গ্লাস তৈরির কাঁচামাল আমদানিতে আরোপিত ১০ থেকে ২০ শতাংশ সম্পূরক শুল্ক পুরোপুরি প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দেশীয় গ্লাস শিল্পের বিকাশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে এবং আগামী ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।
বুধবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডোলামাইট, লাইম স্টোন, সোডিয়াম সালফেট এনহাইড্রোস, বেইস পেইন্ট, টপ পেইন্ট, বেক পেইন্ট ও সিলিকন রিং– এসব উপাদানে আর কোনো সম্পূরক শুল্ক থাকবে না।
তবে সুবিধা পেতে কিছু শর্ত পূরণ করতে হবে। প্রজ্ঞাপনে বলা হয়, কেবল স্থানীয় গ্লাস উৎপাদনকারী প্রতিষ্ঠান ও ইন্ডাস্ট্রিয়াল আইআরসি হোল্ডার আমদানিকারকরাই এ সুবিধা পাবেন।
এনবিআরের দ্বিতীয় সচিব (মূসক আইন ও বিধি) মো. বদরুজ্জামান মুন্সী বলেন, “দেশীয় শিল্প সাধারণত সম্পূরক শুল্কমুক্ত থাকে। কিন্তু এখানে কোনো কারণে তা আরোপিত ছিল, যা পরে নজরে এলে প্রত্যাহার করা হয়।”
তিনি আরও জানান, কর ব্যয় নীতিমালা অনুযায়ী এখন থেকে কোনো শিল্পকে একবারেই দীর্ঘমেয়াদি সুবিধা দিতে হবে, বছর বছর মেয়াদ বাড়ানোর সুযোগ নেই। তাই সময়সীমা পাঁচ বছর নির্ধারণ করা হয়েছে, যাতে শিল্পগুলো এ সময়ের মধ্যে নিজস্বভাবে বিকশিত হতে পারে।
বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫
গ্লাস তৈরির কাঁচামাল আমদানিতে আরোপিত ১০ থেকে ২০ শতাংশ সম্পূরক শুল্ক পুরোপুরি প্রত্যাহার করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। দেশীয় গ্লাস শিল্পের বিকাশে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে এবং আগামী ২০৩০ সালের ৩০ জুন পর্যন্ত বহাল থাকবে।
বুধবার জারি করা প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডোলামাইট, লাইম স্টোন, সোডিয়াম সালফেট এনহাইড্রোস, বেইস পেইন্ট, টপ পেইন্ট, বেক পেইন্ট ও সিলিকন রিং– এসব উপাদানে আর কোনো সম্পূরক শুল্ক থাকবে না।
তবে সুবিধা পেতে কিছু শর্ত পূরণ করতে হবে। প্রজ্ঞাপনে বলা হয়, কেবল স্থানীয় গ্লাস উৎপাদনকারী প্রতিষ্ঠান ও ইন্ডাস্ট্রিয়াল আইআরসি হোল্ডার আমদানিকারকরাই এ সুবিধা পাবেন।
এনবিআরের দ্বিতীয় সচিব (মূসক আইন ও বিধি) মো. বদরুজ্জামান মুন্সী বলেন, “দেশীয় শিল্প সাধারণত সম্পূরক শুল্কমুক্ত থাকে। কিন্তু এখানে কোনো কারণে তা আরোপিত ছিল, যা পরে নজরে এলে প্রত্যাহার করা হয়।”
তিনি আরও জানান, কর ব্যয় নীতিমালা অনুযায়ী এখন থেকে কোনো শিল্পকে একবারেই দীর্ঘমেয়াদি সুবিধা দিতে হবে, বছর বছর মেয়াদ বাড়ানোর সুযোগ নেই। তাই সময়সীমা পাঁচ বছর নির্ধারণ করা হয়েছে, যাতে শিল্পগুলো এ সময়ের মধ্যে নিজস্বভাবে বিকশিত হতে পারে।