স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিক্স বাংলাদেশে তাদের নতুন মডেল জিটি ৩০ উন্মোচন করেছে। এই ফোনটি মূলত মোবাইল গেমারদের জন্য তৈরি করা হয়েছে। ফোনটিতে শক্তিশালী প্রসেসর, ভালো ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি সুবিধা দেওয়া হয়েছে। বাংলাদেশে ইস্পোর্টস ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। তরুণ গেমারদের একইসঙ্গে চাই উচ্চ ক্ষমতার ডিভাইস, আবার বাজেট ফ্রেন্ডলি ফোন।
জিটি ৩০ এর অন্যতম আকর্ষন হলো এর ডুয়াল ক্যাপাসিটিভ শোল্ডার ট্রিগার। কাস্টমাইজযোগ্য ম্যাপিং এবং মিলিসেকেন্ড লেভেলের প্রতিক্রিয়ার মাধ্যমে এই ট্রিগারগুলো গেমারদের ইস্পোর্টস গেমে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক সুবিধা দেয়।
মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ ৫জি চিপসেট সমৃদ্ধ ফোনটিতে রয়েছে এআই ফ্রেম রিসকিউ প্রযুক্তি, যা ফ্রেম রেট স্থিতিশীল রাখতে সাহায্য করে এবং ৩ডিভিসিসি কুলিং সিস্টেম, যা দীর্ঘ সময় গেম খেলাকালে সর্বোচ্চ পারফরম্যান্স বজায় রাখে। এর ১.৫কে এ্যামোলেড ডিসপ্লে, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪৫০০ নিট পর্যন্ত উজ্জ্বলতা দেয়। এতে ২৫টির বেশি এআই-চালিত ফিচার রয়েছে। এর ফলে ফোনটি শুধু গেমিং নয়, দৈনন্দিন ব্যবহারের জন্যও সমানভাবে উপযোগী। ডিভাইসটি শ্যাডো অ্যাশ, ব্লেড হোয়াইট, সাইবার ব্লু এবং পালস গ্রিন এই চারটি রংয়ে এখন দেশের বাজারে পাওয়া যাচ্ছে। এর মূল্য ৩০,৯৯৯ টাকা।
সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান ইনফিনিক্স বাংলাদেশে তাদের নতুন মডেল জিটি ৩০ উন্মোচন করেছে। এই ফোনটি মূলত মোবাইল গেমারদের জন্য তৈরি করা হয়েছে। ফোনটিতে শক্তিশালী প্রসেসর, ভালো ক্যামেরা এবং দীর্ঘস্থায়ী ব্যাটারি সুবিধা দেওয়া হয়েছে। বাংলাদেশে ইস্পোর্টস ক্রমেই জনপ্রিয় হয়ে উঠছে। তরুণ গেমারদের একইসঙ্গে চাই উচ্চ ক্ষমতার ডিভাইস, আবার বাজেট ফ্রেন্ডলি ফোন।
জিটি ৩০ এর অন্যতম আকর্ষন হলো এর ডুয়াল ক্যাপাসিটিভ শোল্ডার ট্রিগার। কাস্টমাইজযোগ্য ম্যাপিং এবং মিলিসেকেন্ড লেভেলের প্রতিক্রিয়ার মাধ্যমে এই ট্রিগারগুলো গেমারদের ইস্পোর্টস গেমে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক সুবিধা দেয়।
মিডিয়াটেক ডাইমেনসিটি ৭৪০০ ৫জি চিপসেট সমৃদ্ধ ফোনটিতে রয়েছে এআই ফ্রেম রিসকিউ প্রযুক্তি, যা ফ্রেম রেট স্থিতিশীল রাখতে সাহায্য করে এবং ৩ডিভিসিসি কুলিং সিস্টেম, যা দীর্ঘ সময় গেম খেলাকালে সর্বোচ্চ পারফরম্যান্স বজায় রাখে। এর ১.৫কে এ্যামোলেড ডিসপ্লে, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং ৪৫০০ নিট পর্যন্ত উজ্জ্বলতা দেয়। এতে ২৫টির বেশি এআই-চালিত ফিচার রয়েছে। এর ফলে ফোনটি শুধু গেমিং নয়, দৈনন্দিন ব্যবহারের জন্যও সমানভাবে উপযোগী। ডিভাইসটি শ্যাডো অ্যাশ, ব্লেড হোয়াইট, সাইবার ব্লু এবং পালস গ্রিন এই চারটি রংয়ে এখন দেশের বাজারে পাওয়া যাচ্ছে। এর মূল্য ৩০,৯৯৯ টাকা।