ই-কমার্স প্রতিষ্ঠান ও কসমেটিক্স ব্র্যান্ড ‘বিউটি বুথ’ (www.beautybooth.com.bd) ক্রেতাদের ঈদে স্কিনকেয়ার পণ্য কিনে আইফোন জেতার সুযোগ দিচ্ছে। এ অফারে র্যাফেল ড্র এর ম্যাধমে ক্রেতারা জিতে নিতে পারেন আইফোন ১৬ প্রো ম্যাক্স, এয়ার কন্ডিশনার, ডিজাইনার ব্যাগ, বিলাসবহুল পারফিউমসহ বিভিন্ন পুরস্কার।
ক্রেতারা বিউটি বুথ থেকে ১২০০ টাকা বা তার বেশি মূল্যের পণ্য অর্ডার করলে একটি র্যাফেল কুপন পাবেন। প্রতিটি অর্ডারের জন্য একটি করে কুপন প্রদান করা হবে, একাধিক অর্ডারে একাধিক কুপন পাবেন। গ্রাহকদের কুপন নম্বর বিউটি বুথের ডাটাবেজে সংরক্ষণ করা হবে এবং ঈদের পর লটারি পদ্ধতিতে বিজয়ী নির্বাচন করা হবে। সর্বমোট ৪৫ জন বিজয়ীদের নাম তাদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেইজ এবং ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
বিউটি বুথ এর প্রতিষ্ঠাতা শাহ পরাণ খান বলেন, আমরা ২০২১ সাল থেকে গ্রাহকদের জন্য অথেনটিক স্কিন কেয়ার এবং কসমেটিক পণ্য সরবরাহ করে আসছি। অনলাইনের পাশাপাশি সম্মানিত গ্রাহকগণ সরাসরি আমাদের বিউটি বুথ এর রামপুরা আউটলেট থেকেও পণ্য কিনে র্যাফেল ড্র’তে অংশগ্রহণ করতে পারবেন।
বিজ্ঞান ও প্রযুক্তি: দেশে ইমিল্যাবের স্মার্ট হোম সিকিউরিটি ক্যামেরা আনলো সেলেক্সট্রা
বিজ্ঞান ও প্রযুক্তি: সিনেমা, গেম ও স্ট্রিমিংয়ে বাড়ছে এইআই-নির্ভর সাইবার হুমকি
বিজ্ঞান ও প্রযুক্তি: বাংলাদেশের বাজারে নতুন স্মার্টফোন হেলিও ৫৫