দীর্ঘ ১৫ বছর পর নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের পরিচালনা পরষদের নেতৃত্বে এসেছে নতুন মুখ। সম্প্রতি অনুষ্ঠিত পর্ষদের দ্বি-বার্ষিক (২০২৫-২৭) নির্বাচনে সভাপতি পদে বদিউজ্জামান বদু, সহ সভাপতি (জেনারেল) আব্দুস সবুর খান সেন্টু ও সহসভাপতি (এসোসিয়েট) সাঈদ আহম্মেদ স্বপন নির্বাচিত হয়েছেন।
গত মঙ্গলবার নারায়ণগঞ্জ শহরের এসোসিয়েশন ভবনে নির্বাচন কমিশন মনোনয়ন যাচাই বাছাই শেষে এ ফলাফল ঘোষণা করেন। এদিন প্রধান তিনটি পদের বিপরীতে ভিন্ন কেউ মনোনয়ন দাখিল না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হন।
এর আগে, গত ৪ ফেব্রুয়ারী হোসিয়ারি এসোসিয়েশন নির্বাচনে জেনারেল ও এসোসিয়েট বিভাগে মোট ৩৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে হোসিয়ারি মালিক ঐক্যজোট প্যানেল থেকে ১৮ জন, স্বতন্ত্র হোসিয়ারি মালিক ঐক্য ফোরাম থেকে ১৪ জন এবং চার জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নারায়ণগঞ্জ ক্লাবে অনুষ্ঠিত ঐ নির্বাচনে ১ হাজার ১৫৯ জন ভোটারের মধ্যে ১ হাজার ১১৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে জেনারেল গ্রুপ থেকে বদু গ্রুপের নির্বাচিত ১১ জন হলেন, বদিউজ্জামান বদু, মো. আবদুল হাই, মো. মিজানুর রহমান, মো. পারভেজ মল্লিক, আবদুস সবুর খান, মো. শাহীন হোসেন, মো. আতাউর রহমান, মো. মনির হোসেন, মো. দুলাল মল্লিক, মো. মাসুদুর রহমান ও বৈদ্যনাথ পোদ্দার। স্বতন্ত্র হোসিয়ারি মালিক ঐক্য ফোরাম থেকে একমাত্র ফতেহ মোহাম্মদ রেজা রিপন নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে অ্যাসোসিয়েট গ্রুপ থেকে বদু গ্রুপের চার জন জয় পেয়েছেন। তারা হলেন, সাইফুল ইসলাম হিরু শেখ, সাঈদ আহমেদ স্বপন ও মো. নাছির শেখ, নাছিম আহমেদ। এছাড়া স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয় লাভ করে।
উল্লেখ্য, গত ১৫ বছর সংগঠনটি ওসমান পরিবারের দখলে ছিল। বিনা নির্বাচনেই ওসমান অনুসারীরা সংগঠনটি পরিচালনা করে এসেছে।
বৃহস্পতিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৫
দীর্ঘ ১৫ বছর পর নির্বাচনের মধ্যে দিয়ে বাংলাদেশ হোসিয়ারি অ্যাসোসিয়েশনের পরিচালনা পরষদের নেতৃত্বে এসেছে নতুন মুখ। সম্প্রতি অনুষ্ঠিত পর্ষদের দ্বি-বার্ষিক (২০২৫-২৭) নির্বাচনে সভাপতি পদে বদিউজ্জামান বদু, সহ সভাপতি (জেনারেল) আব্দুস সবুর খান সেন্টু ও সহসভাপতি (এসোসিয়েট) সাঈদ আহম্মেদ স্বপন নির্বাচিত হয়েছেন।
গত মঙ্গলবার নারায়ণগঞ্জ শহরের এসোসিয়েশন ভবনে নির্বাচন কমিশন মনোনয়ন যাচাই বাছাই শেষে এ ফলাফল ঘোষণা করেন। এদিন প্রধান তিনটি পদের বিপরীতে ভিন্ন কেউ মনোনয়ন দাখিল না করায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় তারা নির্বাচিত হন।
এর আগে, গত ৪ ফেব্রুয়ারী হোসিয়ারি এসোসিয়েশন নির্বাচনে জেনারেল ও এসোসিয়েট বিভাগে মোট ৩৬ জন প্রার্থী নির্বাচনে অংশ নেয়। নির্বাচনে হোসিয়ারি মালিক ঐক্যজোট প্যানেল থেকে ১৮ জন, স্বতন্ত্র হোসিয়ারি মালিক ঐক্য ফোরাম থেকে ১৪ জন এবং চার জন স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন। নারায়ণগঞ্জ ক্লাবে অনুষ্ঠিত ঐ নির্বাচনে ১ হাজার ১৫৯ জন ভোটারের মধ্যে ১ হাজার ১১৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে জেনারেল গ্রুপ থেকে বদু গ্রুপের নির্বাচিত ১১ জন হলেন, বদিউজ্জামান বদু, মো. আবদুল হাই, মো. মিজানুর রহমান, মো. পারভেজ মল্লিক, আবদুস সবুর খান, মো. শাহীন হোসেন, মো. আতাউর রহমান, মো. মনির হোসেন, মো. দুলাল মল্লিক, মো. মাসুদুর রহমান ও বৈদ্যনাথ পোদ্দার। স্বতন্ত্র হোসিয়ারি মালিক ঐক্য ফোরাম থেকে একমাত্র ফতেহ মোহাম্মদ রেজা রিপন নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে অ্যাসোসিয়েট গ্রুপ থেকে বদু গ্রুপের চার জন জয় পেয়েছেন। তারা হলেন, সাইফুল ইসলাম হিরু শেখ, সাঈদ আহমেদ স্বপন ও মো. নাছির শেখ, নাছিম আহমেদ। এছাড়া স্বতন্ত্র হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে জয় লাভ করে।
উল্লেখ্য, গত ১৫ বছর সংগঠনটি ওসমান পরিবারের দখলে ছিল। বিনা নির্বাচনেই ওসমান অনুসারীরা সংগঠনটি পরিচালনা করে এসেছে।