সাউথইস্ট ব্যাংক পিএলসি ৫ নভেম্বর মাস্টারকার্ড এবং যানবাহন রক্ষণাবেক্ষণ স্টার্টআপ যান্ত্রিক লিমিটেডের সঙ্গে একটি প্রিপেইড কার্ড চালুর ঘোষণা দিয়েছে। এর মাধ্যমে গ্রাহকরা জ্বালানি খরচ নিয়ন্ত্রণ এবং যান্ত্রিক প্ল্যাটফর্মে বিশেষ ছাড়ের মাধ্যমে গাড়ির রক্ষণাবেক্ষণ করতে পারবেন।
রাস্তায় হঠাৎ গাড়ি খারাপ হয়ে গেলে মেরামতের ক্ষেত্রে কার্ডহোল্ডাররা পাবেন ২০% ছাড় এবং গাড়ির মালিক উক্ত গাড়ির বীমায় ১৫% ছাড় পাবেন। নিয়মিত কারওয়াশ সার্ভিস এবং ইন্টেরিয়র পলিশ ও পরিষ্কারের সুবিধাও তারা পাবেন। এছাড়া, মেরামতের কাজে ৩,০০০ টাকা পর্যন্ত সঞ্চয়ের সুবিধা উপভোগ করবেন কার্ডহোল্ডাররা। এলপিজি ব্যবহারের ক্ষেত্রে, কার্ডহোল্ডারদের জন্য কিস্তি পরিশোধে বিনা সুদে ৫,০০০ টাকা পর্যন্ত ছাড়ের সুযোগ রয়েছে।
এছাড়াও, প্রিপেইড কার্ড হোল্ডাররা মাস্টারকার্ডের ৮,০০০ এর বেশি মার্চেন্ট পার্টনার আউটলেটে সেবা গ্রহণ করলে বিশেষ ছাড় পাবেন। আরও রয়েছে, বছরে দুইবার বিনামূল্যে গাড়ির ফোম ওয়াশ, বিনামূল্যে ইঞ্জিনের তেল পরিবর্তন এবং গাড়ির সার্বিক অবস্থা ও এসি বিনামূল্যে চেকআপের সুবিধা।
সাউথইস্ট ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক নুরুদ্দিন মো. ছাদেক হোসাইন এ প্রসঙ্গে বলেন, আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি, এই কার্ডটি কার্ডহোল্ডারদের সুযোগ-সুবিধা প্রদানের পাশাপাশি তাদের প্রিয় যানবাহনকে সবসময় চমৎকার অবস্থায় রাখার নিশ্চয়তা দেবে। ফলে, এই কার্ডের ব্যবহার গাড়ির মালিকদের অভিজ্ঞতাকে সমৃদ্ধ করবে।
যান্ত্রিক লিমিটেডের প্রতিষ্ঠাতা ও সিইও শুভ আল-ফারুক বলেন, সাউথইস্ট ব্যাংক ও মাস্টারকার্ডের এই উদ্যোগে সহযোগী হতে পেরে আমরা উচ্ছ্বসিত। প্রতিষ্ঠার পর থেকেই আমরা আমাদের গ্রাহকদের জন্য গাড়ির রক্ষণাবেক্ষণ সহজ করে তোলার প্রতিশ্রুতি নিয়ে কাজ করছি, যাতে তারা তাদের ব্যয়ের বিষয়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং তাদের গাড়ির যত্ন নিতে পারেন।
মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল বলেন, গাড়ির রক্ষণাবেক্ষণে সাশ্রয়ী সেবার চাহিদা বৃদ্ধি পাওয়ায়, সাউথইস্ট ব্যাংক পিএলসি ও যান্ত্রিকের সঙ্গে এই নতুন কার্ডটি চালু করতে পেরে মাস্টারকার্ড আনন্দিত। এটি গাড়ির মালিকদের সাশ্রয়ী মূল্যে উন্নতমানের সেবাগ্রহণের সুযোগ দেবে, পাশাপাশি তারা আকর্ষণীয় সুবিধাও উপভোগ করতে পারবেন।
শোক ও স্মরন: সাংবাদিক প্রশান্ত ঘোষাল মারা গেছেন
অপরাধ ও দুর্নীতি: অভিনেত্রী ঊর্মিলাসহ তিনজনের সম্পদের হিসাব চায় দুদক
অপরাধ ও দুর্নীতি: স্ত্রী-সন্তানসহ আছাদুজ্জামান মিয়ার দেশত্যাগে নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ
নগর-মহানগর: আহনাফের মৃত্যুর বিচারটা কইরেন: আদালতকে মা