চট্টগ্রামের সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপো লিমিটেড পরিদর্শন করেন বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জরিস ভ্যান বোমেল। এ সময় তিনি বলেন, মেরিটাইম খাতে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে গুরুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে। ইতোমধ্যে নেদারল্যান্ডস বাংলাদেশ বন্দরের অবকাঠামো, হ্যান্ডলিং, পণ্য সরবরাহ ব্যবস্থা উন্নয়নে কাজ করছে। তিনি গতকাল বুধবার দুপুরে নেদারল্যান্ডস ও বাংলাদেশের মধ্যে ক্রমবর্ধমান বাণিজ্যিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত অংশীদারিত্ব নিয়ে পর্যালোচনায় সীতাকুন্ডে বিএম কনটেইনার ডিপো লিমিটেড পরিদর্শন করেন। এ সময় তিনি ডিপোটির অবকাঠামো, নিরাপত্তা, সুরক্ষা ব্যবস্থা, পরিবেশবান্ধব অপারেশনাল পদ্ধতি এবং প্রযুক্তিগত কনটেইনার হ্যান্ডলিং কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে নেদারল্যান্ডস রাস্ট্রদূত জুরিস ভান বোমেল আরও বলেন, বাংলাদেশ রপ্তানি পণ্যের বড় একটি অংশ চট্টগ্রাম বন্দর দিয়ে হ্যান্ডলিং করা হয়। তাই বন্দরের উন্নয়নেও বাংলাদেশের সঙ্গে কাজ শুরু করেছে নেদারল্যান্ডস।
রাষ্ট্রদূতের সঙ্গে ছিলেন নেদারল্যান্ডসের ভারত, বাংলাদেশ ও শ্রীলঙ্কার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা ক্যাপ্টেন জর্ডি ক্লেইন, ইকোনমিক অ্যান্ড কমার্শিয়াল অ্যাফেয়ার্সের সিনিয়র অ্যাডভাইজার মুন্নুজান খানম বিএম কনটেইনার ডিপো লিমিটেডের মহাব্যবস্থাপক নাজমুল আক্তার খাঁন, ডিজিএম মোহাম্মদ নুরুল আক্তার এবং স্মার্ট গ্রুপের নির্বাহী ব্যবস্থাপক ক্যাপ্টেন মাঈনুল আহসান। চট্টগ্রাম বন্দর দিয়ে হ্যান্ডলিং করা হয়: ডাচ রাষ্ট্রদূত