অর্থনৈতিক বার্তা পরিবেশক

রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫

ঋণ খেলাপিদের শেয়ার নিয়ে নেয়ার পরিকল্পনা করেছিলাম, কাজে দেয়নি: ওয়াহিদউদ্দিন মাহমুদ

image

ঋণ খেলাপিদের শেয়ার নিয়ে নেয়ার পরিকল্পনা করেছিলাম, কাজে দেয়নি: ওয়াহিদউদ্দিন মাহমুদ

রোববার, ০৭ ডিসেম্বর ২০২৫
অর্থনৈতিক বার্তা পরিবেশক

বিশ্বের বিভিন্ন দেশের সরকারের মতো ঋণ খেলাপিদের ব্যবসার শেয়ার নিয়ে নেওয়ার পরিকল্পনা করেছিলেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। তবে বই পড়ে পাওয়া এই ধারণা ‘কাজে দেয়নি’ দেশের খেলাপিদের কৌশলের কাছে।

ওয়াহিদের ভাষ্যে, ‘আমাদের প্রথম ধারণা ছিল যে, আমার এই বইতে (হাতে থাকা বই) আছে যে, মালিকরা যখন ইয়ে (ঋণের অর্থ) না দিয়ে বিদেশে অর্থ পাচার করেন এবং দেশে বলেন যে তারা ঋণ খেলাপি, তাদের টাকা দেওয়ার সামর্থ্য নাই-তখন সেই প্রতিষ্ঠানগুলোকে নতুন করে ঋণ দেওয়ার পরিবর্তে তাদের একটা শেয়ার আমরা নিয়ে নিই না কেন? সরকার নেয় না কেন? এবং পরবর্তীতে সেই শেয়ারটা থেকে যেই আয় হবে, সেটা সরকারের একটা আয় হবে। কিন্তু সরকার সেখানে কোনো শেয়ার বা শেয়ারের মালিক হিসেবে কোনো ইন্টারফেয়ারেন্স করতে পারবে না, ব্যবসা প্রতিষ্ঠান যেভাবে চলে সেভাবেই চলবে।’

বিভিন্ন দেশের উদাহরণ টেনে উপদেষ্টা বলেন, ‘আমার মাথায় ওই বই থেকে সেই ধারণা ছিল, আমি তো ঢুকেই (সরকারে এসেই) যে শেয়ার নিয়ে নিই না কেন? কিন্তু দেখা গেল, এই প্রতিষ্ঠানগুলোর মালিকরা বিদেশে চলে গেছেন, তারা শেয়ারও সব প্রায় বিক্রি করে গেছেন।

এমনকি তাদের সম্পত্তি বিক্রি করেও কোনো লাভ হবে না; কারণ সব সম্পত্তি বিদেশে কিনেছেন তারা। কাজেই আমি খুব আশাহত। আমি প্রথমেই ঢুকে ভেবেছিলাম আমার ওই বইটা— প্রয়োগ করব ফর্মুলাটা, সেটা আর হলো না।’

রোববার,(০৭ ডিসেম্বর ২০২৫) ঢাকার আগারগাঁওয়ে পর্যটন ভবনে বিআইডিসের বার্ষিক সম্মেলনে বক্তব্য দিচ্ছিলেন ওয়াহিদউদ্দিন মাহমুদ। পরিকল্পনা উপদেষ্টা নিজের লেখা দুটি বই হাতে নিয়ে বক্তব্য দিতে দাঁড়ান। এর মধ্যে এক বইয়ের তথ্যসূত্র ধরে বিভিন্ন দেশের ঋণ খেলাপ সংকট সমাধানের উদাহরণ টানছিলেন।

বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ এক প্রতিবেদনের বরাতে সংবাদমাধ্যমে খেলাপি ঋণ বেড়ে সাড়ে ৬ লাখ কোটি টাকায় গিয়ে ঠেকার খবর এসেছে। ত্রৈমাসিক ওই প্রতিবেদনে বলা হয়েছে, গত সেপ্টেম্বর পর্যন্ত ব্যাংক খাতে বিতরণ করা ঋণের পরিমাণ মোট ১৮ লাখ ৩ হাজার ৮৪০ টাকা, যার ৩৫.৭৩ শতাংশ এখন খেলাপি।

তিন মাসের ব্যবধানে খেলাপি ঋণ বেড়েছে ৩৬ হাজার ১৬৯ কোটি টাকা, গেল জুনে মোট খেলাপির পরিমাণ ছিল ৬ লাখ ৮ হাজার ৩৪৬ কোটি টাকা।

