image

বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনায় ব্যাংক কর্মকর্তাদের বিদেশ যাত্রায় বাধা উঠলো

রোববার, ১৯ জানুয়ারী ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

বাংলাদেশ ব্যাংক ব্যাংক কর্মকর্তাদের বিদেশযাত্রায় সব ধরনের বাধা তুলে নিয়েছে। এখন থেকে ব্যাংকারদের বিদেশে ভ্রমণে কেন্দ্রীয় ব্যাংকের অনুমতির প্রয়োজন হবে না। ব্যাংকের ভ্রমণ নীতিমালা অনুযায়ী কর্মকর্তারা প্রশিক্ষণ, সভা, সেমিনার, কর্মশালা ও শিক্ষাসফরে যেতে পারবেন।

আগে, ব্যাংকের অর্থায়নে বিদেশে প্রশিক্ষণ, সভা, সেমিনার, কর্মশালা ও স্টাডি ট্যুরে অংশগ্রহণের জন্য ব্যাংক কর্মকর্তাদের বিদেশে ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল। তবে কিছু ক্ষেত্রে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনে ভ্রমণের সুযোগ ছিল। নতুন নির্দেশনায় বলা হয়েছে, কর্মকর্তারা দাপ্তরিক প্রয়োজনে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে বিদেশে ভ্রমণ করতে পারবেন।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি