২য় বর্ষপূর্তি উদযাপন করলো এয়ার এ্যাস্ট্রা

মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলাদেশের নবীনতম বেসরকারি এয়ারলাইন এয়ার এ্যাস্ট্রা ২৪ নভেম্বর নিজেদের দ্বিতীয় বর্ষপূর্তি উদযাপন করলো। ২য় বর্ষপূর্তী উপলক্ষে, এয়ার এ্যাস্ট্রা যাত্রীদের জন্য ইন-ফ্লাইট উদযাপন আয়োজন করে। এয়ারলাইনটি ইন-ফ্লাইটে জনপ্রিয় ব্যান্ডসঙ্গীত শিল্পী পলাশ নূরের লাইভ মিউজিক এবং তরুণ ও প্রতিভাবান জাদুকর ম্যাজিক রাজিকের জাদু প্রদর্শনের মাধ্যমে যাত্রীদের সাথে বর্ষপূর্তী উদযাপন করে।

এয়ার এ্যাস্ট্রা’র সিইও ইমরান আসিফ বলেন, যাত্রীদের অভিজ্ঞতা আরও উন্নত করার জন্য, এয়ার এ্যাস্ট্রা ক্রমাগত তাদের অন-টাইম পারফর্মেন্স উন্নত করেছে, পাশাপাশি এয়ারক্রাফট এর সংখ্যাও বৃদ্ধি করেছে এবং ফ্রিকোয়েন্ট ফ্লায়ার প্রোগ্রাম ‘অর্বিট’ এবং ইন-ফ্লাইট ম্যাগাজিন ‘সেলেস্টার’ চালু করেছে।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি