image

ইউগ্রিন, কিউডি ও মাইক্রোল্যাব ব্র্যান্ডের পণ্যে ডিসকাউন্ট

রোববার, ২৭ এপ্রিল ২০২৫
তথ্যপ্রযুক্তি প্রতিবদেক

ই-কমার্স প্ল্যাটফর্ম দারাজ নিয়ে এলো তিনটি জনপ্রিয় প্রযুক্তি ব্র্যান্ড ইউগ্রিন, কিউডি এবং মাইক্রোল্যাব পণ্যে বিশাল মূল্যছাড়, ফ্রি ডেলিভারি এবং এক্সক্লুসিভ ভাউচার অফার।

অফারের আওতায় ইউগ্রিন পণ্যে থাকছে ৭১% পর্যন্ত ছাড়। স্মার্টফোন এক্সেসরিজ, চার্জার, কেবল, স্ট্যান্ড, হেডফোনসহ বিভিন্ন প্রয়োজনীয় গ্যাজেট এখন পাওয়া যাচ্ছে বিশেষ মূল্যে। প্রতিটি অর্ডারের সঙ্গে থাকছে ফ্রি ডেলিভারি এবং বিশেষ ফ্রি ভাউচার।

কিউডি নিয়ে এসেছে নেটওয়ার্কিং ডিভাইসে ৫১% পর্যন্ত ছাড়। ফলে রাউটার, এক্সটেন্ডার, মেশ ওয়াই-ফাইসহ প্রয়োজনীয় সব ডিভাইস এখন পাওয়া যাচ্ছে আরও সাশ্রয়ী মূল্যে। সাথে থাকছে ফ্রি ডেলিভারি ও ফ্রি ভাউচার।

এছাড়া মাইক্রোল্যাব স্পিকার ও সাউন্ড সিস্টেমেও থাকছে সর্বোচ্চ ৪৩% ছাড়।

সীমিত সময়ের জন্য এই অফারগুলো দারাজ অ্যাপে ও ওয়েবসাইটে পাওয়া যাচ্ছে।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি