image

স্লিম থ্রিডি কার্ভড স্মার্টফোন আনছে ইনফিনিক্স

মঙ্গলবার, ১২ নভেম্বর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স তাদের আসন্ন হট ৫০ সিরিজের স্মার্টফোনে যুক্ত করেছে টাইটান উইং আর্কিটেকচার ডিজাইন। এই আর্কিটেকচারের মাধ্যমে ইনফিনিক্স তাদের এখন পর্যন্ত সবচেয়ে স্লিম ফোনটি বাজারে আনতে যাচ্ছে।

থ্রিডি কার্ভড টাইটান উইং আর্কিটেকচার দুইটি উদ্ভাবনকে এক করেছে- ফেদার লাইট উইং ডিজাইন এবং টাইটান আর্মার প্রোটেকশন। ফলে ফোনটি স্লিম হওয়ার পাশাপাশি শক্তিশালী এবং টেকসই হবে।

ফেদার লাইট ডিজাইন হালকা ও স্লিম ডিজাইনের ওপর গুরুত্ব দেয়। অন্যদিকে, টাইটান আর্মার প্রোটেকশন এই স্লিম ডিজাইনের স্থায়িত্বের ক্ষেত্রে কোনো ছাড় দেয় না।

স্মার্টফোনটিতে আরও রয়েছে আইপি৫৪ ডাস্ট এবং স্প্ল্যাশ রেজিস্ট্যান্স ও কর্নিং গরিলা গ্লাস, যা স্মার্টফোনটিকে দৈনন্দিন ব্যবহারে টেকসই করে তোলে। ব্যবহারকারীর হাত থেকে হঠাৎ ফোন পড়ে যাওয়া বা কঠিন পরিবেশের মধ্যে পড়লেও টাইটান আর্মার প্রোটেকশন ফোনটিকে শক্তিশালী ও স্টাইলিশ রাখবে।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি