মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত অব্যাহত রয়েছে। ইসরায়েল লেবাননে হামলা চালানোর পর সেই সংঘাত আরও দ্রুত ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছিল। তবে ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়তে পারে বলেই মনে করছেন রাজনৈতিক ও সমর বিশ্লেষকরা।
এই সংঘাতের জেরে আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে। অপরিশোধিত তেলের সরবরাহ বিঘ্নিত হতে পারে এই আশঙ্কায় দাম বেড়েছে বলে মনে করা হচ্ছে। যদিও এখনও বিশ্ববাজারে যথেষ্ট তেলের সরবরাহ আছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৬৪ সেন্ট বা শূন্য দশমিক ৮৭ শতাংশ বেড়েছে। বর্তমানে এই তেলের মূল্য ৭৪ দশমিক ৫৪ ডলার। সেই সঙ্গে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড বা ডব্লিউটিআই ক্রুডের দাম ৭২ সেন্ট বেড়ে ব্যারেল প্রতি ৭০ দশমিক ৮২ ডলারে উঠেছে।
গতকাল বুধবার হঠাৎ যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত বাড়ানো হয়েছে। পাল্টাপাল্টি হামলার জেরে অপরিশোধিত তেলের সরবরাহ নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছিল, যুক্তরাষ্ট্র তেলের মজুত বৃদ্ধি করায় তা কিছুটা প্রশমিত হয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত ৩ দশমিক ৯ মিলিয়ন বা ৩৯ লাখ ব্যারেল বৃদ্ধি পেয়ে ৪১৭ মিলিয়ন বা ৪১ কোটি ৭০ লাখ ব্যারেলে উন্নীত হয়েছে। যদিও গত সপ্তাহে রয়টার্সের এক জরিপে বাজার বিশ্লেষকরা ধারণা করেছিলেন, উল্টো যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত ১৩ লাখ ব্যারেল কমবে।
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪
মধ্যপ্রাচ্যে বহুমুখী সংঘাত অব্যাহত রয়েছে। ইসরায়েল লেবাননে হামলা চালানোর পর সেই সংঘাত আরও দ্রুত ছড়িয়ে পড়ার শঙ্কা তৈরি হয়েছিল। তবে ইরান ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর পর মধ্যপ্রাচ্যে সংঘাত আরও বাড়তে পারে বলেই মনে করছেন রাজনৈতিক ও সমর বিশ্লেষকরা।
এই সংঘাতের জেরে আজ বৃহস্পতিবার সকালে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা বেড়েছে। অপরিশোধিত তেলের সরবরাহ বিঘ্নিত হতে পারে এই আশঙ্কায় দাম বেড়েছে বলে মনে করা হচ্ছে। যদিও এখনও বিশ্ববাজারে যথেষ্ট তেলের সরবরাহ আছে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ব্রেন্ট ক্রুড তেলের দাম ব্যারেলপ্রতি ৬৪ সেন্ট বা শূন্য দশমিক ৮৭ শতাংশ বেড়েছে। বর্তমানে এই তেলের মূল্য ৭৪ দশমিক ৫৪ ডলার। সেই সঙ্গে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট ক্রুড বা ডব্লিউটিআই ক্রুডের দাম ৭২ সেন্ট বেড়ে ব্যারেল প্রতি ৭০ দশমিক ৮২ ডলারে উঠেছে।
গতকাল বুধবার হঠাৎ যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত বাড়ানো হয়েছে। পাল্টাপাল্টি হামলার জেরে অপরিশোধিত তেলের সরবরাহ নিয়ে যে আশঙ্কা তৈরি হয়েছিল, যুক্তরাষ্ট্র তেলের মজুত বৃদ্ধি করায় তা কিছুটা প্রশমিত হয়েছে।
গত ২৭ সেপ্টেম্বর শেষ হওয়া সপ্তাহে যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত ৩ দশমিক ৯ মিলিয়ন বা ৩৯ লাখ ব্যারেল বৃদ্ধি পেয়ে ৪১৭ মিলিয়ন বা ৪১ কোটি ৭০ লাখ ব্যারেলে উন্নীত হয়েছে। যদিও গত সপ্তাহে রয়টার্সের এক জরিপে বাজার বিশ্লেষকরা ধারণা করেছিলেন, উল্টো যুক্তরাষ্ট্রের অপরিশোধিত তেলের মজুত ১৩ লাখ ব্যারেল কমবে।