ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিএক্স গ্রুপ বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে থ্রিডি ইন্টারফেস ডিসপ্লের স্মার্টওয়াচ। বৈশ্বিক স্মার্টওয়াচ ব্র্যান্ড এক্স, ডিএক্স গ্রুপকে দক্ষিণ এশিয়ার এক্সক্লুসিভ পরিবেশক হিসেবে নিয়োগ দিয়েছে।
এক্স স্মার্টওয়াচের তিনটি মডেল বাজারে পাওয়া যাচ্ছে। এর মধ্যে ২ হাজার ৯৯ টাকায় এক্স ওয়াচ এসই, ২ হাজার ৯৯৯ টাকায় এক্স ওয়াচ ওয়ান এবং ৪ হাজার ৪৯৯ টাকায় এক্স ওয়াচ ওয়ান প্রো পাওয়া যাচ্ছে। এক্স ওয়াচ ওয়ান প্রো স্মার্টওয়াচটিতে রয়েছে ‘থ্রিডি ইন্টারফেস’ ফিচার। যা গ্রাহকদের স্মার্টওয়াচ ব্যবহারে একটি অভিনব অভিজ্ঞতা দেবে। এছাড়া এমোলেড ডিসপ্লের এক্স ওয়াচ ওয়ান প্রো এবং ব্লুটুথ কলিং সুবিধার এক্স ওয়াচ এসইতে সাশ্রয়ী মূল্যে আধুনিক সব ফিচার্স থাকছে।
ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী দেওয়ান কানন বলেন, হংকংভিত্তিক এই এক্স ব্র্যান্ডটি বিশ্বব্যাপী দ্রুততম সময়ে তরুণদের মাঝে জনপ্রিয়তা পেয়েছে। এই ধারাবাহিকতায় আমরা ‘এক্স’ ব্র্যান্ডের নতুন তিনটি স্মার্টওয়াচ নিয়ে এসেছি বাংলাদেশে। আমরা বিশ্বাস করি, স্মার্টওয়াচগুলো বাংলাদেশের প্রযুক্তির বাজারে এক নতুন মাইলফলক সৃষ্টি করবে।
দেশব্যাপী মোবাইল, একসেসোরিজের দোকানসহ জনপ্রিয় সব ই-কমার্সে এক্স এর পণ্য পাওয়া যাবে।
বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪
ডিস্ট্রিবিউশন কোম্পানি ডিএক্স গ্রুপ বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে থ্রিডি ইন্টারফেস ডিসপ্লের স্মার্টওয়াচ। বৈশ্বিক স্মার্টওয়াচ ব্র্যান্ড এক্স, ডিএক্স গ্রুপকে দক্ষিণ এশিয়ার এক্সক্লুসিভ পরিবেশক হিসেবে নিয়োগ দিয়েছে।
এক্স স্মার্টওয়াচের তিনটি মডেল বাজারে পাওয়া যাচ্ছে। এর মধ্যে ২ হাজার ৯৯ টাকায় এক্স ওয়াচ এসই, ২ হাজার ৯৯৯ টাকায় এক্স ওয়াচ ওয়ান এবং ৪ হাজার ৪৯৯ টাকায় এক্স ওয়াচ ওয়ান প্রো পাওয়া যাচ্ছে। এক্স ওয়াচ ওয়ান প্রো স্মার্টওয়াচটিতে রয়েছে ‘থ্রিডি ইন্টারফেস’ ফিচার। যা গ্রাহকদের স্মার্টওয়াচ ব্যবহারে একটি অভিনব অভিজ্ঞতা দেবে। এছাড়া এমোলেড ডিসপ্লের এক্স ওয়াচ ওয়ান প্রো এবং ব্লুটুথ কলিং সুবিধার এক্স ওয়াচ এসইতে সাশ্রয়ী মূল্যে আধুনিক সব ফিচার্স থাকছে।
ডিএক্স গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী দেওয়ান কানন বলেন, হংকংভিত্তিক এই এক্স ব্র্যান্ডটি বিশ্বব্যাপী দ্রুততম সময়ে তরুণদের মাঝে জনপ্রিয়তা পেয়েছে। এই ধারাবাহিকতায় আমরা ‘এক্স’ ব্র্যান্ডের নতুন তিনটি স্মার্টওয়াচ নিয়ে এসেছি বাংলাদেশে। আমরা বিশ্বাস করি, স্মার্টওয়াচগুলো বাংলাদেশের প্রযুক্তির বাজারে এক নতুন মাইলফলক সৃষ্টি করবে।
দেশব্যাপী মোবাইল, একসেসোরিজের দোকানসহ জনপ্রিয় সব ই-কমার্সে এক্স এর পণ্য পাওয়া যাবে।