ভ্যাট সম্পর্কে জনসচেতনতা বাড়াতে ব্রাহ্মণবাড়িয়ায় ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ–২০২৫ উপলক্ষে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার (১৪ ডিসেম্বর) সকালে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ, ব্রাহ্মণবাড়িয়ার সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের যুগ্ম কমিশনার ফাহাদ আল ইসলাম। সভাপতিত্ব করেন ব্রাহ্মণবাড়িয়া কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের সহকারী কমিশনার কাজী আল মাসুম।
সেমিনারে বক্তারা বলেন, ভ্যাট দেশের উন্নয়নের অন্যতম প্রধান রাজস্ব উৎস। নিয়মিত ও সঠিকভাবে ভ্যাট পরিশোধের মাধ্যমে সরকারের উন্নয়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখা সম্ভব। ভ্যাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তারা।
সেমিনারে অংশ নেওয়া ব্যবসায়ীরা ভ্যাট সংক্রান্ত বিভিন্ন সমস্যা ও দাবি তুলে ধরেন। এ সময় কাস্টমস কর্তৃপক্ষ ব্যবসায়ীদের উত্থাপিত দাবিগুলো গুরুত্বসহকারে বিবেচনা করে দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আশ্বাস দেন।
সেমিনারে জেলার বিভিন্ন ব্যবসায়ী প্রতিনিধি, সেবাগ্রহীতা, গণমাধ্যমকর্মী এবং কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।