জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, স্বয়ংক্রিয় পদ্ধতি বা অটোমেশন চালু হওয়ার আগপর্যন্ত প্রয়োজনে ভ্যাট নিরীক্ষা কেয়ামত পর্যন্ত স্থগিত থাকবে।
মঙ্গলবার গুলশানের এক হোটেলে গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত কর ও ভ্যাট সংস্কার সংক্রান্ত সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সংলাপ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।
চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, "ব্যবসায়ীরা যেন মনে না করেন, অহেতুক হয়রানি করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে কাজ চলছে।" তিনি আরও বলেন, "আমরা একটি একক ভ্যাট হার নির্ধারণ করতে চাই। কিন্তু ব্যবসায়ীরাই প্রায়ই বাধা হয়ে দাঁড়ান। বর্তমানে ভ্যাট দিতে কারও কাছে যেতে হয় না, এক ক্লিকেই নিজের সিস্টেম থেকে ভ্যাট দেওয়া যায়।"
করছাড় বিষয়ে তিনি জানান, "কর্মসংস্থান বৃদ্ধির জন্য দেশি ও বিদেশি কোম্পানিকে করছাড় দিয়ে বিনিয়োগের আহ্বান জানানো হয়। তবে দেখা যায়, যেখানে ৮ বছরের জন্য ছাড় দেওয়া হয়েছে, তা কখনো কখনো ৪০ বছর পর্যন্ত চলতে থাকে। এটি রাজস্ব ব্যবস্থাপনার অদক্ষতার বিষয়, যা স্বীকার করতে হবে।" তিনি আরও সতর্ক করেন, বিদেশি ঋণের বোঝা বেড়ে গেলে রাজস্ব না বাড়াতে পারলে ঋণ পরিশোধও বিপজ্জনক হয়ে পড়বে।
রাজস্ব খাতের সংস্কার বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, "নীতিসংক্রান্ত বিভিন্ন ইস্যুতেই অধিকাংশ সময় চলে যায়। তাই রাজস্ব আদায়ে সমস্যা হয়। এজন্য খাত দুটি ভাগ করেছি। একজনের জায়গায় দুজন কাজ করলে পরিস্থিতি উন্নত হবে।" ন্যূনতম করহারের বিধানকে ভবিষ্যতে বাতিল করার ইঙ্গিত দেন তিনি, তবে সতর্ক করে বলেন, এখন তা করলে রাজস্ব আদায় কমে যাবে।
সংলাপে ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা ও বিশেষজ্ঞরাও উপস্থিত ছিলেন।
মঙ্গলবার, ২৬ আগস্ট ২০২৫
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান আবদুর রহমান খান বলেছেন, স্বয়ংক্রিয় পদ্ধতি বা অটোমেশন চালু হওয়ার আগপর্যন্ত প্রয়োজনে ভ্যাট নিরীক্ষা কেয়ামত পর্যন্ত স্থগিত থাকবে।
মঙ্গলবার গুলশানের এক হোটেলে গবেষণাপ্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি) আয়োজিত কর ও ভ্যাট সংস্কার সংক্রান্ত সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সংলাপ অনুষ্ঠান সঞ্চালনা করেন সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম।
চেয়ারম্যান আবদুর রহমান খান বলেন, "ব্যবসায়ীরা যেন মনে না করেন, অহেতুক হয়রানি করার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বিষয়টি নিয়ে কাজ চলছে।" তিনি আরও বলেন, "আমরা একটি একক ভ্যাট হার নির্ধারণ করতে চাই। কিন্তু ব্যবসায়ীরাই প্রায়ই বাধা হয়ে দাঁড়ান। বর্তমানে ভ্যাট দিতে কারও কাছে যেতে হয় না, এক ক্লিকেই নিজের সিস্টেম থেকে ভ্যাট দেওয়া যায়।"
করছাড় বিষয়ে তিনি জানান, "কর্মসংস্থান বৃদ্ধির জন্য দেশি ও বিদেশি কোম্পানিকে করছাড় দিয়ে বিনিয়োগের আহ্বান জানানো হয়। তবে দেখা যায়, যেখানে ৮ বছরের জন্য ছাড় দেওয়া হয়েছে, তা কখনো কখনো ৪০ বছর পর্যন্ত চলতে থাকে। এটি রাজস্ব ব্যবস্থাপনার অদক্ষতার বিষয়, যা স্বীকার করতে হবে।" তিনি আরও সতর্ক করেন, বিদেশি ঋণের বোঝা বেড়ে গেলে রাজস্ব না বাড়াতে পারলে ঋণ পরিশোধও বিপজ্জনক হয়ে পড়বে।
রাজস্ব খাতের সংস্কার বিষয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, "নীতিসংক্রান্ত বিভিন্ন ইস্যুতেই অধিকাংশ সময় চলে যায়। তাই রাজস্ব আদায়ে সমস্যা হয়। এজন্য খাত দুটি ভাগ করেছি। একজনের জায়গায় দুজন কাজ করলে পরিস্থিতি উন্নত হবে।" ন্যূনতম করহারের বিধানকে ভবিষ্যতে বাতিল করার ইঙ্গিত দেন তিনি, তবে সতর্ক করে বলেন, এখন তা করলে রাজস্ব আদায় কমে যাবে।
সংলাপে ব্যবসায়ী নেতা, উদ্যোক্তা ও বিশেষজ্ঞরাও উপস্থিত ছিলেন।