ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নাম বদলে ‘স্ট্যাটিসটিকস বাংলাদেশ (স্ট্যাটবিডি)’ করার প্রস্তাব দিয়েছে পরিসংখ্যানসংক্রান্ত স্বাধীন টাস্কফোর্স। সংস্থার প্রধানকে চিফ স্ট্যাটিসটিশিয়ান বা প্রধান পরিসংখ্যানবিদ পদে উন্নীত করা ও তা তদারকে পরিষদ রাখার সুপারিশ করা হয়েছে। সোমবার,(১৫ সেপ্টেম্বর ২০২৫) পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের কাছে এ প্রতিবেদন পেশ করেছে টাস্কফোর্স।
টাস্কফোর্সের সুপারিশে স্বাধীনভাবে তথ্য পর্যালোচনা ও প্রতিবেদন তৈরির জন্য প্রাতিষ্ঠানিক ও আইনি সুরক্ষারও সুপারিশ করা হয়েছে
টাস্কফোর্সের নেতৃত্ব দেন- বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। সেই প্রতিবেদনে এসব সুপারিশ করা হয়েছে। পরিকল্পনা উপদেষ্টার কার্যালয়ে গিয়ে টাস্কফোর্সের প্রতিবেদন জমা দেন টাস্কফোর্সের প্রতিনিধিদল।
টাস্কফোর্সের প্রতিবেদন গ্রহণ করার পর গণমাধ্যমকে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘কাজের দক্ষতা ও জবাবদিহি এবং তথ্যকে মুক্ত করে দেয়ার জন্য যা যা করণীয় তা এ প্রতিবেদনে আছে। তাছাড়া প্রাতিষ্ঠানিক উন্নতি ও স্বচ্ছতা নিশ্চিত করার করণীয় বিষয়গুলো এখানে রয়েছে।’
প্রতিবেদন জমা দিয়ে পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, ‘বিবিএসের তথ্য-উপাত্তকে গুণগত ও স্বচ্ছতায় বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে আমরা সুনির্দিষ্ট সুপারিশ দিয়েছি। স্বাধীনভাবে তথ্য পর্যালোচনা ও প্রতিবেদন তৈরির জন্য প্রাতিষ্ঠানিক ও আইনি সুরক্ষার বিষয়গুলো আমাদের সুপারিশে এসেছে। এটা খসড়া প্রতিবেদন, প্রয়োজনে কিছুটা পরিবর্তন ও পরিমার্জন করে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হবে। নাম পরিবর্তনের পাশাপাশি প্রতিষ্ঠানের প্রধান কীভাবে নির্বাচিত হবেন- তা এখানে এসেছে।’
একই সঙ্গে প্রতিবেদনে ট্রাস্ট অ্যান্ড ট্রান্সপারেন্সি কাউন্সিল অব স্ট্যাটিসটিকস (টিটিসিএস) নামে সাত সদস্যের তদারক পরিষদ গঠনের প্রস্তাব এসেছে। এটি বার্ষিক কার্যক্রম ও ব্যয় নিরীক্ষা খতিয়ে দেখবে এবং প্রতিষ্ঠানের প্রধান নিয়োগে ভূমিকা রাখবে। সংস্কারের অংশ হিসেবে পরিসংখ্যান আইন-২০১৩ সংশোধনের প্রস্তাব করা হয়েছে।
তথ্য যাচাই ও প্রকাশে বিবিএসের স্বাধীনতা আইনগতভাবে সুরক্ষিত করার উদ্দেশে এটি করা হয়েছে। এছাড়া ৮টি উইং বাড়িয়ে ১৬টি করা, উপজেলাপর্যায়ে ৪৩৭টি নতুন পদ সৃজন ও ক্যাডার-নন-ক্যাডার একীভূত করার কথা বলা হয়েছে। অর্থায়নের ক্ষেত্রে জরুরি ভিত্তিতে ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়ে বার্ষিক জরিপ কার্যক্রম স্থিতিশীল করা ও মূল