image

মার্চে প্রবাসী আয় নতুন রেকর্ড সৃষ্টি, ৩০০ কোটি ডলারের পথে

বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫
সংবাদ অনলাইন রিপোর্ট

ঈদের আগে চলতি মাসের প্রথম ২৬ দিনে ২৯৪ কোটি ডলারের প্রবাসী আয় এসেছে। এর মধ্যে শেষ দুই দিনে ১৯ কোটি ৭০ লাখ ডলারের আয় হয়েছে। এখন ৩০০ কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার জন্য অল্প কিছু প্রবাসী আয় প্রয়োজন।

এ মাসে প্রতিদিন গড়ে ১১ কোটি ৩২ লাখ ডলার প্রবাসী আয় এসেছে। গত ফেব্রুয়ারি মাসে প্রবাসী আয় ছিল ২৫২ কোটি ডলার।

বিষয়টি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, প্রবাসীরা বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে বেশি আগ্রহী হয়েছেন, যার ফলে প্রবাসী আয় বৃদ্ধি পেয়েছে। এর ফলে ব্যাংকগুলোতে ডলারের সংকট অনেকটা কাটিয়ে উঠেছে।

এ মাসে প্রথম ১৫ দিনে ১৬৬ কোটি ডলার, ১৯ মার্চে ১৩ কোটি ডলার, ২২ মার্চে ২৪৩ কোটি ডলার এবং ২৬ মার্চে ২৯৪ কোটি ডলার প্রবাসী আয় এসেছে।

২০২৪-২৫ অর্থবছরের প্রথম আট মাসে প্রবাসীরা ১ হাজার ৮৪৯ কোটি ডলার পাঠিয়েছেন, যা আগের বছরের একই সময়ের তুলনায় ২৪ শতাংশ বেশি।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

» হাজার হাজার উড়ান বাতিল ভারতের ইন্ডিগোর, বাজার মূলধন কমেছে ৪,৫০০ কোটি ডলার

সম্প্রতি