image

জেলায় জেলায় টাস্কফোর্স গঠন: নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে বিশেষ পদক্ষেপ

সোমবার, ০৭ অক্টোবর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার জেলা পর্যায়ে বিশেষ টাস্কফোর্স গঠন করেছে, যা নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ চেইন তদারকি করবে এবং পণ্যের মূল্য যৌক্তিক পর্যায়ে রাখার ব্যবস্থা করবে। বাণিজ্য মন্ত্রণালয় সোমবার এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করেছে।

প্রতিটি টাস্কফোর্সের নেতৃত্বে থাকবেন সংশ্লিষ্ট জেলার অতিরিক্ত জেলা প্রশাসক। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালককে রাখা হয়েছে সদস্য সচিবের দায়িত্বে। এ কমিটি সরাসরি বাজার পরিস্থিতি তদারকি, সরবরাহ চেইন পর্যালোচনা এবং পণ্যের মূল্য নিয়ন্ত্রণে মনিটরিং করবে।

প্রতিদিন বাজার, আড়ৎ, গোডাউন, কোল্ড স্টোরেজসহ বিভিন্ন সরবরাহ কেন্দ্র সরেজমিনে পরিদর্শনের মাধ্যমে মূল্য স্থিতিশীল রাখতে ব্যবস্থা নেবে টাস্কফোর্স। কমিটির সদস্যদের মধ্যে থাকবেন অতিরিক্ত পুলিশ সুপার, জেলা খাদ্য নিয়ন্ত্রক, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, জেলা মৎস্য কর্মকর্তার প্রতিনিধি এবং কৃষি বিপণন কর্মকর্তা। এছাড়া ভোক্তা অধিকার সংগঠন ক্যাব এবং শিক্ষার্থীদের প্রতিনিধি দুইজনকেও কমিটিতে অন্তর্ভুক্ত করা হয়েছে।

টাস্কফোর্স প্রতিদিন মনিটরিং শেষে একটি প্রতিবেদন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষে পাঠাবে। কেন্দ্রীয়ভাবে সংকলিত এসব তথ্য প্রতিদিন সন্ধ্যা ৭টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে উপস্থাপন করা হবে।

বাজারের পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে এবং উৎপাদন থেকে ভোক্তা পর্যায়ে দাম সমন্বয়ের জন্য টাস্কফোর্স নিয়মিতভাবে স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভাও করবে। প্রয়োজনবোধে সদস্য সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতাও থাকবে এ কমিটির।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

» শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এলডিপির প্রেসিডিয়াম সদস্য চৌধুরী হাসান সারওয়ার্দী সাময়িক বহিষ্কার

সম্প্রতি