ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার,(০১ সেপ্টেম্বর ২০২৫) সবগুলো মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। লেনদেনে অংশ নেওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে যে কয়টির দর বেড়েছে, কমেছে তার দ্বিগুণ শেয়ার ও ইউনিটের দর। এক্সচেঞ্জটির লেনদেনও ভাটা পড়েছে। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ১১৫ কোটি টাকা।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট কমে ৫ হাজার ৫৮৪ পয়েন্টে অবস্থান নিয়েছে। আগের দিন যা ছিল ৫ হাজার ৫৯৪ পয়েন্টে। এক্সচেঞ্জটির বাছাই করা শেয়ারের সূচক ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট কমে ২ হাজার ১৮৯ পয়েন্টে অবস্থান নিয়েছে। আগের দিন সূচকটির অবস্থান ছিল ২ হাজার ১৯৪ পয়েন্টে। এছাড়া, ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৩ পয়েন্ট কমে ১ হাজার ২২৫ পয়েন্টে উঠেছে। গতদিন যা ছিল ১ হাজার ২২৮ পয়েন্টে।
সোমবার ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে মাত্র ১১৯টির। বিপরীতে কমেছে ২৪৪টির। তবে ৩৫টির দর অপরিবর্তিত ছিল। ডিএসইতে সোমবার মোট ১ হাজার ১৮১ কোটি ১৩ লাখ টাকা সিকিউরিটিজ লেনদেন হয়েছে। আগের দিন এই লেনদেন হয়েছিল ১ হাজার ২৯৬ কোটি ৪৩ লাখ টাকা, যা গত বছরের ১১ আগস্টের পর সর্বোচ্চ। ওইদিন ডিএসইতে ২ হাজার ১০ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
সোমবার ঢাকার এই পুঁজিবাজারে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির শেয়ার। কোম্পানিটির মোট ২৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবার ও ৩৬ কোটি টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে এই কোম্পানিটি ডিএসইর লেনদেন তালিকার শীর্ষে ছিল।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সোমবার সবগুলো মূল্য সূচকের সামান্য উত্থান হলেও কমেছে অংধিকাংশ সিকিউরিটিজের দর। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৬০৭ পয়েন্টে অবস্থান নিয়েছে। আগের দিন সূচকটির অবস্থান ছিল ১৫ হাজার ৫৯০ পয়েন্টে। সোমবার লেনদেনে অংশ নেওয়া ২৫০ প্রতিষ্ঠানের মধ্যে ৮২টির দর বেড়েছে। বিপরীতে কমেছে ১৪১টির এবং ২৭টির দাম অপরিবর্তিত রয়েছে। মোট লেনদেন হয়েছে ২৮ কোটি ৯৩ লাখ টাকার সিকিউরিটিজ। আগের দিন এক্সচেঞ্জটিতে ২৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার,(০১ সেপ্টেম্বর ২০২৫) সবগুলো মূল্যসূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। লেনদেনে অংশ নেওয়া সিকিউরিটিজগুলোর মধ্যে যে কয়টির দর বেড়েছে, কমেছে তার দ্বিগুণ শেয়ার ও ইউনিটের দর। এক্সচেঞ্জটির লেনদেনও ভাটা পড়েছে। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে ১১৫ কোটি টাকা।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১১ পয়েন্ট কমে ৫ হাজার ৫৮৪ পয়েন্টে অবস্থান নিয়েছে। আগের দিন যা ছিল ৫ হাজার ৫৯৪ পয়েন্টে। এক্সচেঞ্জটির বাছাই করা শেয়ারের সূচক ডিএসই-৩০ আগের দিনের তুলনায় ৫ পয়েন্ট কমে ২ হাজার ১৮৯ পয়েন্টে অবস্থান নিয়েছে। আগের দিন সূচকটির অবস্থান ছিল ২ হাজার ১৯৪ পয়েন্টে। এছাড়া, ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ৩ পয়েন্ট কমে ১ হাজার ২২৫ পয়েন্টে উঠেছে। গতদিন যা ছিল ১ হাজার ২২৮ পয়েন্টে।
সোমবার ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৯৮টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে মাত্র ১১৯টির। বিপরীতে কমেছে ২৪৪টির। তবে ৩৫টির দর অপরিবর্তিত ছিল। ডিএসইতে সোমবার মোট ১ হাজার ১৮১ কোটি ১৩ লাখ টাকা সিকিউরিটিজ লেনদেন হয়েছে। আগের দিন এই লেনদেন হয়েছিল ১ হাজার ২৯৬ কোটি ৪৩ লাখ টাকা, যা গত বছরের ১১ আগস্টের পর সর্বোচ্চ। ওইদিন ডিএসইতে ২ হাজার ১০ কোটি ৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছিল।
সোমবার ঢাকার এই পুঁজিবাজারে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে তাওফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম পিএলসির শেয়ার। কোম্পানিটির মোট ২৮ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সোমবার ও ৩৬ কোটি টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে এই কোম্পানিটি ডিএসইর লেনদেন তালিকার শীর্ষে ছিল।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সোমবার সবগুলো মূল্য সূচকের সামান্য উত্থান হলেও কমেছে অংধিকাংশ সিকিউরিটিজের দর। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক সিএএসপিআই ১৭ পয়েন্ট বেড়ে ১৫ হাজার ৬০৭ পয়েন্টে অবস্থান নিয়েছে। আগের দিন সূচকটির অবস্থান ছিল ১৫ হাজার ৫৯০ পয়েন্টে। সোমবার লেনদেনে অংশ নেওয়া ২৫০ প্রতিষ্ঠানের মধ্যে ৮২টির দর বেড়েছে। বিপরীতে কমেছে ১৪১টির এবং ২৭টির দাম অপরিবর্তিত রয়েছে। মোট লেনদেন হয়েছে ২৮ কোটি ৯৩ লাখ টাকার সিকিউরিটিজ। আগের দিন এক্সচেঞ্জটিতে ২৩ কোটি ১৫ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়।