মোবাইল ফোন সেবা প্রদানকারী কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড’র এলিট গ্রাহক এবং কর্মীদের জন্য ২৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় প্রদান করবে আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান কোডার্সট্রাস্ট। এ উপলক্ষে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
চুক্তির আওতায় কোডার্সট্রাস্ট তাদের অন-ক্যাম্পাস, অনলাইন ও ডিজিটাল কোর্স সমূহে রবির কর্মীদের জন্য ২৫ শতাংশ এবং এলিট গ্রাহকদের জন্য ২০ শতাংশ বিশেষ ছাড় প্রদান করবে। ইংরেজিতে ‘এলিটসিট্রাস্ট’ (EliteCTrust) লিখে ১২১৩ নম্বরে এসএমএস করে এ সুযোগটি গ্রহণ করতে পারবেন গ্রাহকরা।
রবির ‘কাস্টমার লয়্যালটি অ্যান্ড রিওয়ার্ড’ প্রোগ্রামের আওতায় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদেও উপস্থিতিতে রাজধানীর রবি করপোরেট অফিসে চুক্তিটিতে নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন রবি’র হেড অফ মার্কেটিং(রবি) মো. শওকত কাদের চৌধুরী এবং কোডার্সট্রাস্ট’র সিইও মো. শামসুল হক ।
এ সময় রবির লয়্যালটি প্রোগ্রামের জেনারেল ম্যানেজার এ.এস.এম. ফয়সাল, পার্টনারশীপ ম্যানেজার তাসনিয়া আফরিন, কোডার্সট্রাস্ট’র ডিরেক্টর শামামা নওশীন ইয়ামানি, অ্যাসোসিয়েট ডিরেক্টর (অপারেশন) ইমতিয়াজ হোসেন চৌধুরী এবং হেড অব সুপারকিড নাফিয়া নওশীন প্রমুখ উপস্থিত ছিলেন।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪
মোবাইল ফোন সেবা প্রদানকারী কোম্পানি রবি আজিয়াটা লিমিটেড’র এলিট গ্রাহক এবং কর্মীদের জন্য ২৫ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় প্রদান করবে আইটি প্রশিক্ষণ প্রতিষ্ঠান কোডার্সট্রাস্ট। এ উপলক্ষে সম্প্রতি একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
চুক্তির আওতায় কোডার্সট্রাস্ট তাদের অন-ক্যাম্পাস, অনলাইন ও ডিজিটাল কোর্স সমূহে রবির কর্মীদের জন্য ২৫ শতাংশ এবং এলিট গ্রাহকদের জন্য ২০ শতাংশ বিশেষ ছাড় প্রদান করবে। ইংরেজিতে ‘এলিটসিট্রাস্ট’ (EliteCTrust) লিখে ১২১৩ নম্বরে এসএমএস করে এ সুযোগটি গ্রহণ করতে পারবেন গ্রাহকরা।
রবির ‘কাস্টমার লয়্যালটি অ্যান্ড রিওয়ার্ড’ প্রোগ্রামের আওতায় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাদেও উপস্থিতিতে রাজধানীর রবি করপোরেট অফিসে চুক্তিটিতে নিজ নিজ পক্ষে স্বাক্ষর করেন রবি’র হেড অফ মার্কেটিং(রবি) মো. শওকত কাদের চৌধুরী এবং কোডার্সট্রাস্ট’র সিইও মো. শামসুল হক ।
এ সময় রবির লয়্যালটি প্রোগ্রামের জেনারেল ম্যানেজার এ.এস.এম. ফয়সাল, পার্টনারশীপ ম্যানেজার তাসনিয়া আফরিন, কোডার্সট্রাস্ট’র ডিরেক্টর শামামা নওশীন ইয়ামানি, অ্যাসোসিয়েট ডিরেক্টর (অপারেশন) ইমতিয়াজ হোসেন চৌধুরী এবং হেড অব সুপারকিড নাফিয়া নওশীন প্রমুখ উপস্থিত ছিলেন।