image

ওপাস কমিউনিকেশন্স লিমিটেডের যাত্রা শুরু

বুধবার, ২৭ নভেম্বর ২০২৪
সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলাদেশের জনসংযোগ ও বিজ্ঞাপন বাজারে দক্ষতার সাথে কার্যকর সেবা নিশ্চিত করার লক্ষ্যে যাত্রা শুরু করেছে ওপাস কমিউনিকেশন্স লিমিটেড। রাজধানীর গুলশান এলাকার নিকেতনে আনুষ্ঠানিকভাবে ২৫ নভেম্বর, ২০২৪ থেকে কার্যক্রম পরিচালনা করছে ওপাস।

প্রতিষ্ঠানটির কার্যক্রমের মধ্যে উল্লেখযোগ্য হলো মিডিয়া প্ল্যানিং ও বায়িং, পাবলিক রিলেশন্স, ডিজিটাল, কেওএল ম্যানেজমেন্ট, স্ট্র্যাটেজি ও ক্রিয়েটিভ, ইভেন্টস অ্যান্ড অ্যাক্টিভেশনস এবং আউটডোর অ্যাক্টিভিটিস।

ওপাস কমিউনিকেশন্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. আবদুল্লাহ আল কাফী বলেন, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর জন্য বাজেটের মধ্যে মানসম্মত ও কার্যকর সেবা প্রয়োজন। এই লক্ষ্যে আমরা পেশাদার একটি টিম একত্রিত হয়েছি। ক্লায়েন্ট ও স্টেকহোল্ডারদের প্রয়োজনীয় সেবা প্রদানে এবং জনসংযোগ ও বিজ্ঞাপন বাজারে ইতিবাচক প্রভাব ফেলতে আমরা বদ্ধপরিকর।

তিনি আরও বলেন, আমাদের কাজগুলো সঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা সেটি সুক্ষ্মভাবে বিশ্লেষণ ও মূল্যায়ন করার জন্য আমরা উন্নত প্রযুক্তি ব্যবহার করব। এর ফলে ক্লায়েন্টদের মূল্যবান তথ্য-উপাত্ত দিতে সক্ষম হবো, যা তাদের সঠিক কৌশল নির্ধারণের পাশাপাশি প্রতিযোগিতামূলক বাজারে নিজেদের অবস্থান দৃঢ় করতে সহায়ক হবে। ক্রমবর্ধমান প্রতিযোগিতামূলক বাজারে ওপাস কমিউনিকেশন্স অংশীজনদের মাঝে আস্থার জায়গা তৈরির জন্য কাজ করতে চায়। ওপাস অনুধাবন করে প্রতিটি বার্তাই গুরুত্ববহ এবং সেটা সঠিকভাবেই প্রচারিত হওয়া উচিত।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

» শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে এলডিপির প্রেসিডিয়াম সদস্য চৌধুরী হাসান সারওয়ার্দী সাময়িক বহিষ্কার

সম্প্রতি