alt

সঞ্চয়পত্রের চেয়ে বেশি সুদ দিচ্ছে ট্রেজারি বিল

দরপতন রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রতিশ্রুতি; পরপর দুই দিনে উল্লেখযোগ্য সূচক বৃদ্ধি

সংবাদ অনলাইন রিপোর্ট : বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

ব্যাপক দরপতনের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে বুধবার শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি’র (বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন) সঙ্গে বৈঠক করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। শেয়ারবাজারের সাম্প্রতিক দরপতন রোধে করণীয় নির্ধারণে এই বৈঠকে বিশেষ আলোচনা করা হয়। বৈঠক শেষে ড. আহমেদ বলেন, শেয়ারবাজারের সমস্যাগুলো সমাধানে বিভিন্ন পদক্ষেপ নেয়া হবে। পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে সরকারের পদক্ষেপের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।

ঢাকার আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বিএসইসি’র শীর্ষ নেতৃত্বসহ শেয়ারবাজার অনিয়ম তদন্তে গঠিত বিশেষ কমিটির সদস্য ও শেয়ারবাজার সংস্কারে নিয়োজিত টাস্কফোর্সের সদস্যরাও উপস্থিত ছিলেন। অর্থ উপদেষ্টা জানান, শেয়ারবাজারের সমস্যা সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হচ্ছে। দেশের শেয়ারবাজারকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্য নিয়ে তারা কাজ করছেন।

এর আগে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে জরুরি এক বৈঠকে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ জানান, শেয়ারবাজারে লেনদেন নিষ্পত্তির সময় কমানো, মূলধনি ক্ষতির ক্ষেত্রগুলো শনাক্ত করে পুনর্গঠন করা, শেয়ারবাজারে বেশি সম্পদশালী বিনিয়োগকারীদের উৎসাহিত করতে মূলধনি মুনাফার করহার হ্রাস এবং রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ সংস্থা আইসিবির (ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ) বিনিয়োগ ক্ষমতা বাড়ানোর মতো পদক্ষেপ নেয়া হবে। এছাড়াও জরিমানার অর্থ বিনিয়োগকারীদের সুরক্ষা খাতে ব্যবহার করার পরিকল্পনাও আলোচনা করা হয়।

শেয়ারবাজারের গভীরতা বাড়াতে ও এর অগ্রগতি নিশ্চিত করতে বিএসইসি চেয়ারম্যান আরও জানান, দেশের বৃহৎ সরকারি লাভজনক কোম্পানি এবং দেশে ব্যবসারত বহুজাতিক কোম্পানিগুলোকে শেয়ারবাজারে নিয়ে আসার উদ্যোগ নেয়া হচ্ছে।

দরপতনের পরে শেয়ারবাজারের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

শেয়ারবাজারে টানা দরপতনের পর গত মঙ্গলবার বাজার ঘুরে দাঁড়াতে শুরু করে। এদিন প্রধান শেয়ারবাজার ডিএসই’র (ঢাকা স্টক এক্সচেঞ্জ) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স প্রায় আড়াই শতাংশ বা ১১৮ পয়েন্ট বেড়ে উল্লেখযোগ্য এককদিনের উত্থান লাভ করে। গতকালও এই সূচকের প্রবৃদ্ধি অব্যাহত ছিল। মোট ৩৯৭ তালিকাভুক্ত কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩৭২টির শেয়ার মূল্য বেড়েছে, যা বাজারের প্রায় ৯৪ শতাংশ।

গত দুই দিনের অব্যাহত উত্থানে ডিএসইএক্স সূচক বৃদ্ধি পেয়েছে ২৬৬ পয়েন্ট। সূচকের এমন বৃদ্ধি বিনিয়োগকারীদের আস্থা কিছুটা ফিরিয়ে এনেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিএসইসি’র সঙ্গে অর্থ উপদেষ্টার বৈঠক ও তাদের প্রণীত পরিকল্পনার প্রতিশ্রুতি বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে বলে ধারনা করা হচ্ছে।

