ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
চট্টগ্রামে ‘বাংলাদেশ বিজনেস আউটলুক: দ্য প্রায়োরিটিজ অ্যাহেড’ শীর্ষক সংলাপে ব্যবসায়ীরা অর্থনৈতিক ভবিষ্যতের জন্য ‘বিকেন্দ্রীকরণের’ আহ্বান জানিয়েছেন। এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেড ও পলিসি এক্সচেঞ্জ, বাংলাদেশের যৌথ উদ্যোগে এ সংলাপ হয়। এতে কর ব্যবস্থা, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বিনিয়োগ সক্ষমতা বিষয়ে জরুরি সংস্কারের ওপর জোর দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা চট্টগ্রামের জন্য ‘বৃহত্তর বিকেন্দ্রীকরণে’ বিশেষভাবে জোর দেন এবং বন্দর নগরীকে জাতীয় প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে তুলে ধরেন। এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেডের পরিচালক জেরীন মাহমুদ হোসেন সংলাপের সূচনা করেন এবং শক্তিশালী সরকারি-বেসরকারি সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। পলিসি এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম. মাসরুর রিয়াজ অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য প্রমাণভিত্তিক নীতিনির্ধারণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।পলিসি এক্সচেঞ্জের অর্থনীতিবিদ হাসনাত আলম স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির জন্য আর্থিক অগ্রাধিকারগুলো বর্ণনা করেন। আর এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক স্নেহাশিষ বড়ুয়া কর ব্যবস্থা ও উদীয়মান নীতিগত চ্যালেঞ্জগুলো নিয়ে বেসরকারি খাতের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
সংলাপে বাংলাদেশের অর্থনৈতিক ও ব্যবসায়িক প্রেক্ষাপটের বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তুলে ধরা হয়।
অংশগ্রহণকারীরা আরও দক্ষ বন্দর ব্যবস্থাপনার প্রয়োজনীয়তায় জোর দেন। এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেডের পরিচালক সুকান্ত ভট্টাচার্য সংলাপের মূল সারসংক্ষেপ তুলে ধরেন। এতে ইউসিইপি বাংলাদেশ, বিএসআরএম, এইচএসবিসি, হিদারামানি অ্যাপারেল বাংলাদেশ, প্যাসিফিক জিন্স গ্রুপ, সিপিডিএল, এমএএস ইনটিমেটস বাংলাদেশ (প্রা.) লিমিটেড, আরএসজিটি চিটাগং, মেরিডিয়ান গ্রুপ, দ্য উলমার্ক কোম্পানি, থিয়ানিস অ্যাপারেল, মোস্তফা গার্মেন্টস ইন্ড. লিমিটেড, টি কে গ্রুপ, এলিট পেইন্ট এবং অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত
বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
চট্টগ্রামে ‘বাংলাদেশ বিজনেস আউটলুক: দ্য প্রায়োরিটিজ অ্যাহেড’ শীর্ষক সংলাপে ব্যবসায়ীরা অর্থনৈতিক ভবিষ্যতের জন্য ‘বিকেন্দ্রীকরণের’ আহ্বান জানিয়েছেন। এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেড ও পলিসি এক্সচেঞ্জ, বাংলাদেশের যৌথ উদ্যোগে এ সংলাপ হয়। এতে কর ব্যবস্থা, সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বিনিয়োগ সক্ষমতা বিষয়ে জরুরি সংস্কারের ওপর জোর দেওয়া হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়। অংশগ্রহণকারীরা চট্টগ্রামের জন্য ‘বৃহত্তর বিকেন্দ্রীকরণে’ বিশেষভাবে জোর দেন এবং বন্দর নগরীকে জাতীয় প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে তুলে ধরেন। এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেডের পরিচালক জেরীন মাহমুদ হোসেন সংলাপের সূচনা করেন এবং শক্তিশালী সরকারি-বেসরকারি সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেন। পলিসি এক্সচেঞ্জের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এম. মাসরুর রিয়াজ অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের জন্য প্রমাণভিত্তিক নীতিনির্ধারণের প্রয়োজনীয়তা তুলে ধরেন।পলিসি এক্সচেঞ্জের অর্থনীতিবিদ হাসনাত আলম স্থিতিশীলতা ও প্রবৃদ্ধির জন্য আর্থিক অগ্রাধিকারগুলো বর্ণনা করেন। আর এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক স্নেহাশিষ বড়ুয়া কর ব্যবস্থা ও উদীয়মান নীতিগত চ্যালেঞ্জগুলো নিয়ে বেসরকারি খাতের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন।
সংলাপে বাংলাদেশের অর্থনৈতিক ও ব্যবসায়িক প্রেক্ষাপটের বেশ কিছু গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ তুলে ধরা হয়।
অংশগ্রহণকারীরা আরও দক্ষ বন্দর ব্যবস্থাপনার প্রয়োজনীয়তায় জোর দেন। এসএমএসি অ্যাডভাইজরি সার্ভিসেস লিমিটেডের পরিচালক সুকান্ত ভট্টাচার্য সংলাপের মূল সারসংক্ষেপ তুলে ধরেন। এতে ইউসিইপি বাংলাদেশ, বিএসআরএম, এইচএসবিসি, হিদারামানি অ্যাপারেল বাংলাদেশ, প্যাসিফিক জিন্স গ্রুপ, সিপিডিএল, এমএএস ইনটিমেটস বাংলাদেশ (প্রা.) লিমিটেড, আরএসজিটি চিটাগং, মেরিডিয়ান গ্রুপ, দ্য উলমার্ক কোম্পানি, থিয়ানিস অ্যাপারেল, মোস্তফা গার্মেন্টস ইন্ড. লিমিটেড, টি কে গ্রুপ, এলিট পেইন্ট এবং অন্যান্য প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।