ইউনিলিভার কনজিউমার কেয়ার লিমিটেড (ইউসিএল) কর্পোরেট গভর্নেন্সে উৎকর্ষতার জন্য ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিস অব বাংলাদেশ (আইসিএসবি) থেকে ‘গোল্ড অ্যাওয়ার্ড’ অর্জন করেছে। রাজধানীর একটি হোটেলে সম্প্রতি আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে ইউসিএল-কে এই ১১তম আইসিএসবি ন্যাশনাল অ্যাওয়ার্ড প্রদান করা হয়।
অন্তর্বর্তী সরকারের অর্থ, বাণিজ্য এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে বিজয়ী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ট্রফি ও সনদ বিতরণ করেন। পুরস্কারটি গ্রহণ করেন ইউসিএল-এর নন-এক্সিকিউটিভ ডিরেক্টর এস ও এম রাশেদুল কাইউম। প্রতিষ্ঠানের সেক্রেটারি ও রেগুলেটরি অ্যাফেয়ার্স প্রধান মোঃ নাহারুল ইসলাম মোল্লা এবং ইউসিএল-এর অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।