ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল সবগুলো মূল্যসূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। লেনদেনে যেকটি সিকিউরিটিজের দর কমেছে, তার চেয়ে দ্বিগুণ বেশি সংখ্যকের দর বেড়েছে। তবে এক্সচেঞ্জটির সার্বিক লেনদেন ৩ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৪৭ পয়েন্টে অবস্থান নিয়েছে। গতকাল সোমবার লেনদেন শেষে সূচকটি ৫ হাজার ৩৩৭ পয়েন্টে ছিল। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫২ পয়েন্টে এবং ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে ২ হাজার ৭৩ পয়েন্টে অবস্থান নিয়েছে।
মঙ্গলবার,(২৩ সেপ্টেম্বর ২০২৫) ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৩৩টির। বিপরীতে কমেছে ১০১টির। আর ৬১টির দর অপরিবর্তিত ছিল। ডিএসইতে গতকাল মোট ৪৬৭ কোটি ৬০ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এই লেনদেন গত ২৫ জনের পর সর্বনিম্ন। ওইদিন এক্সচেঞ্জটির লেনদেন হয়েছিল ৪১৩ কোটি ২১ লাখ টাকা। এরপর এক্সচেঞ্জটিতে আর ৪৬৭ কোটি টাকার নিচে লেনদেন হয়নি। মঙ্গলবার এক্সচেঞ্জটির লেনদেন হয়েছিল ৫৪৪ কোটি ৭৯ লাখ টাকা।
গতকাল ঢাকার পুঁজিবাজারে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট ২০ কোটি ৪০ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। মঙ্গলবার ২৭ কোটি ৩১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়ে লেনদেন তালিকায় শীর্ষে ছিল ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসইতে সূচক বাড়লে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার সবগুলো মূল্যসূচকে পতন হয়েছে। এক্সচেঞ্জটির লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ সিকিউরিটিজের দর কমার পাশাপাশি লেনদেনের পরিমাণেও ভাটা পড়েছে। সিএসইর সার্বিক সূচক সিএসপিআই ৫৩ পয়েন্ট কমে ১৫ হাজার ২৫ পয়েন্টে নেমেছে। আর সিএসসিএক্স সূচকটি ৩০ পয়েন্ট কমে ৯ হাজার ২৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে মোট ২১০টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৯০টির দর বেড়েছে। কমেছে ৯৯টির। আর ২১টির দর দিন শেষে অপরিবর্তিত ছিল।
মঙ্গলবার এক্সচেঞ্জটিতে সার্বিক লেনদেন হয়েছে ১২ কোটি ৭১ লাখ টাকা। আগের দিন ২০ কোটি ৬০ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছিল। অর্থাৎ দিনের ব্যবধানে সিএসইর লেনদেন কমেছে ৭ কোটি ৮৯ লাখ টাকা।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর ২০২৫
দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস গতকাল সবগুলো মূল্যসূচকের সামান্য উত্থানে লেনদেন শেষ হয়েছে। লেনদেনে যেকটি সিকিউরিটিজের দর কমেছে, তার চেয়ে দ্বিগুণ বেশি সংখ্যকের দর বেড়েছে। তবে এক্সচেঞ্জটির সার্বিক লেনদেন ৩ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমেছে।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, ডিএসইর প্রধান মূল্যসূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ১০ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৩৪৭ পয়েন্টে অবস্থান নিয়েছে। গতকাল সোমবার লেনদেন শেষে সূচকটি ৫ হাজার ৩৩৭ পয়েন্টে ছিল। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ডিএসইএস ২ পয়েন্ট বেড়ে ১ হাজার ১৫২ পয়েন্টে এবং ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ১ পয়েন্ট কমে ২ হাজার ৭৩ পয়েন্টে অবস্থান নিয়েছে।
মঙ্গলবার,(২৩ সেপ্টেম্বর ২০২৫) ডিএসইর লেনদেনে অংশ নেওয়া ৩৯৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের মধ্যে দর বেড়েছে ২৩৩টির। বিপরীতে কমেছে ১০১টির। আর ৬১টির দর অপরিবর্তিত ছিল। ডিএসইতে গতকাল মোট ৪৬৭ কোটি ৬০ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। এই লেনদেন গত ২৫ জনের পর সর্বনিম্ন। ওইদিন এক্সচেঞ্জটির লেনদেন হয়েছিল ৪১৩ কোটি ২১ লাখ টাকা। এরপর এক্সচেঞ্জটিতে আর ৪৬৭ কোটি টাকার নিচে লেনদেন হয়নি। মঙ্গলবার এক্সচেঞ্জটির লেনদেন হয়েছিল ৫৪৪ কোটি ৭৯ লাখ টাকা।
গতকাল ঢাকার পুঁজিবাজারে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে সামিট অ্যালায়েন্স পোর্ট লিমিটেডের শেয়ার। কোম্পানিটির মোট ২০ কোটি ৪০ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছে। মঙ্গলবার ২৭ কোটি ৩১ লাখ টাকার শেয়ার হাতবদল হয়ে লেনদেন তালিকায় শীর্ষে ছিল ট্রাস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।
ডিএসইতে সূচক বাড়লে অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার সবগুলো মূল্যসূচকে পতন হয়েছে। এক্সচেঞ্জটির লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ সিকিউরিটিজের দর কমার পাশাপাশি লেনদেনের পরিমাণেও ভাটা পড়েছে। সিএসইর সার্বিক সূচক সিএসপিআই ৫৩ পয়েন্ট কমে ১৫ হাজার ২৫ পয়েন্টে নেমেছে। আর সিএসসিএক্স সূচকটি ৩০ পয়েন্ট কমে ৯ হাজার ২৪৩ পয়েন্টে দাঁড়িয়েছে। সিএসইতে মোট ২১০টি শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। এর মধ্যে ৯০টির দর বেড়েছে। কমেছে ৯৯টির। আর ২১টির দর দিন শেষে অপরিবর্তিত ছিল।
মঙ্গলবার এক্সচেঞ্জটিতে সার্বিক লেনদেন হয়েছে ১২ কোটি ৭১ লাখ টাকা। আগের দিন ২০ কোটি ৬০ লাখ টাকার সিকিউরিটিজ লেনদেন হয়েছিল। অর্থাৎ দিনের ব্যবধানে সিএসইর লেনদেন কমেছে ৭ কোটি ৮৯ লাখ টাকা।