বিশ্বব্যাপী শিল্পখাতে ‘টোটাল কোয়ালিটি অ্যাসিউরেন্স’ সেবা প্রদানকারী প্রতিষ্ঠান ইন্টারটেক বাংলাদেশ তাদের পরীক্ষণ ও সার্টিফিকেশন সক্ষমতা আরও বিস্তৃত করেছে। আজ মঙ্গলবার গাজীপুরে অবস্থিত প্রতিষ্ঠানের অত্যাধুনিক স্থাপনায় হার্ড লাইন্স পণ্য, খেলনা এবং টেক্সটাইল পরীক্ষাগারের উদ্বোধনের মাধ্যমে বাংলাদেশের এই সক্ষমতা সম্প্রসারণ সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠানটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, এই সম্প্রসারণ ইন্টারটেক বাংলাদেশের অঙ্গীকারকে আরও সুসংহত করে- যা উৎপাদক, রপ্তানিকারক ও খুচরা ব্র্যান্ডগুলোর জন্য বিশ্বমানের গুণগতমান ও কমপ্লায়েন্স সমাধান নিশ্চিত করতে সহায়তা করবে।
নতুন পরীক্ষাগারগুলো খেলনা, হোমওয়্যার, জুয়েলারি, পার্সোনাল কেয়ার, লাগেজ, কসমেটিকস, ফুটওয়্যার এবং অন্যান্য হার্ড লাইন পণ্যের পরীক্ষণ, পরিদর্শন ও সার্টিফিকেশন সেবা প্রদান করবে। এসব সেবা আন্তর্জাতিকভাবে স্বীকৃত মান অনুসরণ করে পণ্যের নিরাপত্তা, গুণগত মান এবং বিশ্ববাজারে প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি করবে।
ইন্টারটেকের দক্ষিণ এশিয়া আঞ্চলিক ম্যানেজিং ডিরেক্টর অজয় কাপুর বলেন, “বাংলাদেশে আমাদের হার্ড লাইন্স পণ্য, খেলনা ও টেক্সটাইল পরীক্ষণের এই সম্প্রসারণ দক্ষিণ এশিয়ায় ইন্টারটেকের সেবাদান সক্ষমতার উৎকর্ষতার ধারাবাহিক বিনিয়োগের প্রতিফলন। বিশ্বমানের গ্রাহকদের আরও কাছাকাছি থেকে একই মান বজায় রেখে স্থানীয়ভাবে সেবা দিতে পারা আমাদের বড় অর্জন। আমরা গ্রাহকদের পণ্যে নিরাপত্তা ও গুণগত মানের মানদ- পূরণে কার্যকর সহায়তা দিতে পারবো।”
ইন্টারটেক বাংলাদেশের কান্ট্রি ম্যানেজিং ডিরেক্টর নিয়ামুল হাসান বলেন, “হার্ড লাইন্স পণ্য, খেলনা এবং টেক্সটাইল পরীক্ষাগারের সংযোজন বাংলাদেশের বৈশ্বিক সোর্সিং ও ম্যানুফ্যাকচারিং হাবে পরিণত হওয়ার গুরুত্বপূর্ণ অগ্রগতি। নতুন সুবিধাগুলো আমাদের সেবার ব্যাপ্তি বাড়াবে, স্থানীয়ভাবে সেবা গ্রহণ আরও সহজ করবে এবং বৈশ্বিক কমপ্লায়েন্স নিশ্চিত করতে গ্রাহকদের সহায়তা দেবে।”
ইন্টারটেক বাংলাদেশের অ্যাসিউরেন্স, টেস্টিং, ইন্সপেকশন এবং সার্টিফিকেশন (এটিআইসি) সেবার মাধ্যমে স্থানীয় শিল্পকে নিরাপত্তা, গুণগত মান এবং স্থায়িত্বের বৈশ্বিক মানদ- পূরণে সহায়তা করে। ২০০০ সালে প্রতিষ্ঠিত ইন্টারটেক বাংলাদেশ বর্তমানে ঢাকা, চট্টগ্রাম, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৮০০-রও বেশি দক্ষ পেশাজীবী নিয়ে কাজ করছে।
প্রতিষ্ঠানটি প্রস্তুত পণ্য, চামড়া ও জুতা, টেক্সটাইল পণ্য, খাদ্য, পেট্রোলিয়াম, রাসায়নিক, ইঞ্জিনিয়ারিং পণ্যসহ বিভিন্ন খাতে প্রি-শিপমেন্ট পরিদর্শনসহ বিস্তৃত সেবা প্রদান করে থাকে। সাম্প্রতিক সংযোজন হিসেবে হার্ড লাইন্স পণ্য, খেলনা এবং টেক্সটাইল পরীক্ষণ সেবা যুক্ত হয়েছে।