লেনদেনের মাত্রা বৃদ্ধি

গতকাল শেয়ারবাজারে মোট লেনদেনের পরিমাণ ছিল ৫১৯ কোটি টাকা, যা আগের দিনের তুলনায় ১৭৩ কোটি টাকা বেশি। ব্র্যাক ব্যাংকের শেয়ার ২১ কোটি টাকা মূল্যের লেনদেনের মাধ্যমে সর্বোচ্চ স্থানে ছিল, যেখানে আরও সাতটি কোম্পানির শেয়ার ১০ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে। ব্যাংক খাতে ৯৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা মোট লেনদেনের ১৯ শতাংশেরও বেশি। এছাড়া দ্বিতীয় স্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতে প্রায় ৮৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোটের প্রায় ১৭ শতাংশ।

বিনিয়োগকারীদের মধ্যে একক কোম্পানি বা খাতভিত্তিক ক্রয়ের চেয়ে সমানভাবে বিভিন্ন খাতের শেয়ার ক্রয়ের প্রবণতা লক্ষ করা গেছে, যা বাজারের গভীরতার প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। গতকাল অন্তত ১৩৬টি কোম্পানির শেয়ারের লেনদেন সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় স্থির ছিল এবং এদের মধ্যে ৮৯টি শেয়ারের দাম দিন শেষে সর্বোচ্চ দরে স্থির ছিল।

বিনিয়োগকারীদের বিক্ষোভ ও বিএসইসি’র চাপ

সাম্প্রতিক দরপতনে বিএসইসি’র নতুন চেয়ারম্যানের সিদ্ধান্তগুলোর সমালোচনা করে বিনিয়োগকারীরা বিক্ষোভে ফেটে পড়েন। ফলে গত সপ্তাহে কয়েকজন বিনিয়োগকারী বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানান এবং প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন। বিনিয়োগকারীরা বিএসইসি’র প্রধান ফটকে তালা দিয়ে কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখার মতো ঘটনা ঘটায়, যা বিএসইসি’র জন্য নতুন চাপ তৈরি করে।

এ অবস্থায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভা শেষে দেশে ফিরে শেয়ারবাজারের এই সংকট সমাধানে সক্রিয় পদক্ষেপ নিতে বুধবার বিএসইসি’র সঙ্গে বৈঠক করেন।

সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস

অর্থ উপদেষ্টা বৈঠকে শেয়ারবাজারকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, "বর্তমান সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যেই স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে।"

সংশ্লিষ্টরা মনে করছেন, শেয়ারবাজারের স্থিতিশীলতা ফেরাতে অর্থ উপদেষ্টার পদক্ষেপ এবং বিএসইসি’র নতুন পরিকল্পনা বাজারে আস্থা আনতে সহায়তা করবে।

ছবি

দুবাইয়ে বিমানের যান্ত্রিক ত্রুটিতে ২৬ ঘণ্টা ভোগান্তি

ছবি

২ শতাংশ অর্থ জমা দিয়ে খেলাপি ঋণ নিয়মিত করার সুযোগ

ছবি

অধিকাংশ শেয়ারের দরপতন, সামান্য বেড়েছে লেনদেন

ছবি

অক্টোবরে বাংলাদেশের এলডিসি উত্তরণের প্রস্তুতি জাতিসংঘকে জানাতে হবে

ছবি

শ্রমিকের পাওনা পরিশোধে নাসা গ্রুপের সম্পত্তি বিক্রির সিদ্ধান্ত

ছবি

একনেকে ৮৩৩৩ কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন

ছবি

ঢাকায় নিরাপত্তা প্রযুক্তির সর্বশেষ উদ্ভাবন নিয়ে শুরু হচ্ছে আন্তর্জাতিক প্রদর্শনী

ছবি

পদত্যাগ করেছেন বাংলাদেশ ব্যাংকের সাবেক মুখপাত্র মেজবাউল

ছবি

প্রথম চালানে ভারতে গেল সাড়ে ৩৭ টন ইলিশ

ছবি

তাপমাত্রা বাড়ায় বাংলাদেশের ক্ষতি ২১ হাজার কোটি টাকা: বিশ্বব্যাংক

ছবি

পাঁচ বেসরকারি শরীয়াহভিত্তিক ব্যাংক একীভূত করার প্রথম ধাপে প্রশাসক বসাবে বাংলাদেশ ব্যাংক

ছবি

কয়েকটি দেশ বাংলাদেশের এলডিসি উত্তরণ পেছানোর বিরোধিতা করছে

ছবি

শেয়ারবাজারে লেনদেন নামলো ৬শ’ কোটি টাকার ঘরে

ছবি

ব্যবসা মাঝে মন্থর ছিল, এখন একটু ভালো: অর্থ উপদেষ্টা.

ছবি

অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষরে আশাবাদী জাপানি রাষ্ট্রদূত

ছবি

বাংলাদেশ ব্যাংকে সভা: একীভূত হচ্ছে পাঁচ ব্যাংক, বসছে প্রশাসক

ছবি

বিজিএমইএ–মার্কিন প্রতিনিধিদল বৈঠক: শুল্ক কমাতে আহ্বান

ছবি

জুলাই-আগস্টে এডিপি বাস্তবায়ন ২ দশমিক ৩৯ শতাংশ

ছবি

বিবিএসের নাম পরিবর্তন ও তদারক পরিষদ রাখার সুপারিশ

ছবি

শ্রম আইন সংশোধন দ্রুত শেষ করার তাগিদ যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলের

ছবি

নগদ অর্থের ব্যবহার কমাতে আসছে একীভূত পেমেন্ট সিস্টেম: গভর্নর

ছবি

আড়াই মাসে ১৩৯ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

ছবি

ডিজিটাল ব্যাংক খুলতে আবেদনের সময় বাড়লো ২ নভেম্বর পর্যন্ত

ছবি

পুঁজিবাজারে সূচকের নামমাত্র উত্থান, লেনদেন আরও তলানিতে

ছবি

চট্টগ্রাম বন্দরে গড়ে খরচ বাড়লো ৪১ শতাংশ

ছবি

বাংলাদেশের বাজারে লেনোভো ভি সিরিজের নতুন ল্যাপটপ

ছবি

যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরও কমতে পারে: বাণিজ্য উপদেষ্টা

ছবি

বাজারে গিগাবাইট এআই টপ ১০০ জেড৮৯০ পিসি

ছবি

কর্মসংস্থানের জরুরি পরিস্থিতি’ তৈরি হয়েছে মনে করছেন অর্থনীতিবিদরা

ছবি

শেয়ারবাজারে বড় পতন, এক মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

ছবি

অনলাইনে আয়কর রিটার্ন জমার সফটওয়্যার চালু করলো এনবিআর

ছবি

ট্রাস্ট ব্যাংকের এটিএম ও ডেবিট কার্ডসেবা সাময়িক বন্ধ থাকবে

ছবি

বেপজার ইপিজেডগুলোতে শ্রমিকদের দুর্ঘটনাজনিত ক্ষতিপূরণ প্রদান শুরু

ছবি

বিডার ওয়ান স্টপ সার্ভিসে আরও ৫ সেবা যুক্ত

ছবি

এলডিসি গ্র্যাজুয়েশন পেছাতে ব্যবসায়ীদের সক্রিয় হওয়ার আহ্বান

ছবি

আড়াইগুণ প্রতিষ্ঠানের দরপতনে বাজার মূলধন কমলো ৩ হাজার কোটি টাকা

tab

সঞ্চয়পত্রের চেয়ে বেশি সুদ দিচ্ছে ট্রেজারি বিল

দরপতন রোধে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার প্রতিশ্রুতি; পরপর দুই দিনে উল্লেখযোগ্য সূচক বৃদ্ধি

