image

চট্টগ্রামে এসএমই ও নারী উদ্যোক্তাদের জন্য আইসিসি বাংলাদেশ এর কর্মশালা

মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

আইসিসি বাংলাদেশ চট্টগ্রামে এসএমই ও নারী উদ্যোক্তাদের জন্য একদিনের কর্মশালা আয়োজন করেছে। গত ২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত এই কর্মশালার মূল লক্ষ্য ছিল আন্তর্জাতিক বাণিজ্যে আইসিসি নিয়মগুলোর ব্যবহার সম্পর্কে সচেতনতা বাড়ানো।

আইসিসি প্রধান কার্যালয়ের ক্যাপাসিটি বিল্ডিং প্রকল্পের আওতায় কর্মশালাটি আয়োজন করা হয়, যেখানে ইউসিপি ৬০০, ইনকোটার্মস ২০২০, আইএসবিপি ইত্যাদির মতো নিয়মগুলো সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়, যা রপ্তানি-আমদানি ব্যবসায় মেনে চলতে হয়।

আইসিসি বাংলাদেশের মহাসচিব আতাউর রহমান কর্মশালার উদ্বোধন করেন, আর এটি পরিচালনা করেন মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের ইভিপি এ টি এম নেসারুল হক। কর্মশালায় ৪০ জন নারী উদ্যোক্তা ও এসএমই প্রতিনিধি অংশগ্রহণ করেন।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি