এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) চলতি বছরের ডিসেম্বরের মধ্যে বাংলাদেশকে ৪০ কোটি মার্কিন ডলার ঋণ দেবে, যা বাজেট সহায়তা হিসেবে ব্যবহৃত হবে। এছাড়া, ব্যাংক খাতসহ কয়েকটি খাতে সংস্কারের জন্য ২০২৫ সালের মার্চের মধ্যে আরও ৫০ কোটি ডলার ঋণ দেবে সংস্থাটি। পাশাপাশি, জ্বালানি খাতের উন্নয়নে এডিবির কাছে ১০০ কোটি ডলার ঋণ চেয়েছে বাংলাদেশ।
আজ রোববার সচিবালয়ে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সঙ্গে এডিবির এক প্রতিনিধিদলের বৈঠকে এ সব বিষয়ে আলোচনা হয়। বৈঠকে উপস্থিত ছিলেন এডিবির জ্যেষ্ঠ উপদেষ্টা এডিমন গিনটিং, কান্ট্রি ডিরেক্টর হুয়ে ইউন জুয়াং, ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং এবং বাংলাদেশের অর্থসচিব খায়েরুজ্জামান মজুমদার ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) কর্মকর্তারা।
বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, এডিবি বাংলাদেশের অন্যতম অর্থায়ন সহযোগী। সংস্থাটি থেকে ডিসেম্বরের মধ্যে ৪০ কোটি ডলার বাজেট সহায়তা হিসেবে এবং পরবর্তী বছরের মার্চের মধ্যে আরও ৫০ কোটি ডলার ঋণ পাওয়া যাবে। এছাড়া, বৈঠকে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বিভিন্ন প্রকল্প ও ব্যবসা-বাণিজ্যে সহযোগিতার বিষয়েও আলোচনা হয়েছে।
জ্বালানি খাতে ১০০ কোটি ডলার ঋণ চাওয়ার বিষয়টি নিয়েও বৈঠকে আলোচনা হয়েছে।
শোক ও স্মরন: সাংবাদিক প্রশান্ত ঘোষাল মারা গেছেন
অপরাধ ও দুর্নীতি: অভিনেত্রী ঊর্মিলাসহ তিনজনের সম্পদের হিসাব চায় দুদক
অপরাধ ও দুর্নীতি: স্ত্রী-সন্তানসহ আছাদুজ্জামান মিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ
নগর-মহানগর: আহনাফের মৃত্যুর বিচারটা কইরেন: আদালতকে মা