সংবাদ অনলাইন রিপোর্ট

বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪

ব্যাপক দরপতনের প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরে বুধবার শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি’র (বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন) সঙ্গে বৈঠক করেছেন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। শেয়ারবাজারের সাম্প্রতিক দরপতন রোধে করণীয় নির্ধারণে এই বৈঠকে বিশেষ আলোচনা করা হয়। বৈঠক শেষে ড. আহমেদ বলেন, শেয়ারবাজারের সমস্যাগুলো সমাধানে বিভিন্ন পদক্ষেপ নেয়া হবে। পাশাপাশি বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যে সরকারের পদক্ষেপের ওপর আস্থা রাখার আহ্বান জানান তিনি।

ঢাকার আগারগাঁওয়ে বিএসইসি কার্যালয়ে অনুষ্ঠিত এই বৈঠকে বিএসইসি’র শীর্ষ নেতৃত্বসহ শেয়ারবাজার অনিয়ম তদন্তে গঠিত বিশেষ কমিটির সদস্য ও শেয়ারবাজার সংস্কারে নিয়োজিত টাস্কফোর্সের সদস্যরাও উপস্থিত ছিলেন। অর্থ উপদেষ্টা জানান, শেয়ারবাজারের সমস্যা সমাধানে স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নেয়া হচ্ছে। দেশের শেয়ারবাজারকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্য নিয়ে তারা কাজ করছেন।

এর আগে মঙ্গলবার সাংবাদিকদের সঙ্গে জরুরি এক বৈঠকে বিএসইসি’র চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ জানান, শেয়ারবাজারে লেনদেন নিষ্পত্তির সময় কমানো, মূলধনি ক্ষতির ক্ষেত্রগুলো শনাক্ত করে পুনর্গঠন করা, শেয়ারবাজারে বেশি সম্পদশালী বিনিয়োগকারীদের উৎসাহিত করতে মূলধনি মুনাফার করহার হ্রাস এবং রাষ্ট্রীয় মালিকানাধীন বিনিয়োগ সংস্থা আইসিবির (ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ) বিনিয়োগ ক্ষমতা বাড়ানোর মতো পদক্ষেপ নেয়া হবে। এছাড়াও জরিমানার অর্থ বিনিয়োগকারীদের সুরক্ষা খাতে ব্যবহার করার পরিকল্পনাও আলোচনা করা হয়।

শেয়ারবাজারের গভীরতা বাড়াতে ও এর অগ্রগতি নিশ্চিত করতে বিএসইসি চেয়ারম্যান আরও জানান, দেশের বৃহৎ সরকারি লাভজনক কোম্পানি এবং দেশে ব্যবসারত বহুজাতিক কোম্পানিগুলোকে শেয়ারবাজারে নিয়ে আসার উদ্যোগ নেয়া হচ্ছে।

দরপতনের পরে শেয়ারবাজারের ঘুরে দাঁড়ানোর ইঙ্গিত

শেয়ারবাজারে টানা দরপতনের পর গত মঙ্গলবার বাজার ঘুরে দাঁড়াতে শুরু করে। এদিন প্রধান শেয়ারবাজার ডিএসই’র (ঢাকা স্টক এক্সচেঞ্জ) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স প্রায় আড়াই শতাংশ বা ১১৮ পয়েন্ট বেড়ে উল্লেখযোগ্য এককদিনের উত্থান লাভ করে। গতকালও এই সূচকের প্রবৃদ্ধি অব্যাহত ছিল। মোট ৩৯৭ তালিকাভুক্ত কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে ৩৭২টির শেয়ার মূল্য বেড়েছে, যা বাজারের প্রায় ৯৪ শতাংশ।

