যান্ত্রিক ত্রুটির কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ২৬ ঘণ্টা ধরে আটকে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। এতে ভোগান্তিতে পড়েছেন ১৭৮ জন যাত্রী।
ঢাকা থেকে পৌঁছানো বোয়িং ৭৮৭-৮ উড়োজাহাজটি মঙ্গলবার রাত ১২টা ৫ মিনিটে সিলেট হয়ে ঢাকায় ফেরার কথা ছিল। তবে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় ফ্লাইটটি গ্রাউন্ডেড হয়ে পড়ে। যাত্রীদের মধ্যে ১৭৫ জনকে হোটেলে এবং বাকি তিনজনকে ভিসাজনিত সমস্যার কারণে বিমানবন্দরের লাউঞ্জে রাখা হয়েছে।
তিন দফা ফ্লাইট শিডিউল পরিবর্তনের পরও সমস্যার সমাধান হয়নি। প্রয়োজনীয় যন্ত্রাংশ আনতে বিমানের আরেকটি ফ্লাইট বুধবার রাতে দুবাই পৌঁছালেও উড়োজাহাজ সচল হয়নি।
আটকে পড়া যাত্রীদের একজন মাওলানা আব্দুল আহাদ জিহাদি বলেন, “২১ ঘণ্টা হোটেলে রেখে আবার এয়ারপোর্টে আনা হলেও ফ্লাইট ছাড়েনি। কবে পৌঁছাতে পারব, জানি না।”
গত দুই মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অন্তত ১০টি উড়োজাহাজে বিভিন্ন যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় যাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।
বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫
যান্ত্রিক ত্রুটির কারণে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরে ২৬ ঘণ্টা ধরে আটকে আছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজ। এতে ভোগান্তিতে পড়েছেন ১৭৮ জন যাত্রী।
ঢাকা থেকে পৌঁছানো বোয়িং ৭৮৭-৮ উড়োজাহাজটি মঙ্গলবার রাত ১২টা ৫ মিনিটে সিলেট হয়ে ঢাকায় ফেরার কথা ছিল। তবে যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় ফ্লাইটটি গ্রাউন্ডেড হয়ে পড়ে। যাত্রীদের মধ্যে ১৭৫ জনকে হোটেলে এবং বাকি তিনজনকে ভিসাজনিত সমস্যার কারণে বিমানবন্দরের লাউঞ্জে রাখা হয়েছে।
তিন দফা ফ্লাইট শিডিউল পরিবর্তনের পরও সমস্যার সমাধান হয়নি। প্রয়োজনীয় যন্ত্রাংশ আনতে বিমানের আরেকটি ফ্লাইট বুধবার রাতে দুবাই পৌঁছালেও উড়োজাহাজ সচল হয়নি।
আটকে পড়া যাত্রীদের একজন মাওলানা আব্দুল আহাদ জিহাদি বলেন, “২১ ঘণ্টা হোটেলে রেখে আবার এয়ারপোর্টে আনা হলেও ফ্লাইট ছাড়েনি। কবে পৌঁছাতে পারব, জানি না।”
গত দুই মাসে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের অন্তত ১০টি উড়োজাহাজে বিভিন্ন যান্ত্রিক ত্রুটি ধরা পড়ায় যাত্রীদের মধ্যে উদ্বেগ বাড়ছে।