প্রায় দুই শতাধিক মেয়ে শিক্ষার্থীর অংশগ্রহণে সম্প্রতি খুলনার রূপসা উপজেলায় অনুষ্ঠিত হল বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ভিত্তিক স্টেম ফেস্ট। রূপসা উপজেলার মেয়ে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক কার্যক্রমে আগ্রহী করার লক্ষ্যে কমরেড রতনসেন কলেজিয়েট গার্লস হাই স্কুল প্রাঙ্গণে এই ফেস্ট আয়োজন করা হয়। ‘স্টেম এন্ড আইসিটি স্কিলস ফর দ্যা গার্লস অফ কোস্টাল এরিয়া’ এর আওতায় আয়োজিত এই ফেস্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনূর জাহান।
দিনব্যাপী প্রোগ্রামিং প্রতিযোগিতা, বিজ্ঞান ভিত্তিক প্রকল্প প্রদর্শণী, উদ্ভাবনী আইডিয়া নিয়ে পোস্টার উপস্থাপনা, রোবটিক্স প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজনে কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস হাই স্কুল, নৈহাটি বালিকা উচ্চ বিদ্যালয়, রূপসার শিয়ালী সেকেন্ডারী স্কুল, বেলফুলিয়া ইসলামিয়া হাই স্কুল, কাজদিয়া সেকেন্ডারি স্কুল, নৈহাটি সেকেন্ডারি স্কুল ও আজগরা সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অটোমেটিক ট্রাফিক ডিটেক্টর, সাসটেইনএবল স্মার্ট সিটি, সেফ হোম, গ্লোবাল ওয়ার্মিং, সেফ এনভায়রনমেন্ট সহ প্রায় ১৭টি প্রকল্প এবং ১৪টি পোস্টার উপস্থাপন করেছে শিক্ষার্থীরা। এছাড়াও রোবটিক্স এ লাইন ফলোয়িং রোবট তৈরী ও চালনা সহ স্ক্র্যাচ প্রোগ্রামিং কন্টেস্টে অংশগ্রহণ করে তারা।
শিক্ষার্থীদের মধ্যে বাস্তবিক সমস্যা সমাধানে প্রযুক্তি ও বিজ্ঞানকে কাজে লাগানোর মনোভাব সৃষ্টি ও প্রযুক্তির কর্মক্ষেত্রের জন্য দক্ষ হয়ে গড়ে তোলার লক্ষ্যে গত বছর থেকে রূপসার মেয়ে শিক্ষার্থীদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে আসছে প্রকল্পটি। এই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের প্রযুক্তি ও বিজ্ঞান ভিত্তিক কাজের উৎসাহ দিতে আয়োজিত হল এই স্টেম ফেস্ট।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসানের সভাপতিত্বে আয়োজনের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় প্রতিনিধি ও অন্যানের মাঝে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনূর জাহান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মোঃ গালিব, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ হেলাল আন নাহিয়ান, কম্পিউটার সার্ভিসেস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মমলুক ছাবির আহমেদ, কমরেড রতনসেন কলেজিয়েট গার্লস হাই স্কুলের সাবেক সভাপতি এস এম রোমিও হোসেন পিয়াস প্রমুখ।
মালালা ফান্ডের পৃষ্ঠপোষকতায় এই ফেস্ট আয়োজন করেছে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।
শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪
প্রায় দুই শতাধিক মেয়ে শিক্ষার্থীর অংশগ্রহণে সম্প্রতি খুলনার রূপসা উপজেলায় অনুষ্ঠিত হল বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি ভিত্তিক স্টেম ফেস্ট। রূপসা উপজেলার মেয়ে শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক কার্যক্রমে আগ্রহী করার লক্ষ্যে কমরেড রতনসেন কলেজিয়েট গার্লস হাই স্কুল প্রাঙ্গণে এই ফেস্ট আয়োজন করা হয়। ‘স্টেম এন্ড আইসিটি স্কিলস ফর দ্যা গার্লস অফ কোস্টাল এরিয়া’ এর আওতায় আয়োজিত এই ফেস্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনূর জাহান।
দিনব্যাপী প্রোগ্রামিং প্রতিযোগিতা, বিজ্ঞান ভিত্তিক প্রকল্প প্রদর্শণী, উদ্ভাবনী আইডিয়া নিয়ে পোস্টার উপস্থাপনা, রোবটিক্স প্রতিযোগিতাসহ বিভিন্ন আয়োজনে কমরেড রতন সেন কলেজিয়েট গার্লস হাই স্কুল, নৈহাটি বালিকা উচ্চ বিদ্যালয়, রূপসার শিয়ালী সেকেন্ডারী স্কুল, বেলফুলিয়া ইসলামিয়া হাই স্কুল, কাজদিয়া সেকেন্ডারি স্কুল, নৈহাটি সেকেন্ডারি স্কুল ও আজগরা সেকেন্ডারি স্কুলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
অটোমেটিক ট্রাফিক ডিটেক্টর, সাসটেইনএবল স্মার্ট সিটি, সেফ হোম, গ্লোবাল ওয়ার্মিং, সেফ এনভায়রনমেন্ট সহ প্রায় ১৭টি প্রকল্প এবং ১৪টি পোস্টার উপস্থাপন করেছে শিক্ষার্থীরা। এছাড়াও রোবটিক্স এ লাইন ফলোয়িং রোবট তৈরী ও চালনা সহ স্ক্র্যাচ প্রোগ্রামিং কন্টেস্টে অংশগ্রহণ করে তারা।
শিক্ষার্থীদের মধ্যে বাস্তবিক সমস্যা সমাধানে প্রযুক্তি ও বিজ্ঞানকে কাজে লাগানোর মনোভাব সৃষ্টি ও প্রযুক্তির কর্মক্ষেত্রের জন্য দক্ষ হয়ে গড়ে তোলার লক্ষ্যে গত বছর থেকে রূপসার মেয়ে শিক্ষার্থীদের জন্য দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা আয়োজন করে আসছে প্রকল্পটি। এই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের প্রযুক্তি ও বিজ্ঞান ভিত্তিক কাজের উৎসাহ দিতে আয়োজিত হল এই স্টেম ফেস্ট।
বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সাধারণ সম্পাদক মুনির হাসানের সভাপতিত্বে আয়োজনের সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, স্থানীয় প্রতিনিধি ও অন্যানের মাঝে আরো উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কোহিনূর জাহান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. সৈয়দ মোঃ গালিব, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ হেলাল আন নাহিয়ান, কম্পিউটার সার্ভিসেস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মমলুক ছাবির আহমেদ, কমরেড রতনসেন কলেজিয়েট গার্লস হাই স্কুলের সাবেক সভাপতি এস এম রোমিও হোসেন পিয়াস প্রমুখ।
মালালা ফান্ডের পৃষ্ঠপোষকতায় এই ফেস্ট আয়োজন করেছে বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) এবং বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন)।