এই তিন মন্ত্রণালয় ও বিভাগ হলো স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, সংসদবিষয়ক সচিবালয়
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) তিনটি মন্ত্রণালয় ও বিভাগ কোনো টাকাও খরচ করতে পারেনি। তাদের মোট ২০টি প্রকল্পে বরাদ্দ ছিল ৪ হাজার ৯৩০ কোটি টাকা। এই বিপুল বরাদ্দ থাকা সত্ত্বেও কোনো টাকা খরচ করতে পারেননি এসব মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা। এই তিন মন্ত্রণালয় ও বিভাগ হলো স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, সংসদবিষয়ক সচিবালয়। সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) জুলাই-সেপ্টেম্বর মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হালনাগাদ চিত্র প্রকাশ করেছে। সেখানে এই চিত্র পাওয়া গেছে। আইএমইডি সূত্রে জানা গেছে, এ বছরের এডিপিতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের মোট প্রকল্প আছে ১৪টি। এসব প্রকল্পে এ বছর বরাদ্দ আছে ৪ হাজার ৮০৯ কোটি টাকা। কিন্তু এই বিভাগ কোনো টাকা খরচ করতে পারেনি। একই দশা পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংসদবিষয়ক সচিবালয়েরও। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৪ প্রকল্পে ১২১ কোটি টাকা এবং সংসদ সচিবালয়ের এক প্রকল্পে ২০ লাখ টাকা বরাদ্দ আছে। কিন্তু এক টাকা খরচ করতে পারেননি এসব মন্ত্রণালয়ের কর্মকর্তারা। গত জুলাই-সেপ্টেম্বর মাসে এডিপি বাস্তবায়ন হার মাত্র ৫ দশমিক শূন্য ৯ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে সব মিলিয়ে ১২ হাজার ১৫৮ টাকা খরচ হয়েছে, যা আগের বছরের চেয়ে ১ হাজার ৫৭ কোটি টাকার মতো কম। চলতি অর্থবছরে ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি টাকার এডিপি নেওয়া হয়েছে। ১ হাজার ১৯৮টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
এই তিন মন্ত্রণালয় ও বিভাগ হলো স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, সংসদবিষয়ক সচিবালয়
সোমবার, ২৭ অক্টোবর ২০২৫
চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) তিনটি মন্ত্রণালয় ও বিভাগ কোনো টাকাও খরচ করতে পারেনি। তাদের মোট ২০টি প্রকল্পে বরাদ্দ ছিল ৪ হাজার ৯৩০ কোটি টাকা। এই বিপুল বরাদ্দ থাকা সত্ত্বেও কোনো টাকা খরচ করতে পারেননি এসব মন্ত্রণালয় ও বিভাগের কর্মকর্তারা। এই তিন মন্ত্রণালয় ও বিভাগ হলো স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ, পররাষ্ট্র মন্ত্রণালয়, সংসদবিষয়ক সচিবালয়। সম্প্রতি পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগ (আইএমইডি) জুলাই-সেপ্টেম্বর মাসের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়নের হালনাগাদ চিত্র প্রকাশ করেছে। সেখানে এই চিত্র পাওয়া গেছে। আইএমইডি সূত্রে জানা গেছে, এ বছরের এডিপিতে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের মোট প্রকল্প আছে ১৪টি। এসব প্রকল্পে এ বছর বরাদ্দ আছে ৪ হাজার ৮০৯ কোটি টাকা। কিন্তু এই বিভাগ কোনো টাকা খরচ করতে পারেনি। একই দশা পররাষ্ট্র মন্ত্রণালয় ও সংসদবিষয়ক সচিবালয়েরও। পররাষ্ট্র মন্ত্রণালয়ের ৪ প্রকল্পে ১২১ কোটি টাকা এবং সংসদ সচিবালয়ের এক প্রকল্পে ২০ লাখ টাকা বরাদ্দ আছে। কিন্তু এক টাকা খরচ করতে পারেননি এসব মন্ত্রণালয়ের কর্মকর্তারা। গত জুলাই-সেপ্টেম্বর মাসে এডিপি বাস্তবায়ন হার মাত্র ৫ দশমিক শূন্য ৯ শতাংশ। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে সব মিলিয়ে ১২ হাজার ১৫৮ টাকা খরচ হয়েছে, যা আগের বছরের চেয়ে ১ হাজার ৫৭ কোটি টাকার মতো কম। চলতি অর্থবছরে ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি টাকার এডিপি নেওয়া হয়েছে। ১ হাজার ১৯৮টি প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।