স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকী স্মরণ
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকী স্মরণে ‘ছাপ্পান্ন হাজার স্কয়ার মাইলজুড়ে’ শীর্ষক মোবাইল হেলথকেয়ার উদ্যোগ চালু করেছে প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে বুধবার রাজধানীর গুলশানের স্যামসন সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় নতুন এ উদ্যোগের ঘোষণা দেন স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। অনুষ্ঠানে স্কয়ার পরিবারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্কয়ার গ্রুপের এ উদ্যোগ দেশের অনগ্রসর অঞ্চলে মোবাইল ক্লিনিক ও টেলিমেডিসিনের মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে দেবে। এর সেবা কার্যক্রমের মধ্যে রয়েছে সুস্থ জীবনযাপন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, বয়স্ক নাগরিকদের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা, মা ও শিশুর যত্ন, সাধারণ রোগের প্রাথমিক পরীক্ষা ও চিকিৎসা এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, স্যামসন এইচ চৌধুরী আজীবন দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চেয়েছেন। তার এ স্বপ্নের ধারাবাহিকতায় এ উদ্যোগের নাম রাখা হয়েছে ‘ছাপ্পান্ন হাজার স্কয়ার মাইলজুড়ে’, যা দেশের প্রতিটি প্রান্তে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার প্রতীক।
এ উদ্যোগ প্রসঙ্গে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী বলেন, ‘আমরা বিশ্বাস করি স্বাস্থ্যসেবা কারো জন্য বিশেষ সুবিধা নয়, এটি সবার মৌলিক অধিকার। মোবাইল হেলথকেয়ারের মাধ্যমে আমরা চিকিৎসক, ওষুধ ও ডায়াগনস্টিক সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলে বসবাসকারী মানুষদের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার মাধ্যমেই একটি সুস্থ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’
তিনি জানান, স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ও কমিউনিটি নেতাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ উদ্যোগ পরিচালিত হবে, যাতে দীর্ঘমেয়াদে এর কার্যকারিতা ও স্থায়িত্ব নিশ্চিত হয়। এ উদ্যোগ সম্পূর্ণ অলাভজনক ও স্বেচ্ছাসেবামূলক।
তপন চৌধুরী বলেন, ‘স্যামসান এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে আমাদের দীর্ঘমেয়াদি একটি পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে একটি মোবাইল হাসপাতাল উদ্বোধন করা হবে।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশের বেশির ভাগ মানুষ স্যামসন এইচ চৌধুরীর নাম শুনেছেন। আমরা যারা এ বৃহত্তর পরিবারের সন্তান, আমাদের প্রতিদিনের কাজের মধ্যেই তার চিন্তাধারা প্রতিফলিত হয়। আমাদের সব প্রতিষ্ঠানেই তার আদর্শ ও চিন্তাধারা প্রতিফলিত হচ্ছে।’
স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জানান, দেশব্যাপী মোবাইল স্বাস্থ্যসেবার গাড়িটি মুভ করবে।
বিশেষ করে ঢাকা ও তার আশপাশের নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য হাসপাতালটি কাজ করবে। এছাড়া শিল্পাঞ্চলগুলোয়, বিশেষ করে পোশাক খাতের শ্রমিকদের স্বাস্থ্যসেবা দেয়া হবে। এছাড়া নারীদের বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে নারী চিকিৎসকরা কাজ করবেন। এসবই একটি ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত হবে।
স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকী স্মরণ
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
স্কয়ার গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান প্রয়াত স্যামসন এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকী স্মরণে ‘ছাপ্পান্ন হাজার স্কয়ার মাইলজুড়ে’ শীর্ষক মোবাইল হেলথকেয়ার উদ্যোগ চালু করেছে প্রতিষ্ঠানটি। এ উপলক্ষে বুধবার রাজধানীর গুলশানের স্যামসন সেন্টারে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ সময় নতুন এ উদ্যোগের ঘোষণা দেন স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী। অনুষ্ঠানে স্কয়ার পরিবারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্কয়ার গ্রুপের এ উদ্যোগ দেশের অনগ্রসর অঞ্চলে মোবাইল ক্লিনিক ও টেলিমেডিসিনের মাধ্যমে স্বাস্থ্যসেবা পৌঁছে দেবে। এর সেবা কার্যক্রমের মধ্যে রয়েছে সুস্থ জীবনযাপন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, বয়স্ক নাগরিকদের জন্য প্রাথমিক স্বাস্থ্যসেবা, মা ও শিশুর যত্ন, সাধারণ রোগের প্রাথমিক পরীক্ষা ও চিকিৎসা এবং বিনামূল্যে ওষুধ সরবরাহ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, স্যামসন এইচ চৌধুরী আজীবন দেশের প্রতিটি মানুষের জন্য সহজলভ্য ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চেয়েছেন। তার এ স্বপ্নের ধারাবাহিকতায় এ উদ্যোগের নাম রাখা হয়েছে ‘ছাপ্পান্ন হাজার স্কয়ার মাইলজুড়ে’, যা দেশের প্রতিটি প্রান্তে মানসম্পন্ন স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার প্রতীক।
এ উদ্যোগ প্রসঙ্গে স্কয়ার ফার্মাসিউটিক্যালসের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী বলেন, ‘আমরা বিশ্বাস করি স্বাস্থ্যসেবা কারো জন্য বিশেষ সুবিধা নয়, এটি সবার মৌলিক অধিকার। মোবাইল হেলথকেয়ারের মাধ্যমে আমরা চিকিৎসক, ওষুধ ও ডায়াগনস্টিক সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। দেশের সবচেয়ে ঝুঁকিপূর্ণ অঞ্চলে বসবাসকারী মানুষদের দোরগোড়ায় মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেয়ার মাধ্যমেই একটি সুস্থ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।’
তিনি জানান, স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ ও কমিউনিটি নেতাদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ উদ্যোগ পরিচালিত হবে, যাতে দীর্ঘমেয়াদে এর কার্যকারিতা ও স্থায়িত্ব নিশ্চিত হয়। এ উদ্যোগ সম্পূর্ণ অলাভজনক ও স্বেচ্ছাসেবামূলক।
তপন চৌধুরী বলেন, ‘স্যামসান এইচ চৌধুরীর জন্মশতবার্ষিকী উপলক্ষে আমাদের দীর্ঘমেয়াদি একটি পরিকল্পনা রয়েছে। এর অংশ হিসেবে একটি মোবাইল হাসপাতাল উদ্বোধন করা হবে।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশের বেশির ভাগ মানুষ স্যামসন এইচ চৌধুরীর নাম শুনেছেন। আমরা যারা এ বৃহত্তর পরিবারের সন্তান, আমাদের প্রতিদিনের কাজের মধ্যেই তার চিন্তাধারা প্রতিফলিত হয়। আমাদের সব প্রতিষ্ঠানেই তার আদর্শ ও চিন্তাধারা প্রতিফলিত হচ্ছে।’
স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জানান, দেশব্যাপী মোবাইল স্বাস্থ্যসেবার গাড়িটি মুভ করবে।
বিশেষ করে ঢাকা ও তার আশপাশের নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য হাসপাতালটি কাজ করবে। এছাড়া শিল্পাঞ্চলগুলোয়, বিশেষ করে পোশাক খাতের শ্রমিকদের স্বাস্থ্যসেবা দেয়া হবে। এছাড়া নারীদের বিভিন্ন শারীরিক সমস্যা নিয়ে নারী চিকিৎসকরা কাজ করবেন। এসবই একটি ফাউন্ডেশনের মাধ্যমে পরিচালিত হবে।