প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে স্লিম থ্রিডি-কার্ভড ডিজাইনের নতুন স্মার্টফোন ‘হট৫০ প্রো প্লাস’। ডিভাইসটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও কর্নিং গরিলা গ্লাস।
ফোনটির ফেদার লাইট উইং ডিজাইন এবং টাইটান আর্মার প্রোটেকশন ডিভাইসটিকে ওজনে হালকা কিন্তু মজবুত করেছে। হেলিও জি১০০ প্রসেসর সমৃদ্ধ ডিভাইসটিতে ১৬ জিবি পর্যন্ত র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে টিইউভিএসইউডি সার্টিফিকেশন থাকায় এটি পাঁচ বছর পর্যন্ত ল্যাগ-মুক্ত পারফরম্যান্স দেবে।
৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারিসহ ফোনটিতে রয়েছে ৩৩ ওয়াটের অ্যাডভান্সড ফাস্ট চার্জ। ব্যাটারি হেলথ ভালো রাখার জন্য বাইপাস চার্জিং ও ওভার নাইট চার্জিং প্রোটেকশন সুবিধাও রয়েছে এতে। আইপি৫৪ রেটিং প্রাপ্ত ডিভাইসটি ধূলা ও পানি থেকে সুরক্ষা দেয় এবং ওয়েট ও গ্রিজি টাচ প্রিসিশন ফিচারটি ভেজা বা তৈলাক্ত অবস্থাতেও নির্ভুল টাচক্রিনের সুবিধা দেবে।
স্মার্টফোনটিতে ৫০ মেগাপিক্সেল মূল ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এআই নাইট মোড, এআই ফেস ডিটেকশন এবং এআই ভয়েস ক্যাপচার সহ এআই-চালিত এসব ফিচার ছবি তোলা সহজ ও সৃজনশীল করেছে। এআই ভয়েস ক্যাপচার ব্যবহারকারীদের কণ্ঠস্বর দিয়ে টাচ ছাড়াই ছবি তোলার সুবিধা দেয়, যা তাৎক্ষণিক মুহূর্তগুলো সহজে ধরে রাখতে সহায়তা করে।
টাইটানিয়াম গ্রে, ড্রিমি পার্পল এবং স্লিক ব্ল্যাক এই তিন রঙে পাওয়া যাচ্ছে ডিভাইসটি। ফোনটির দাম ২৩,৯৯৯ টাকা।
রোববার, ১৭ নভেম্বর ২০২৪
প্রযুক্তি ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশের বাজারে উন্মোচন করেছে স্লিম থ্রিডি-কার্ভড ডিজাইনের নতুন স্মার্টফোন ‘হট৫০ প্রো প্লাস’। ডিভাইসটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চি অ্যামোলেড ডিসপ্লে, ১২০ হার্টজ রিফ্রেশ রেট ও কর্নিং গরিলা গ্লাস।
ফোনটির ফেদার লাইট উইং ডিজাইন এবং টাইটান আর্মার প্রোটেকশন ডিভাইসটিকে ওজনে হালকা কিন্তু মজবুত করেছে। হেলিও জি১০০ প্রসেসর সমৃদ্ধ ডিভাইসটিতে ১৬ জিবি পর্যন্ত র্যাম ও ২৫৬ জিবি ইন্টারনাল স্টোরেজের সাথে টিইউভিএসইউডি সার্টিফিকেশন থাকায় এটি পাঁচ বছর পর্যন্ত ল্যাগ-মুক্ত পারফরম্যান্স দেবে।
৫০০০ মিলি অ্যাম্পিয়ার ব্যাটারিসহ ফোনটিতে রয়েছে ৩৩ ওয়াটের অ্যাডভান্সড ফাস্ট চার্জ। ব্যাটারি হেলথ ভালো রাখার জন্য বাইপাস চার্জিং ও ওভার নাইট চার্জিং প্রোটেকশন সুবিধাও রয়েছে এতে। আইপি৫৪ রেটিং প্রাপ্ত ডিভাইসটি ধূলা ও পানি থেকে সুরক্ষা দেয় এবং ওয়েট ও গ্রিজি টাচ প্রিসিশন ফিচারটি ভেজা বা তৈলাক্ত অবস্থাতেও নির্ভুল টাচক্রিনের সুবিধা দেবে।
স্মার্টফোনটিতে ৫০ মেগাপিক্সেল মূল ক্যামেরা, ২ মেগাপিক্সেল ম্যাক্রো লেন্স এবং ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা রয়েছে। এআই নাইট মোড, এআই ফেস ডিটেকশন এবং এআই ভয়েস ক্যাপচার সহ এআই-চালিত এসব ফিচার ছবি তোলা সহজ ও সৃজনশীল করেছে। এআই ভয়েস ক্যাপচার ব্যবহারকারীদের কণ্ঠস্বর দিয়ে টাচ ছাড়াই ছবি তোলার সুবিধা দেয়, যা তাৎক্ষণিক মুহূর্তগুলো সহজে ধরে রাখতে সহায়তা করে।
টাইটানিয়াম গ্রে, ড্রিমি পার্পল এবং স্লিক ব্ল্যাক এই তিন রঙে পাওয়া যাচ্ছে ডিভাইসটি। ফোনটির দাম ২৩,৯৯৯ টাকা।