জরিপগুলোকে রাজস্ব বাজেটে স্থান দেয়ার সুপারিশ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগাম ক্যালেন্ডার প্রকাশ, সবার জন্য একসঙ্গে তথ্য প্রকাশ, পূর্ণ মেটাডেটা ও পদ্ধতিগত ব্যাখ্যা প্রকাশের মাধ্যমে জনগণের আস্থা ফেরানো জরুরি। এছাড়া বার্ষিক অংশীজন সম্মেলন, বড় জরিপে উপদেষ্টা কমিটি ও তরুণদের ইন্টার্নশিপ চালুর প্রস্তাবও করা হয়েছে।
সংগঠনটির প্রশিক্ষণকেন্দ্রকে স্ট্যাটবিডি ট্রেনিং অ্যাকাডেমিতে রূপান্তর ও মেথডোলজিক্যাল অ্যাডভাইজরি কাউন্সিল গঠনেরও সুপারিশ এসেছে। সেই সঙ্গে পরিকল্পনা উপদেষ্টার নেতৃত্বে বাস্তবায়ন দল গঠনের আহ্বান জানিয়েছে টাস্কফোর্স।
স্বাধীন টাস্কফোর্সের অন্য সদস্যরা হলেন বিবিএসের সাবেক মহাপরিচালক মোহাম্মদ আবদুল ওয়াজেদ, বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, র?্যাপিডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রাজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইএসআরটির অধ্যাপক সৈয়দ শাহাদাত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জনসংখ্যা বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মইনুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের অধ্যাপক অতনু রব্বানী ও সরকারি গবেষণাপ্রতিষ্ঠান বিআইডিএসের গবেষণা পরিচালক মোহাম্মদ ইউনুস।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) নাম বদলে ‘স্ট্যাটিসটিকস বাংলাদেশ (স্ট্যাটবিডি)’ করার প্রস্তাব দিয়েছে পরিসংখ্যানসংক্রান্ত স্বাধীন টাস্কফোর্স। সংস্থার প্রধানকে চিফ স্ট্যাটিসটিশিয়ান বা প্রধান পরিসংখ্যানবিদ পদে উন্নীত করা ও তা তদারকে পরিষদ রাখার সুপারিশ করা হয়েছে। সোমবার,(১৫ সেপ্টেম্বর ২০২৫) পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদের কাছে এ প্রতিবেদন পেশ করেছে টাস্কফোর্স।
টাস্কফোর্সের সুপারিশে স্বাধীনভাবে তথ্য পর্যালোচনা ও প্রতিবেদন তৈরির জন্য প্রাতিষ্ঠানিক ও আইনি সুরক্ষারও সুপারিশ করা হয়েছে
টাস্কফোর্সের নেতৃত্ব দেন- বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান। সেই প্রতিবেদনে এসব সুপারিশ করা হয়েছে। পরিকল্পনা উপদেষ্টার কার্যালয়ে গিয়ে টাস্কফোর্সের প্রতিবেদন জমা দেন টাস্কফোর্সের প্রতিনিধিদল।
টাস্কফোর্সের প্রতিবেদন গ্রহণ করার পর গণমাধ্যমকে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘কাজের দক্ষতা ও জবাবদিহি এবং তথ্যকে মুক্ত করে দেয়ার জন্য যা যা করণীয় তা এ প্রতিবেদনে আছে। তাছাড়া প্রাতিষ্ঠানিক উন্নতি ও স্বচ্ছতা নিশ্চিত করার করণীয় বিষয়গুলো এখানে রয়েছে।’
