image
ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

ক্যাপিটাল মেশিনারি আমদানিতে শিথিলতা, তিন বছর পর্যন্ত বিল পরিশোধে ছাড়

বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫
অর্থনৈতিক বার্তা পরিবেশক

দেশের শিল্প খাতে বিনিয়োগ ও সক্ষমতা বাড়াতে পুঁজি সরঞ্জাম আমদানির নিয়ম আরও সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে শিল্পকারখানার প্রয়োজনীয় ক্যাপিটাল মেশিনারি তিন বছর মেয়াদী ইউজেন্স ভিত্তিতে আমদানি করা যাবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) পূর্বানুমতি ছাড়াই। গতকাল বুধবার বাংলাদেশ ব্যাংক এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে।

এতে বলা হয়, বিডার ফরেন লোন/সাপ্লায়ার্স ক্রেডিট স্ক্রুটিনি কমিটির ১৮৬তম সভার সিদ্ধান্ত অনুযায়ী এই ছাড় দেওয়া হয়েছে। সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বর্তমানে শুধু ক্যাপিটাল মেশিনারি আমদানির ক্ষেত্রে তিন বছরের ইউজেন্স সুবিধা দেওয়া হতো।

নতুন নির্দেশনার ফলে জাহাজ, ভারী যন্ত্রপাতি, বিশেষায়িত শিল্প সরঞ্জামসহ বিভিন্ন ক্যাপিটাল মেশিনারি আমদানিতেও একই মেয়াদের সুবিধা পাওয়া যাবে।

শিল্প সংশ্লিষ্টরা বলছেন, এই সিদ্ধান্তে আমদানি অর্থায়নের জটিলতা কমবে এবং বিনিয়োগ পরিকল্পনা বাস্তবায়ন সহজ হবে। বিশেষ করে উৎপাদনমুখী খাতগুলো সক্ষমতা বাড়াতে উল্লেখযোগ্য সুবিধা পাবে।

বাংলাদেশ ব্যাংক মনে করে, দীর্ঘমেয়াদি এই আমদানি সুবিধা শিল্পায়নের গতি বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

» হাজার হাজার উড়ান বাতিল ভারতের ইন্ডিগোর, বাজার মূলধন কমেছে ৪,৫০০ কোটি ডলার

সম্প্রতি