image

এসএমই মেলায় নানা পণ্যের আকর্ষণীয় সমাহার.

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
অর্থনৈতিক বার্তা পরিবেশক

ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের নিয়ে শুরু হয়েছে ১২তম জাতীয় এসএমই পণ্য মেলা। রাজধানীর শেরেবাংলা নগরের বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলনে কেন্দ্রে এই মেলা হচ্ছে। এ মেলাকে বলা হয় দেশি পণ্যের সবচেয়ে বড় আয়োজন। এসএমই ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এই মেলা চলবে আগামী ১৪ ডিসেম্বর পর্যন্ত। মেলায় অংশ নিয়েছে প্রায় ৩৫০টির বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠান, যার ৬০ শতাংশই নারী উদ্যোক্তা। খাতভিত্তিক স্টলের সংখ্যা- তৈরি পোশাক ৭৪, হস্ত ও কারুশিল্প ৫৪, পাদুকা ও চামড়াজাত পণ্য ৪০, পাটজাত ৩৫, কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত পণ্য ২৮, লাইট ইঞ্জিনিয়ারিং ১৩, জুয়েলারি ৯, প্রসাধনী ৭, আইটি সেবা ৫, হারবাল ৫, ইলেকট্রনিক্স ৩, ফার্নিচার ৩। এছাড়া অন্যান্য খাতের ১১টি স্টল রয়েছে।

মেলায় অংশ নিচ্ছে শিল্প মন্ত্রণালয়ের অধীন আটটি সংস্থাসহ সরকারি আরও ১৫টি প্রতিষ্ঠান এবং প্রায় ৩০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান। প্রধান পৃষ্ঠপোষক সিটি ব্যাংক; পাশাপাশি স্পন্সর হিসেবে আছে ব্র্যাক ব্যাংক, ইস্টার্ন ব্যাংক, ব্যাংক এশিয়া, আইডিএলসি, লংকাবাংলা, ইউনাইটেড ফাইন্যান্স ও আইপিডিসি।

প্রতিদিন মেলায় অনুষ্ঠিত হচ্ছে কর্মশালা, প্রশিক্ষণ এবং ব্যাংকার-উদ্যোক্তা সংযোগ অনুষ্ঠান। উদ্যোক্তারা সরাসরি ব্যাংকারদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় তথ্য নিতে ও চাইলে মেলা থেকেই ঋণের জন্য আবেদন করতে পারছেন। মেলা প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রবেশ ফি ছাড়াই দর্শনার্থীরা মেলা উপভোগ করতে পারবেন। তবে মেরায় বিদেশি/আমদানি করা পণ্য প্রদর্শন নিষিদ্ধ। মেলা প্রাঙ্গণে রয়েছে এসএমই ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয় এবং সাংবাদিকদের জন্য মিডিয়া সেন্টার।

এবারের মেলার অন্যতম প্রধান আকর্ষন ; মেলায় মোট ৩০টি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান তাদের বিভিন্ন ঋণের স্কিম বা সুবিধা নিয়ে মেলায় অংশ নিয়েছে। ক্ষেত্রবিশেষে এসব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান ২ লাখ থেকে ১০ কোটি টাকা পর্যন্ত ঋণসুবিধা দিচ্ছে। ঋণের বিপরীতে উদ্যোক্তাদের ৪ থেকে ১৫ শতাংশ পর্যন্ত সুদ দিতে হবে। মেলায় কিছু ব্যাংক তাৎক্ষণিক ঋণসেবা দিচ্ছে। এই ঋণ যে মেলা থেকেই দেওয়া হচ্ছে, তা নয়। ২৪ ঘণ্টার মধ্যে তা দেওয়া হচ্ছে।

এসএমই পণ্য মেলায় উদ্যোক্তাদের জন্য পাঁচ ধরনের ঋণ নিয়ে এসেছে সিটি ব্যাংক। সিটি ব্যাংক ক্ষুদ্র ও মাইক্রো ঋণের আওতায় জামানত ছাড়া সর্বোচ্চ দেড় কোটি টাকা ঋণ নিতে পারবেন উদ্যোক্তারা। জামানতসহ ঋণ নেওয়া যাবে ৫ কোটি টাকা। স্টার্টআপ প্রতিষ্ঠানের জন্য আছে সিটি স্টার্টআপ লোন সেবা। এর আওতায় কেন্দ্রীয় ব্যাংকের স্টার্টআপ তহবিল থেকে কোনো স্টার্টআপ ৪ শতাংশ সুদে ঋণ নিতে পারবে। সে জন্য উদ্যোক্তার বয়স হতে হবে ২১ থেকে ৪৫ বছরের মধ্যে। স্টার্টআপে নিজেদের বিনিয়োগ থাকতে হবে ৩০ শতাংশ। নারী উদ্যোক্তাদের জন্য আলাদাভাবে রয়েছে সিটি আলো ঋণসেবা। এই সেবার আওতায় জামানত ছাড়া দেড় কোটি টাকা ঋণ পাওয়া যাবে। ৫ শতাংশ সুদে একজন নারী উদ্যোক্তা ১ কোটি টাকা পুনঃঅর্থায়ন ঋণ পেতে পারবেন। ঋণের জন্য ১ থেকে ২ বছরের ব্যবসায়িক অভিজ্ঞতা থাকতে হবে। সিটি ব্যাংকের ক্ষুদ্র ব্যবসায় বিভাগের অ্যাসিস্ট্যান্ট রিলেশনশিপ ম্যানেজার চন্দন কুমার ঘোষ বলেন, ‘প্রতিদিন আমাদের স্টলে ৭০ থেকে ৮০ জন উদ্যোক্তা ঋণ নেওয়ার আগ্রহ নিয়ে আসছেন। নারী উদ্যোক্তাদের জন্য আমরা ৫ শতাংশ সুদে পুনঃঅর্থায়ন ঋণ দিচ্ছি। কৃষি ঋণের ক্ষেত্রেও সুদের হার তুলনামূলক কম। তবে জামানতবিহীন ঋণ পেতে উদ্যোক্তার ব্যবসার সম্ভাবনা ও নগদ অর্থের প্রবাহ বিবেচনা করা হয়।’