ঋণখেলাপিদের বড় অংশই আওয়ামী লীগ সরকার ঘনিষ্ঠ হওয়ায় পটপরিবর্তনের পর অনেকেই বিদেশে পাড়ি জমিয়েছেন। কেউ আবার মামলার মুখোমুখি হয়ে কারবন্দি রযেছেন। ঋণখেলাপি কমানো এবং বিভিন্ন অবৈধ আয় কমানোর ক্ষেত্রে ‘রাজনৈতিক সদিচ্ছা’ প্রয়োজন বলে মনে করেন পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন। তিনি এও বলেন, ‘এক্ষেত্রে কেবল অন্তর্বর্তী সরকারের সরকারের সংস্কার উদ্যোগই যথেষ্ট নয়। বিভিন্ন দেশের অভিজ্ঞতা থেকে শেষ পর্যন্ত দেখা গেছে যে—অবৈধ আয় কমাতে গেলে, রেন্ট সিকিং কমাতে গেলে, শেষ পর্যন্ত সেটা রাজনৈতিক সদিচ্ছার ওপরই নির্ভর করে। অতীত অভিজ্ঞতা থেকেও আমরা দেখেছি যে, অবৈধ আয়ের উপার্জনের যদি একটা রাজনৈতিক চাহিদা থাকে, তাহলে শুধু বিধিবিধান দিয়ে, নতুন আইন দিয়ে সেটাকে পুরোপুরি প্রতিরোধ করা যায় না। একটা উৎসকে আমি যদি বন্ধ করে দিই, তাহলে অন্য আরেকটা উৎসের সন্ধান খোঁজা হবে। অতীতে আমরা তাই দেখেছি।’

অবৈধ আয়ের জন্য শিক্ষার মান কমে যাওয়া এবং ঝড়ে পড়া শিক্ষার্থীদের ‘ক্যাডারভিত্তিক রাজনীতিতে’ জড়িয়ে চাঁদাবাজি ও অন্যান্য প্রবণতাকে দায় দিচ্ছেন ওয়াহিদউদ্দিন মাহমুদ। এ পরিস্থিতি উত্তরণে জবাবদিহিতা ও দায়িত্ববোধ দরকার বলে মনে করেন তিনি।

তিনি বলেন, ‘আগের আমলের মফস্বলের ডাক্তার, এলএমএএফ পাস করা ডাক্তার। তার জবাবদিহিতা হলো, সে ঠিক সময়ে অফিসে আসে কি না, রোগী দেখে কি না তা। কিন্তু সে যখন বাড়ি বাড়ি গিয়ে খোঁজ নেয় তার রোগীদের- সে কেমন আছে, খুব অসুস্থ রোগী এবং গরিব রোগী হলে তাকে কিছু পয়সা দিয়ে সাহায্য করে— সেটা তো জবাবদিহিতা না, সেটা তো দায়িত্ববোধ।’

পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন, ‘(একই কথা) প্রাইমারি শিক্ষকদের বেলাও। এখনকার প্রাইমারি শিক্ষকরা ছাত্রদেরকে জিম্মি রেখে পরীক্ষা বন্ধ করে স্ট্রাইকে গেছেন। আর আমার প্রাথমিক শিক্ষক যারা ছিলেন প্রাথমিক লেভেলে, তারা আমার বাসায় এসে খোঁজ নিতেন যে আমার অংকে কোনো সমস্যা হচ্ছে কি না, ইংরেজিতে কোনো সমস্যা হচ্ছে কি না। এটাও একটা...এটাই হলো দায়িত্ববোধ।’

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

» নভেম্বরে মূল্যস্ফীতি বেড়ে দাঁড়ালো ৮ দশমিক ২৯ শতাংশ

» জীবাশ্ম জ্বালানিতে এডিবির ঋণ ‘অর্থনৈতিক ঝুঁকি বাড়াচ্ছে’

» সূচকের পতনে ৬ মাসের মধ্যে সর্বনিম্ন লেনদেন

» এসএমই পণ্যের রপ্তানি বাড়াতে নতুন বাজার খুঁজতে হবে: শিল্প উপদেষ্টা

» বিভিন্ন দাবিতে বিজেএমসির কর্মকর্তা-কর্মচারীদের গেইট মিটিং

» ইউরোপে এক্সকে ১৪ কোটি ডলার জরিমানা

» রপ্তানিমুখী ১৫০টির বেশি সুপারির ট্রাক আটক বেনাপোল স্থলবন্দরে

» শেয়ারবাজারে মূলধন কমলো সাড়ে ৭ হাজার কোটি টাকা

» চীনের ইউনান প্রদেশের বাণিজ্য বিভাগের সঙ্গে ইপিবির সমঝোতা

» মেঘনা ব্যাংকের এমডি হলেন সৈয়দ মিজানুর রহমান

» যুক্তরাষ্ট্র থেকে এলো আরও ৬১ হাজার টন গম

» পর্যাপ্ত মজুদ সত্ত্বেও লাফিয়ে বাড়ছে পেঁয়াজের দাম

» নবায়নযোগ্য জ্বালানিতে খাতভিত্তিক নীতি কাঠামো প্রয়োজন, আলোচনায় বক্তারা

» ভরা মৌসুমেও সবজির দাম বাড়তি, হঠাৎ বেড়েছে পেঁয়াজ ও তেলের দাম

» পরপর চার মাস রপ্তানি কমেছে

» আইএলও’র কনভেনশন বাস্তবায়নের আহ্বান বিশেষজ্ঞদের

» সিগারেট কোম্পানির ৯ কোটি টাকার রাজস্ব ফাঁকি

» ঋণ খেলাপি কমাতে আংশিক অবলোপনে আরও ছাড় দিল বাংলাদেশ ব্যাংক

» ইতিহাসের সবচেয়ে তলানিতে ডলারের বিপরিতে ভারতের রুপির দাম

» নারী সঞ্চয় অ্যাকাউন্ট চালু করল সীমান্ত ব্যাংক