নিরপাদ ও হালাল ইন্টারনেটের সূচনা দিতে ৭ নভেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কাহফ গার্ড এবং মাহফিল নামে দুটি নতুন পণ্য উপস্থাপন করে প্রযুক্তি প্রতিষ্ঠান কাহফ। এ সময় শীঘ্রই কাহফ কিডস, কাহফ ব্রাউজার, কাহফ ইন্টারনেট এবং কাহফ সিম নামে আরও নতুন পণ্য উন্মোচনের ঘোষনা দেয়া হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।
কাহফের কো-ফাউন্ডার ও সিটিও ওমর আল জাবির সংবাদ সম্মেলনে জানান, ‘গত চার বছর আমি ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটাতে কাজ করেছি। আমার কাজ ছিলো সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে মেসেঞ্জার, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটস অ্যাপস-এ যেসব অপরাধ ঘটে তা দমন করা নিয়ে। এই প্ল্যাটফর্মগুলোতে প্রতি ১০ জন শিশু-কিশোরের মধ্যে ছয় জন ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তারা অশ্লীল কন্টেন্ট দেখার পাশাপাশি এমন অভিজ্ঞতার সম্মুখীন হয় যা তাদের মানসিকতাকে ক্ষতিগ্রস্ত করে। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হালাল ইন্টারনেট আনতে চাই।
কাহফ গার্ড পর্ন সাইট, জুয়া, ম্যালওয়্যার এবং ফিশিং সাইটসহ অন্যান্য ক্ষতিকর সাইট ব্লক করে। মাহফিল হলো ইউটিউবের হালাল বিকল্প যার নিজস্ব বিজ্ঞাপন ইঞ্জিন রয়েছে। কাহফ ব্রাউজার হালাল ব্রাউজিং অভিজ্ঞতার জন্য কন্টেন্ট ফিল্টার করে এবং কাহফ কিডস একটি নিরাপদ ও শিশু-বান্ধব প্ল্যাটফর্ম নিশ্চিত করে। কাহফ সিম এবং কাহফ ইন্টারনেট হালাল ইন্টারনেট পরিষেবা প্রদান করবে।
কাহফের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও নিজাম উদ্দিন বলেন, আমরা অনলাইনের সমস্ত হারাম কন্টেন্ট বন্ধ করতে, হালাল বিকল্প প্ল্যাটফর্ম আনতে এবং একটি বড় হালাল ইকোসিস্টেম তৈরি করতে চাই।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
রোববার, ১০ নভেম্বর ২০২৪
নিরপাদ ও হালাল ইন্টারনেটের সূচনা দিতে ৭ নভেম্বর এক সংবাদ সম্মেলনের মাধ্যমে কাহফ গার্ড এবং মাহফিল নামে দুটি নতুন পণ্য উপস্থাপন করে প্রযুক্তি প্রতিষ্ঠান কাহফ। এ সময় শীঘ্রই কাহফ কিডস, কাহফ ব্রাউজার, কাহফ ইন্টারনেট এবং কাহফ সিম নামে আরও নতুন পণ্য উন্মোচনের ঘোষনা দেয়া হয় প্রতিষ্ঠানটির পক্ষ থেকে।
কাহফের কো-ফাউন্ডার ও সিটিও ওমর আল জাবির সংবাদ সম্মেলনে জানান, ‘গত চার বছর আমি ফেসবুকের প্যারেন্ট কোম্পানি মেটাতে কাজ করেছি। আমার কাজ ছিলো সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে মেসেঞ্জার, ফেসবুক, ইনস্টাগ্রাম এবং হোয়াটস অ্যাপস-এ যেসব অপরাধ ঘটে তা দমন করা নিয়ে। এই প্ল্যাটফর্মগুলোতে প্রতি ১০ জন শিশু-কিশোরের মধ্যে ছয় জন ক্ষতির সম্মুখীন হচ্ছেন। তারা অশ্লীল কন্টেন্ট দেখার পাশাপাশি এমন অভিজ্ঞতার সম্মুখীন হয় যা তাদের মানসিকতাকে ক্ষতিগ্রস্ত করে। আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করতে হালাল ইন্টারনেট আনতে চাই।
কাহফ গার্ড পর্ন সাইট, জুয়া, ম্যালওয়্যার এবং ফিশিং সাইটসহ অন্যান্য ক্ষতিকর সাইট ব্লক করে। মাহফিল হলো ইউটিউবের হালাল বিকল্প যার নিজস্ব বিজ্ঞাপন ইঞ্জিন রয়েছে। কাহফ ব্রাউজার হালাল ব্রাউজিং অভিজ্ঞতার জন্য কন্টেন্ট ফিল্টার করে এবং কাহফ কিডস একটি নিরাপদ ও শিশু-বান্ধব প্ল্যাটফর্ম নিশ্চিত করে। কাহফ সিম এবং কাহফ ইন্টারনেট হালাল ইন্টারনেট পরিষেবা প্রদান করবে।
কাহফের সহ-প্রতিষ্ঠাতা ও সিইও নিজাম উদ্দিন বলেন, আমরা অনলাইনের সমস্ত হারাম কন্টেন্ট বন্ধ করতে, হালাল বিকল্প প্ল্যাটফর্ম আনতে এবং একটি বড় হালাল ইকোসিস্টেম তৈরি করতে চাই।