image

লেনদেনের সময় বাড়ছে ব্যাংক-পুঁজিবাজারেও

শনিবার, ২৭ জুলাই ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

সরকারি চাকরিতে কোটা নিয়ে আন্দোলনের সহিংসতা অব্যাহত থাকলে জারি করা কারফিউয়ের মধ্যে আগামী রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত নতুন অফিস সময়সূচি ও ব্যাংক-পুঁজিবাজারের লেনদেন সময় পরিবর্তনের ঘোষণা দিয়েছে সরকার।

নতুন সময়সূচি অনুযায়ী, সপ্তাহের প্রথম তিন কর্মদিবসে সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত খোলা থাকবে। আগে, দুই দফায় ২১ থেকে ২৩ জুলাই সাধারণ ছুটি ঘোষণা করার পর, অফিসে কাজের সময় ছিল চার ঘণ্টা।

ব্যাংক এবং পুঁজিবাজারের নতুন সময়সূচি অনুযায়ী, ব্যাংকগুলো সকাল ১০টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত খোলা থাকবে, কিন্তু লেনদেন চলবে বেলা ৩টা পর্যন্ত। সাধারণ সময়ে ব্যাংক খোলা থাকে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত, এবং লেনদেন চলে ৩টা পর্যন্ত।

পুঁজিবাজারে লেনদেন সকাল ১০টায় শুরু হবে এবং বেলা ২টা পর্যন্ত চলবে। শেয়ার কেনা-বেচা করা যাবে ১টা ৫০ মিনিট পর্যন্ত, এরপর ১০ মিনিট থাকবে পোস্ট ক্লোজিং সেশন। স্বাভাবিক সময়ে পুঁজিবাজারে লেনদেন চলে সকাল ১০টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত, এর মধ্যে ২টা ২০ মিনিট পর্যন্ত লেনদেন হয়।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র মেজবাউল হক নতুন সময়সূচি নিশ্চিত করেছেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের জনসংযোগ কর্মকর্তা শফিকুর রহমানও পুঁজিবাজারের লেনদেনের সময়সূচি নিশ্চিত করেছেন।

গত ১৮ জুলাই আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির দিন ঢাকাসহ বিভিন্ন এলাকায় সহিংসতা ঘটে, যার ফলে গুলিতে প্রাণহানি ও রাষ্ট্রীয় সম্পত্তিতে হামলা হয়। পরদিন রাত ১২টা থেকে দেশজুড়ে কারফিউ জারি করা হয় এবং পরবর্তীতে তিনদিন সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

বুধ ও বৃহস্পতিবার কারফিউ শিথিলের সময় সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ছিল, এই দুই দিন ব্যাংক ও পুঁজিবাজারের সময়সূচি পরিবর্তিত হয়েছিল। রবিবার থেকে কারফিউ চলমান থাকবে কি না, তা এখনও সিদ্ধান্ত হয়নি। তবে শুক্র ও শনিবার ঢাকায় কারফিউ শিথিলের সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত।

নতুন সপ্তাহের প্রথম তিন কর্মদিবসে সরকারি দপ্তর, আদালত এবং বেসরকারি অফিস খোলা থাকবে ৬ ঘণ্টা। স্বাভাবিক সময়ে অফিসের সময় সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত থাকে।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

» রিটার্ন দাখিলের সময় বাড়লো আরও একমাস

সম্প্রতি