বাজারভিত্তিক বিনিময় হার নির্ধারণের মাধ্যমে সংস্কারে বাংলাদেশের সদিচ্ছার বার্তা আন্তর্জাতিক সম্প্রদায়কে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান। তবে কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে বেশি ডলারের দাম বাড়লে বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার রাজধানীর বনানীতে ‘সামষ্টিক অর্থনীতি নিয়ে মাসিক বিশ্লেষণ’ (এমএমআই) শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন ডেপুটি গভর্নর। বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) এই অনুষ্ঠানের আয়োজন করে।
ডেপুটি গভর্নর বলেন, সংস্কার উদ্যোগের অংশ হিসেবে বিনিময় হার বাজারভিত্তিক করা হয়েছে। এতে করে অর্থনীতির বহিস্থ খাত ভালো অবস্থানে আছে—এটি স্পষ্ট হবে। তিনি আরও বলেন, বাজারভিত্তিক বিনিময় হার চালুর পর টাকার বিনিময় হারে বড় ধরনের অবমূল্যায়ন হয়নি। কিছুদিন পর্যবেক্ষণের পর বোঝা যাবে, অবস্থা কোন দিকে যাচ্ছে। এখন পর্যন্ত মুদ্রার চাহিদা ও সরবরাহে ভারস্যমূলক পরিস্থিতি তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের কাছে হস্তক্ষেপ করার মতো হাতিয়ার রয়েছে। প্রয়োজনে তা ব্যবহার করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বলেন, উন্নয়নের জন্য বড় সংস্কার নয়, সঠিক নীতি গ্রহণ ও বাস্তবায়নের সমন্বয় প্রয়োজন। জাপান ও এশিয়ার আরও কয়েকটি দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের উদাহরণ দিয়ে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন পিআরআইয়ের নির্বাহী পরিচালক খুরশীদ আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআই চেয়ারম্যান জাইদি সাত্তার ও মুখ্য অর্থনীতিবিদ আশিকুর রহমান। আশিকুর রহমান বলেন, রপ্তানি ও প্রবাসী আয়ের কারণে অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তবে দুর্বল অর্থ ও রাজস্ব ব্যবস্থাপনার কারণে চ্যালেঞ্জ রয়েছে। এ দুর্বলতা কাটাতে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা পৃথককরণ এবং বাজারভিত্তিক বিনিময় হার চালু করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, এসব সংস্কার মধ্য মেয়াদে ইতিবাচক ফল দেবে এবং কর-জিডিপি অনুপাতের সমস্যাও কাটিয়ে ওঠা সম্ভব হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে অস্ট্রেলীয় হাইকমিশনের উপপ্রধান ক্লিনটন পবকে ও দ্বিতীয় সচিব জোশুয়া গ্যাসুটান।
বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫
বাজারভিত্তিক বিনিময় হার নির্ধারণের মাধ্যমে সংস্কারে বাংলাদেশের সদিচ্ছার বার্তা আন্তর্জাতিক সম্প্রদায়কে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান। তবে কাঙ্ক্ষিত মাত্রার চেয়ে বেশি ডলারের দাম বাড়লে বাংলাদেশ ব্যাংক হস্তক্ষেপ করবে বলেও জানান তিনি।
বৃহস্পতিবার রাজধানীর বনানীতে ‘সামষ্টিক অর্থনীতি নিয়ে মাসিক বিশ্লেষণ’ (এমএমআই) শীর্ষক অনুষ্ঠানে এসব কথা বলেন ডেপুটি গভর্নর। বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই) এই অনুষ্ঠানের আয়োজন করে।
ডেপুটি গভর্নর বলেন, সংস্কার উদ্যোগের অংশ হিসেবে বিনিময় হার বাজারভিত্তিক করা হয়েছে। এতে করে অর্থনীতির বহিস্থ খাত ভালো অবস্থানে আছে—এটি স্পষ্ট হবে। তিনি আরও বলেন, বাজারভিত্তিক বিনিময় হার চালুর পর টাকার বিনিময় হারে বড় ধরনের অবমূল্যায়ন হয়নি। কিছুদিন পর্যবেক্ষণের পর বোঝা যাবে, অবস্থা কোন দিকে যাচ্ছে। এখন পর্যন্ত মুদ্রার চাহিদা ও সরবরাহে ভারস্যমূলক পরিস্থিতি তৈরি হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ ব্যাংকের কাছে হস্তক্ষেপ করার মতো হাতিয়ার রয়েছে। প্রয়োজনে তা ব্যবহার করা হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী বলেন, উন্নয়নের জন্য বড় সংস্কার নয়, সঠিক নীতি গ্রহণ ও বাস্তবায়নের সমন্বয় প্রয়োজন। জাপান ও এশিয়ার আরও কয়েকটি দেশের অর্থনৈতিক পুনরুদ্ধারের উদাহরণ দিয়ে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন পিআরআইয়ের নির্বাহী পরিচালক খুরশীদ আলম। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পিআরআই চেয়ারম্যান জাইদি সাত্তার ও মুখ্য অর্থনীতিবিদ আশিকুর রহমান। আশিকুর রহমান বলেন, রপ্তানি ও প্রবাসী আয়ের কারণে অর্থনীতি কিছুটা ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। তবে দুর্বল অর্থ ও রাজস্ব ব্যবস্থাপনার কারণে চ্যালেঞ্জ রয়েছে। এ দুর্বলতা কাটাতে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা পৃথককরণ এবং বাজারভিত্তিক বিনিময় হার চালু করা হয়েছে।
তিনি আশা প্রকাশ করেন, এসব সংস্কার মধ্য মেয়াদে ইতিবাচক ফল দেবে এবং কর-জিডিপি অনুপাতের সমস্যাও কাটিয়ে ওঠা সম্ভব হবে।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশে অস্ট্রেলীয় হাইকমিশনের উপপ্রধান ক্লিনটন পবকে ও দ্বিতীয় সচিব জোশুয়া গ্যাসুটান।