এছাড়াও ব্র্যাক ব্যাংক মেলায় উদ্যোক্তাদের বিভিন্ন স্কিমের মাধ্যমে সর্বোচ্চ ১০ কোটি টাকা ঋণ সুবিধা দিচ্ছে। জামানত ছাড়া ‘অনন্য’ সেবার মাধ্যমে ২ কোটি টাকা পর্যন্ত ঋণসেবা পাবেন একজন গ্রাহক। ব্যবসায়িক ভবন তৈরির জন্য জামানত ছাড়া ঋণ নেওয়া যাবে ৭৫ লাখ টাকা। জামানতসহ পাওয়া যাবে পাঁচ কোটি টাকা। ব্যবসায়িক কাজে গাড়ি কেনার ক্ষেত্রে গাড়ির মূল্যের ৯০ শতাংশ পর্যন্ত ঋণ সুবিধা পাওয়া যাবে। নারী উদ্যোক্তাদের জন্য ব্র্যাক ব্যাংকের আছে আলাদা ঋণসেবা ‘তারা’। এই সেবার আওতায় একজন নারী উদ্যোক্তা সর্বোচ্চ দেড় কোটি টাকা পর্যন্ত ঋণ পাবেন কোনো ধরনের জামানত ছাড়া। ৫ শতাংশ সুদে পুনঃঅর্থায়নের ক্ষেত্রে ১ কোটি টাকা পর্যন্ত ঋণ সুবিধা আছে। নির্দিষ্ট সময়ে ঋণ পরিশোধ করতে পারলে ১ শতাংশ সুদের অর্থ ঋণ গ্রহীতাকে ফেরত দেওয়া হবে। উদ্যোক্তাদের ব্যবসায়িক ধারণা আরও সহজ করতে মেলায় এসএমই সলিউশন ক্লিনিক রেখেছে ব্র্যাংক ব্যাংক। ব্যাংকটির এসএমই ব্যবসা সাপোর্ট বিভাগের প্রধান মো. মশিউর রহমান বলেন, প্রতিদিন স্টলে উদ্যোক্তারা ব্যবসায়িক বিভিন্ন বিষয়ে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে পারবেন।

এসএমই মেলায় অংশ নেওয়া আর্থিক প্রতিষ্ঠান আইডিএলসি ফাইন্যান্স আট ধরনের এসএমই ঋণসেবা দেবে। ক্ষেত্রবিশেষে জামানত ছাড়া ৩৫ লাখ থেকে এক কোটি টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী, আইডিএলসি সর্বোচ্চ ৭ কোটি টাকা পর্যন্ত ঋণসুবিধা দেবে।

মেলায় দুই ধরনের স্কিমের মাধ্যমে তাৎক্ষণিক ৩ লাখ টাকা পর্যন্ত ঋণসেবা দিচ্ছে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইউসিবি। বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান এসএমই উদ্যোক্তাদের জন্য জামানত ছাড়া সর্বোচ্চ দেড় কোটি টাকা পর্যন্ত ঋণ দিচ্ছে। আর্থিক প্রতিষ্ঠান ইউনাইটেড ফাইন্যান্স ৪ শতাংশ সুদে স্টার্টআপ ঋণ দিচ্ছে। এ ছাড়া প্রাইম ব্যাংক উদ্যোক্তাদের ব্যবসায়িক ভবন নির্মাণের জন্য ১০ বছর মেয়াদি ১০ কোটি টাকা পর্যন্ত ঋণসুবিধা দিচ্ছে। সঞ্চয়ের ভিত্তিতে উদ্যোক্তাদের ৮০ শতাংশ পর্যন্ত ঋণসুবিধা দিচ্ছে বেসরকারি প্রতিষ্ঠান ব্র্যাক।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

» হাজার হাজার উড়ান বাতিল ভারতের ইন্ডিগোর, বাজার মূলধন কমেছে ৪,৫০০ কোটি ডলার

সম্প্রতি