গত দুই দিনের অব্যাহত উত্থানে ডিএসইএক্স সূচক বৃদ্ধি পেয়েছে ২৬৬ পয়েন্ট। সূচকের এমন বৃদ্ধি বিনিয়োগকারীদের আস্থা কিছুটা ফিরিয়ে এনেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বিএসইসি’র সঙ্গে অর্থ উপদেষ্টার বৈঠক ও তাদের প্রণীত পরিকল্পনার প্রতিশ্রুতি বাজারে ইতিবাচক প্রভাব ফেলছে বলে ধারনা করা হচ্ছে।

লেনদেনের মাত্রা বৃদ্ধি

গতকাল শেয়ারবাজারে মোট লেনদেনের পরিমাণ ছিল ৫১৯ কোটি টাকা, যা আগের দিনের তুলনায় ১৭৩ কোটি টাকা বেশি। ব্র্যাক ব্যাংকের শেয়ার ২১ কোটি টাকা মূল্যের লেনদেনের মাধ্যমে সর্বোচ্চ স্থানে ছিল, যেখানে আরও সাতটি কোম্পানির শেয়ার ১০ কোটি টাকার ওপরে লেনদেন হয়েছে। ব্যাংক খাতে ৯৯ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার কেনাবেচা হয়েছে, যা মোট লেনদেনের ১৯ শতাংশেরও বেশি। এছাড়া দ্বিতীয় স্থানে থাকা ওষুধ ও রসায়ন খাতে প্রায় ৮৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোটের প্রায় ১৭ শতাংশ।

বিনিয়োগকারীদের মধ্যে একক কোম্পানি বা খাতভিত্তিক ক্রয়ের চেয়ে সমানভাবে বিভিন্ন খাতের শেয়ার ক্রয়ের প্রবণতা লক্ষ করা গেছে, যা বাজারের গভীরতার প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা। গতকাল অন্তত ১৩৬টি কোম্পানির শেয়ারের লেনদেন সার্কিট ব্রেকারের সর্বোচ্চ সীমায় স্থির ছিল এবং এদের মধ্যে ৮৯টি শেয়ারের দাম দিন শেষে সর্বোচ্চ দরে স্থির ছিল।

বিনিয়োগকারীদের বিক্ষোভ ও বিএসইসি’র চাপ

সাম্প্রতিক দরপতনে বিএসইসি’র নতুন চেয়ারম্যানের সিদ্ধান্তগুলোর সমালোচনা করে বিনিয়োগকারীরা বিক্ষোভে ফেটে পড়েন। ফলে গত সপ্তাহে কয়েকজন বিনিয়োগকারী বিএসইসি চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানান এবং প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেন। বিনিয়োগকারীরা বিএসইসি’র প্রধান ফটকে তালা দিয়ে কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখার মতো ঘটনা ঘটায়, যা বিএসইসি’র জন্য নতুন চাপ তৈরি করে।

এ অবস্থায় অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বিশ্বব্যাংক ও আইএমএফের বার্ষিক সভা শেষে দেশে ফিরে শেয়ারবাজারের এই সংকট সমাধানে সক্রিয় পদক্ষেপ নিতে বুধবার বিএসইসি’র সঙ্গে বৈঠক করেন।

সমস্যা সমাধানে দীর্ঘমেয়াদি পরিকল্পনার আশ্বাস

অর্থ উপদেষ্টা বৈঠকে শেয়ারবাজারকে আন্তর্জাতিক মানে উন্নীত করার লক্ষ্যে কাজ করার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, "বর্তমান সমস্যাগুলো সমাধানের চেষ্টা চলছে এবং বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার লক্ষ্যেই স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণ করা হবে।"

সংশ্লিষ্টরা মনে করছেন, শেয়ারবাজারের স্থিতিশীলতা ফেরাতে অর্থ উপদেষ্টার পদক্ষেপ এবং বিএসইসি’র নতুন পরিকল্পনা বাজারে আস্থা আনতে সহায়তা করবে।

back to top