image

এনইআইআর চালু ১ জানুয়ারি পর্যন্ত

মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫
অর্থনৈতিক বার্তা পরিবেশক

মোবাইল ফোন হ্যান্ডসেট নিবন্ধনের বাধ্যবাধকতার অংশ হিসেবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিফিকেশন রেজিস্টার (এনইআইআর) চালুর দিনক্ষণ ১৫ দিন পিছিয়ে ১ জানুয়ারি করার ঘোষণা দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি। আগের ঘোষণা অনুযায়ী তা ১৬ ডিসেম্বর বিজয় দিবসের দিন থেকে চালুর ঘোষণা ছিল, যার প্রতিবাদের বিভিন্ন কর্মসূচি পালন করে আসছিলেন মোবাইল ফোন ব্যবসায়ীরা।

গতকাল সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে দেশে চালু থাকা মোবাইল ফোনের তথ্যভাণ্ডার এনইআইআর চালুর নতুন এ তারিখ জানায় বিটিআরসি। এর আগে এনইআইআর এর বিরোধিতা করে ব্যবসায়ীদের দাবির মুখে সরকার দেশের বাজারে থাকা ফোনগুলো বেচা-বিক্রির জন্য ১৫ মার্চ পর্যন্ত সময় বাড়ায়। এ সময়ের মধ্যে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধ পথে আনা ফোনগুলো বিক্রি করা যাবে, এই সময়ের পরে আর কোন অবৈধ ফোনকে নেটওয়ার্কে যুক্ত করতে দেওয়া হবে না।

সময় বাড়ানোর কারণ হিসেবে গতকাল সোমবার সংবাদ বিজ্ঞপ্তিতে বিটিআরসি বলেছে, এনইআইআর পদ্ধতি চালুর জন্য এরই মধ্যে আমদানি করা সব অবিক্রিত বা তাদের হাতে থাকা (স্টক) মোবাইল হ্যান্ডসেটের আইএমইআই নম্বর এনইআইআর সিস্টেমে অন্তর্ভুক্ত করতে ১৫ ডিসেম্বর পর্যন্ত সময় দেওয়া হয়েছিল সব মোবাইল ব্যবসায়ীদের। কিন্তু অনেকে এখন পর্যন্ত তা কমিশনে দাখিল করতে পারেনি। তাদের সুবিধার্থে সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। এ পরিপ্রেক্ষিতে অবিক্রিত ও স্থিত মোবাইল হ্যান্ডসেটের তথ্য নেটওয়ার্কে আত্তীকরণের সুবিধার্থে তথ্য দাখিলের সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত বাড়ানো হল।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, হ্যান্ডসেটের আইএমইআই ও সংশ্লিষ্ট তথ্য এনইআইআর সিস্টেমে অন্তর্ভূক্তির জন্য neir@btrc.gov.bd ই-মেইল ঠিকানায় নির্ধারিত মাইক্রোসফট এক্সেল ফরম্যাটে তথ্য দিতে হবে। এনইআইআর পদ্ধতির বিরোধিতা করে গত কয়েকদিন ধরে বিক্ষোভ করছিলেন দেশেন আনঅফিসিয়াল মোবাইল হ্যান্ডসেটের ব্যবসায়ীরা। যারা নানা ‘অবৈধ রুটে কর ফাঁকি’ দিয়ে দেশে নিম্নমানের, ক্লোনড, রিফারবিশড ও পুরনো ফোন দেশের বাজারে ঢোকাচ্ছে বলে অভিযোগ সরকারের। কর ফাঁকি বন্ধের পাশাপাশি নিম্নমানের ফোন দেশে ঢোকা বন্ধ করতে সরকার এ পদ্ধতি কার্যকরের উদ্যোগ নিচ্ছে বলে জানানো হয়। এনইআইআর চালু হলে দেশে অবৈধ পথে আসা ফোনগুলো আর ব্যবহার করা যাবে না। পাশাপাশি বন্ধ হয়ে যাবে অবৈধভাবে বিদেশ থেকে নিয়ে আসা পুরনো ফোনের ব্যবসাও। মোবাইল হ্যান্ডসেট নিবন্ধনের এই বাধ্যবাধকতা কার্যকর হওয়ার পর কেবল সরকার অনুমোদিত বৈধ হ্যান্ডসেটই নেটওয়ার্কে যুক্ত থাকতে পারবে। তবে এনইআইআর চালু হওয়ার আগ পর্যন্ত নেটওয়ার্কে ব্যবহার হওয়া কোনো ফোনই বন্ধ হবে না।

‘অর্থ-বাণিজ্য’ : আরও খবর

সম্প্রতি