সুশাসন নিশ্চিত ও রাজনৈতিক প্রভাবমুক্ত করতে মেঘনা ব্যাংক, এনআরবি ব্যাংক ও এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার তিন ব্যাংককে চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আগামীকাল নতুন পর্ষদ গঠন করা হবে।’
জানা গেছে, মেঘনা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এইচ এন আশিকুর রহমান। এছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পরিবার ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা পরিচালনা পর্ষদে ছিলেন। ব্যাংকটির বেশিরভাগ শেয়ারও তাঁদের হাতে।
এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন আল হারামাইন পারফিউমের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান এবং এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন রাশিয়া আওয়ামী লীগের নেতা এস এম পারভেজ তমাল। সরকার বদলের পর তাঁরা দেশে ফেরেননি।
বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানায়, এনআরবিসি ব্যাংকের নতুন চেয়ারম্যান করা হয়েছে আলী হোসেন প্রধানিয়াকে, যিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক। তিন ব্যাংকের পর্ষদে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক, ব্যাংকার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, হিসাববিদ ও আইনজীবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া, প্রতিটি ব্যাংকের পর্ষদে দুজন করে শেয়ারধারী পরিচালক রাখা হয়েছে।
বাকি দুটি ব্যাংক আগামীকাল নিজেদের চেয়ারম্যান নির্বাচিত করবে বলে জানা গেছে।
বুধবার, ১২ মার্চ ২০২৫
সুশাসন নিশ্চিত ও রাজনৈতিক প্রভাবমুক্ত করতে মেঘনা ব্যাংক, এনআরবি ব্যাংক ও এনআরবি কমার্শিয়াল ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিয়েছে বাংলাদেশ ব্যাংক। আজ মঙ্গলবার তিন ব্যাংককে চিঠি দিয়ে এ সিদ্ধান্ত জানানো হয়।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘আগামীকাল নতুন পর্ষদ গঠন করা হবে।’
জানা গেছে, মেঘনা ব্যাংকের চেয়ারম্যান ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এইচ এন আশিকুর রহমান। এছাড়া সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর পরিবার ও স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তিরা পরিচালনা পর্ষদে ছিলেন। ব্যাংকটির বেশিরভাগ শেয়ারও তাঁদের হাতে।
এনআরবি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন আল হারামাইন পারফিউমের চেয়ারম্যান মোহাম্মদ মাহতাবুর রহমান এবং এনআরবিসি ব্যাংকের চেয়ারম্যান ছিলেন রাশিয়া আওয়ামী লীগের নেতা এস এম পারভেজ তমাল। সরকার বদলের পর তাঁরা দেশে ফেরেননি।
বাংলাদেশ ব্যাংকের একটি সূত্র জানায়, এনআরবিসি ব্যাংকের নতুন চেয়ারম্যান করা হয়েছে আলী হোসেন প্রধানিয়াকে, যিনি বাংলাদেশ কৃষি ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক। তিন ব্যাংকের পর্ষদে বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক, ব্যাংকার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, হিসাববিদ ও আইনজীবীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া, প্রতিটি ব্যাংকের পর্ষদে দুজন করে শেয়ারধারী পরিচালক রাখা হয়েছে।
বাকি দুটি ব্যাংক আগামীকাল নিজেদের চেয়ারম্যান নির্বাচিত করবে বলে জানা গেছে।