ৩ দশমিক ৫৯ শতাংশ বাড়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে ক্রিস্টাল ইন্স্যুরেন্স। দরবৃদ্ধির তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো, এনভয় টেক্সটাইল, এম.এল ডায়িং, জেমিনি সি ফুড, মার্কেন্টাইল ইসলামি ইন্স্যুরেন্স, ওয়ান ব্যাংক, আইসিবি এএমসিএল ফার্স্ট অগ্রণী ব্যাংক মিউচুয়াল ফান্ড এবং মিডল্যান্ড ব্যাংক লিমিটেড।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

» নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ালো ৮ দশমিক ২৯ শতাংশ

» জীবাশ্ম জ্বালানিতে এডিবির ঋণ ‘অর্থনৈতিক ঝুঁকি বাড়াচ্ছে’

» ঋণ খেলাপিদের শেয়ার নিয়ে নেয়ার পরিকল্পনা করেছিলাম, কাজে দেয়নি: ওয়াহিদউদ্দিন মাহমুদ

» সূচকের পতনে ৬ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

» এসএমই পণ্যের রপ্তানি বাড়াতে নতুন বাজার খুঁজতে হবে: শিল্প উপদেষ্টা

» বিভিন্ন দাবিতে বিজেএমসির কর্মকর্তা-কর্মচারীদের গেইট মিটিং

» ইউরোপে এক্সকে ১৪ কোটি ডলার জরিমানা

» রপ্তানিমুখী ১৫০টির বেশি সুপারির ট্রাক আটক বেনাপোল স্থলবন্দরে

» শেয়ারবাজারে মূলধন কমলো সাড়ে ৭ হাজার কোটি টাকা

» চীনের ইউনান প্রদেশের বাণিজ্য বিভাগের সঙ্গে ইপিবির সমঝোতা

» মেঘনা ব্যাংকের এমডি হলেন সৈয়দ মিজানুর রহমান

» যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬১ হাজার টন গম

» পর্যাপ্ত মজুদ সত্ত্বেও লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম

» নবায়নযোগ্য জ্বালানিতে খাতভিত্তিক নীতি কাঠামো প্রয়োজন, আলোচনায় বক্তারা

» ভরা মৌসুমেও সবজির দাম বাড়তি, হঠাৎ বেড়েছে পেঁয়াজ ও তেলের দাম

» পরপর চার মাস রপ্তানি কমেছে

» আইএলও’র কনভেনশন বাস্তবায়নের আহ্বান বিশেষজ্ঞদের

» সিগারেট কোম্পানির ৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি

» ঋণ খেলাপি কমাতে আংশিক অবলোপনে আরও ছাড় দিল বাংলাদেশ ব্যাংক

» ইতিহাসের সবচেয়ে তলানিতে ডলারের বিপরিতে ভারতের রুপির দাম