চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) রাজস্ব আহরণে প্রবৃদ্ধি হয়েছে ২০ দশমিক ৯৩ শতাংশ। তবে নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার প্রকাশিত হালনাগাদ তথ্যে দেখা গেছে, জুলাই-আগস্টে এনবিআর রাজস্ব আহরণ করেছে ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা। লক্ষ্যমাত্রা ছিল ৬১ হাজার ২৬ কোটি টাকা। অর্থাৎ লক্ষ্য থেকে পিছিয়ে রয়েছে প্রায় ৬ হাজার ৫৭৭ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে রাজস্ব আহরণ হয়েছিল ৪৫ হাজার ৫ কোটি টাকা।
একক মাস হিসেবে আগস্টে রাজস্ব আহরণ হয়েছে ২৭ হাজার ১৭৪ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১৭ দশমিক ৬৯ শতাংশ বেশি।
রাজস্ব আহরণের খাতভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, এবারও ভ্যাট থেকে সর্বোচ্চ রাজস্ব এসেছে। ভ্যাট খাতে আদায় হয়েছে ২২ হাজার ৪৩৭ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৩৩ দশমিক ১৩ শতাংশ প্রবৃদ্ধি। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি রাজস্ব এসেছে একমাত্র এই খাতেই।
কাস্টমস খাত থেকে এসেছে ১৭ হাজার ২৪৮ কোটি টাকা। এতে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৬১ শতাংশ, তবে লক্ষ্যমাত্রার চেয়ে কম। আয়করে প্রবৃদ্ধি হয়েছে ২৩ দশমিক ০৯ শতাংশ; আদায় হয়েছে ১৪ হাজার ৭৩৮ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতিপূর্ণ।
চলতি অর্থবছরের মোট বাজেট ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এর মধ্যে এনবিআরের মাধ্যমে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা।
সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫
চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই-আগস্ট) রাজস্ব আহরণে প্রবৃদ্ধি হয়েছে ২০ দশমিক ৯৩ শতাংশ। তবে নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ করতে পারেনি জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
রোববার প্রকাশিত হালনাগাদ তথ্যে দেখা গেছে, জুলাই-আগস্টে এনবিআর রাজস্ব আহরণ করেছে ৫৪ হাজার ৪২৩ কোটি টাকা। লক্ষ্যমাত্রা ছিল ৬১ হাজার ২৬ কোটি টাকা। অর্থাৎ লক্ষ্য থেকে পিছিয়ে রয়েছে প্রায় ৬ হাজার ৫৭৭ কোটি টাকা। আগের অর্থবছরের একই সময়ে রাজস্ব আহরণ হয়েছিল ৪৫ হাজার ৫ কোটি টাকা।
একক মাস হিসেবে আগস্টে রাজস্ব আহরণ হয়েছে ২৭ হাজার ১৭৪ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ১৭ দশমিক ৬৯ শতাংশ বেশি।
রাজস্ব আহরণের খাতভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, এবারও ভ্যাট থেকে সর্বোচ্চ রাজস্ব এসেছে। ভ্যাট খাতে আদায় হয়েছে ২২ হাজার ৪৩৭ কোটি টাকা, যা আগের বছরের তুলনায় ৩৩ দশমিক ১৩ শতাংশ প্রবৃদ্ধি। নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়েও বেশি রাজস্ব এসেছে একমাত্র এই খাতেই।
কাস্টমস খাত থেকে এসেছে ১৭ হাজার ২৪৮ কোটি টাকা। এতে প্রবৃদ্ধি হয়েছে ৬ দশমিক ৬১ শতাংশ, তবে লক্ষ্যমাত্রার চেয়ে কম। আয়করে প্রবৃদ্ধি হয়েছে ২৩ দশমিক ০৯ শতাংশ; আদায় হয়েছে ১৪ হাজার ৭৩৮ কোটি টাকা, যা লক্ষ্যমাত্রার তুলনায় ঘাটতিপূর্ণ।
চলতি অর্থবছরের মোট বাজেট ৭ লাখ ৯০ হাজার কোটি টাকা। এর মধ্যে এনবিআরের মাধ্যমে রাজস্ব আয়ের লক্ষ্য ধরা হয়েছে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা।