চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে রাজস্ব আদায়ের পরিমাণ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৫ শতাংশ বেড়েছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরিসংখ্যানে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে এক লাখ ১৯ হাজার ৪৭৮ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে।
গত অর্থবছরের এই সময়টায় দেশে চলছিল তুমুল অস্থিরতা। জুলাই অভ্যুত্থান আর ক্ষমতার পালাবদলের মধ্যে সহিংসতা আর অনিশ্চয়তায় দেশের অর্থনীতি একপ্রকার স্থবির হয়ে পড়েছিল। ওই পরিস্থিতির মধ্যে ২০২৪-২৫ অর্থবছের প্রথম চার মাসে এক লাখ তিন হাজার ৪০৯ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল। সেই হিসেবে চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ৫৪ শতাংশ।
চলতি অর্থবছরের প্রথম চার মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৬ হাজার ৬৯৭ দশমিক ৭ কোটি টাকা। সেই হিসেবে লক্ষ্যমাত্রা থেকে ১৭ হাজার কোটি টাকা পিছিয়ে রয়েছে এনবিআর। এ সময় সবচেয়ে বেশি প্রবৃদ্ধি মিলেছে স্থানীয় পর্যায়ের মূল্য সংযোজন কর খাতে। আহরণ হয়েছে ৪৬ হাজার ৮৭৮ কোটি টাকা; আর প্রবৃদ্ধি হয়েছে ২৪ দশমিক ৭৮ শতাংশ। ২০২৫-২০২৬ অর্থবছরের প্রথম চার মাসে আয়কর ও ভ্রমণ কর খাতে রাজস্ব আদায় হয়েছে ৩৭ হাজার ৮৪৯ কোটি টাকা; প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ১১ শতাংশ। আমদানি ও রপ্তানি খাতে ২০২৫-২০২৬ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে ৩৪ হাজার ৭৫১ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৫৩ শতাংশ বেশি। গত ২০২৪-২৫ অর্থবছরে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকার রাজস্ব আহরণ হয়, যা তার আগের অর্থবছরের চেয়ে মাত্র ২ দশমিক ২৩ শতাংশ বেশি। চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা যা জিডিপির ৯ শতাংশ।
এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর মাধ্যমে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৬৫ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে।
ইপেপার
জাতীয়
সারাদেশ
আন্তর্জাতিক
নগর-মহানগর
খেলা
বিজ্ঞান ও প্রযুক্তি
শিক্ষা
অর্থ-বাণিজ্য
সংস্কৃতি
ক্যাম্পাস
মিডিয়া
অপরাধ ও দুর্নীতি
রাজনীতি
শোক ও স্মরন
প্রবাস
নারীর প্রতি সহিংসতা
বিনোদন
সম্পাদকীয়
উপ-সম্পাদকীয়
মুক্ত আলোচনা
চিঠিপত্র
পাঠকের চিঠি
শুক্রবার, ২১ নভেম্বর ২০২৫
চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে রাজস্ব আদায়ের পরিমাণ গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১৫ দশমিক ৫ শতাংশ বেড়েছে। গতকাল বৃহস্পতিবার প্রকাশিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) পরিসংখ্যানে দেখা যায়, ২০২৫-২৬ অর্থবছরের প্রথম চার মাসে এক লাখ ১৯ হাজার ৪৭৮ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে।
গত অর্থবছরের এই সময়টায় দেশে চলছিল তুমুল অস্থিরতা। জুলাই অভ্যুত্থান আর ক্ষমতার পালাবদলের মধ্যে সহিংসতা আর অনিশ্চয়তায় দেশের অর্থনীতি একপ্রকার স্থবির হয়ে পড়েছিল। ওই পরিস্থিতির মধ্যে ২০২৪-২৫ অর্থবছের প্রথম চার মাসে এক লাখ তিন হাজার ৪০৯ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছিল। সেই হিসেবে চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ১৫ দশমিক ৫৪ শতাংশ।
চলতি অর্থবছরের প্রথম চার মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩৬ হাজার ৬৯৭ দশমিক ৭ কোটি টাকা। সেই হিসেবে লক্ষ্যমাত্রা থেকে ১৭ হাজার কোটি টাকা পিছিয়ে রয়েছে এনবিআর। এ সময় সবচেয়ে বেশি প্রবৃদ্ধি মিলেছে স্থানীয় পর্যায়ের মূল্য সংযোজন কর খাতে। আহরণ হয়েছে ৪৬ হাজার ৮৭৮ কোটি টাকা; আর প্রবৃদ্ধি হয়েছে ২৪ দশমিক ৭৮ শতাংশ। ২০২৫-২০২৬ অর্থবছরের প্রথম চার মাসে আয়কর ও ভ্রমণ কর খাতে রাজস্ব আদায় হয়েছে ৩৭ হাজার ৮৪৯ কোটি টাকা; প্রবৃদ্ধি হয়েছে ১৬ দশমিক ১১ শতাংশ। আমদানি ও রপ্তানি খাতে ২০২৫-২০২৬ অর্থবছরের জুলাই-অক্টোবর সময়ে ৩৪ হাজার ৭৫১ কোটি টাকার রাজস্ব আদায় হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৫৩ শতাংশ বেশি। গত ২০২৪-২৫ অর্থবছরে ৪ লাখ ৬৩ হাজার ৫০০ কোটি টাকার রাজস্ব আহরণ হয়, যা তার আগের অর্থবছরের চেয়ে মাত্র ২ দশমিক ২৩ শতাংশ বেশি। চলতি ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে রাজস্ব লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা যা জিডিপির ৯ শতাংশ।
এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এর মাধ্যমে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস থেকে ৬৫ হাজার কোটি টাকা সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে।