ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড, বাংলাদেশ থেকে প্রথমবারের মতো ইউরোমানি সিকিউরিটিজ হাউসেস অ্যাওয়ার্ডস ২০২৪-এ বাংলাদেশের ‘সেরা সিকিউরিটিজ হাউস’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। অন্যান্য দেশের বিজয়ীদের মধ্যে সিঙ্গাপুরের ওসিবিসি সিকিউরিটিজ, চীনের চায়না ইন্টারন্যাশনাল ক্যাপিটাল কর্পোরেশন (সিআইসিসি), এবং ভারতের অ্যাক্সিস ক্যাপিটাল উল্লেখযোগ্য।
প্রতিষ্ঠানটি ২০২৩ এবং ২০২৪ সালে ইউরোমানি এবং ফাইন্যান্স এশিয়া এবং ২০২৩ সালে এশিয়ামানি কর্তৃক বাংলাদেশের ‘সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক’ এর সম্মান অর্জন করেছে।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ এ প্রসঙ্গে বলেন, আমাদের সহযোগী প্রতিষ্ঠানের এই সাফল্য নিঃসন্দেহে ব্র্যান্ড ইউসিবি-তে নতুন মাত্রা যোগ করবে। আমি তাদের গ্রাহকসেবা অব্যাহত রেখে ভবিষ্যতেও ধারাবাহিক সাফল্য কামনা করছি।
ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব তানজিম আলমগীর এই প্রসঙ্গে বলেন, ‘এই সাফল্য আমাদের সহকর্মীদের দক্ষতা ও পরিশ্রমের ফল। পাশাপাশি, এটি আমাদের গ্রাহকদের নিরন্তর সমর্থন ও নিয়ন্ত্রকদের সঠিক দিকনির্দেশনার ফসল। আমরা ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রেখে দেশের বাজারের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে আশাবাদী।
বুধবার, ০৯ অক্টোবর ২০২৪
ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড, বাংলাদেশ থেকে প্রথমবারের মতো ইউরোমানি সিকিউরিটিজ হাউসেস অ্যাওয়ার্ডস ২০২৪-এ বাংলাদেশের ‘সেরা সিকিউরিটিজ হাউস’ হিসেবে স্বীকৃতি পেয়েছে। অন্যান্য দেশের বিজয়ীদের মধ্যে সিঙ্গাপুরের ওসিবিসি সিকিউরিটিজ, চীনের চায়না ইন্টারন্যাশনাল ক্যাপিটাল কর্পোরেশন (সিআইসিসি), এবং ভারতের অ্যাক্সিস ক্যাপিটাল উল্লেখযোগ্য।
প্রতিষ্ঠানটি ২০২৩ এবং ২০২৪ সালে ইউরোমানি এবং ফাইন্যান্স এশিয়া এবং ২০২৩ সালে এশিয়ামানি কর্তৃক বাংলাদেশের ‘সেরা ইনভেস্টমেন্ট ব্যাংক’ এর সম্মান অর্জন করেছে।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ মামদুদুর রশীদ এ প্রসঙ্গে বলেন, আমাদের সহযোগী প্রতিষ্ঠানের এই সাফল্য নিঃসন্দেহে ব্র্যান্ড ইউসিবি-তে নতুন মাত্রা যোগ করবে। আমি তাদের গ্রাহকসেবা অব্যাহত রেখে ভবিষ্যতেও ধারাবাহিক সাফল্য কামনা করছি।
ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব তানজিম আলমগীর এই প্রসঙ্গে বলেন, ‘এই সাফল্য আমাদের সহকর্মীদের দক্ষতা ও পরিশ্রমের ফল। পাশাপাশি, এটি আমাদের গ্রাহকদের নিরন্তর সমর্থন ও নিয়ন্ত্রকদের সঠিক দিকনির্দেশনার ফসল। আমরা ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রেখে দেশের বাজারের টেকসই উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে আশাবাদী।