প্রতিবেদন জমা দিয়ে পিপিআরসির নির্বাহী চেয়ারম্যান হোসেন জিল্লুর রহমান বলেন, ‘বিবিএসের তথ্য-উপাত্তকে গুণগত ও স্বচ্ছতায় বিশ্বমানের পর্যায়ে নিয়ে যেতে আমরা সুনির্দিষ্ট সুপারিশ দিয়েছি। স্বাধীনভাবে তথ্য পর্যালোচনা ও প্রতিবেদন তৈরির জন্য প্রাতিষ্ঠানিক ও আইনি সুরক্ষার বিষয়গুলো আমাদের সুপারিশে এসেছে। এটা খসড়া প্রতিবেদন, প্রয়োজনে কিছুটা পরিবর্তন ও পরিমার্জন করে চূড়ান্ত প্রতিবেদন তৈরি করা হবে। নাম পরিবর্তনের পাশাপাশি প্রতিষ্ঠানের প্রধান কীভাবে নির্বাচিত হবেন- তা এখানে এসেছে।’
একই সঙ্গে প্রতিবেদনে ট্রাস্ট অ্যান্ড ট্রান্সপারেন্সি কাউন্সিল অব স্ট্যাটিসটিকস (টিটিসিএস) নামে সাত সদস্যের তদারক পরিষদ গঠনের প্রস্তাব এসেছে। এটি বার্ষিক কার্যক্রম ও ব্যয় নিরীক্ষা খতিয়ে দেখবে এবং প্রতিষ্ঠানের প্রধান নিয়োগে ভূমিকা রাখবে। সংস্কারের অংশ হিসেবে পরিসংখ্যান আইন-২০১৩ সংশোধনের প্রস্তাব করা হয়েছে।
তথ্য যাচাই ও প্রকাশে বিবিএসের স্বাধীনতা আইনগতভাবে সুরক্ষিত করার উদ্দেশে এটি করা হয়েছে। এছাড়া ৮টি উইং বাড়িয়ে ১৬টি করা, উপজেলাপর্যায়ে ৪৩৭টি নতুন পদ সৃজন ও ক্যাডার-নন-ক্যাডার একীভূত করার কথা বলা হয়েছে। অর্থায়নের ক্ষেত্রে জরুরি ভিত্তিতে ৫০ কোটি টাকা বরাদ্দ দিয়ে বার্ষিক জরিপ কার্যক্রম স্থিতিশীল করা ও মূল জরিপগুলোকে রাজস্ব বাজেটে স্থান দেয়ার সুপারিশ করা হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, আগাম ক্যালেন্ডার প্রকাশ, সবার জন্য একসঙ্গে তথ্য প্রকাশ, পূর্ণ মেটাডেটা ও পদ্ধতিগত ব্যাখ্যা প্রকাশের মাধ্যমে জনগণের আস্থা ফেরানো জরুরি। এছাড়া বার্ষিক অংশীজন সম্মেলন, বড় জরিপে উপদেষ্টা কমিটি ও তরুণদের ইন্টার্নশিপ চালুর প্রস্তাবও করা হয়েছে।
সংগঠনটির প্রশিক্ষণকেন্দ্রকে স্ট্যাটবিডি ট্রেনিং অ্যাকাডেমিতে রূপান্তর ও মেথডোলজিক্যাল অ্যাডভাইজরি কাউন্সিল গঠনেরও সুপারিশ এসেছে। সেই সঙ্গে পরিকল্পনা উপদেষ্টার নেতৃত্বে বাস্তবায়ন দল গঠনের আহ্বান জানিয়েছে টাস্কফোর্স।
স্বাধীন টাস্কফোর্সের অন্য সদস্যরা হলেন বিবিএসের সাবেক মহাপরিচালক মোহাম্মদ আবদুল ওয়াজেদ, বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান সিপিডির নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, র?্যাপিডের চেয়ারম্যান মোহাম্মদ আবদুর রাজ্জাক, ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইএসআরটির অধ্যাপক সৈয়দ শাহাদাত হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জনসংখ্যা বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ মইনুল ইসলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের অধ্যাপক অতনু রব্বানী ও সরকারি গবেষণাপ্রতিষ্ঠান বিআইডিএসের গবেষণা পরিচালক মোহাম্মদ ইউনুস।